X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

আলাদা হয়ে গেছেন অর্জুন-মালাইকা

বিনোদন ডেস্ক
৩১ মে ২০২৪, ১৪:৩০আপডেট : ৩১ মে ২০২৪, ২৩:০৬

একদিকে সামাজিক চাপ, অন্যদিকে বয়সের ব্যবধান, ভালোবাসায় কোনও দিকেই ভ্রূক্ষেপ করেননি বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী-নৃত্যশিল্পী মালাইকা আরোরা। দীর্ঘদিন ধরেই তারা সম্পর্কে জড়িয়ে ছিলেন। তবে বর্তমানে তাদের মধ্যে সম্পর্ক নেই বলে জানা গেছে।

একাধিক সূত্র খবরটি নিশ্চিত করেছে পিঙ্কভিলাকে। মালাইকা ও অর্জুন পরস্পরের প্রতি সম্মান রেখেই আলাদা হয়ে গেছেন। একটি সূত্রের ভাষ্য, ‘অর্জুন-মালাইকার মধ্যে একটা বিশেষ সম্পর্ক ছিল। আগামীতেও তারা একে-অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিষয়টি নিয়ে দুজনেই চুপ থাকবেন। কেউ তাদের সম্পর্ক নিয়ে অহেতুক চর্চা করুক, এটা তারা চান না।’

তাদের সম্পর্ক নিয়ে ওই সূত্রটি আরও বলেছে, ‘ভালোবাসাময় একটা দীর্ঘ সম্পর্ক ছিল তাদের মধ্যে, কিন্তু সেটা ফুরিয়ে গেছে। তারা প্রত্যাশা করছেন, বিষয়টি উপলব্ধি করে ভক্ত-দর্শক তাদের প্রতি ইতিবাচক মনোভাব রাখবেন।’

অর্জুন-মালাইকা উল্লেখ্য, ১৯৯৮ সালে অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা আরোরা (৫০)। দীর্ঘ ১৯ বছর সংসারের পর তারা বিবাহ বিচ্ছেদ করেন ২০১৭ সালে। এর এক বছর আগে থেকেই অর্জুন কাপুরের (৩৮) সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। তবে মালাইকার ৪৫তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় প্রেমময় পোস্টের মাধ্যমে বিষয়টি তারা নিশ্চিত করেন। এরপর থেকে দুজনেই রাখঢাক না করে সম্পর্ক চালিয়ে এসেছেন। এছাড়া করন জোহরের অনুষ্ঠানে এসেও প্রেম জীবন নিয়ে খোলামেলা আলাপ করেছিলেন অর্জুন।

এদিকে অর্জুন কাপুরকে আগামীতে দেখা যাবে রোহিত শেঠি নির্মিত আকাঙ্ক্ষিত সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’-এ। এতে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া তার হাতে রয়েছে ‘নো এন্ট্রি ২’ ছবির কাজও। অন্যদিকে মালাইকা টিভি পর্দার কিছু কাজে যুক্ত রয়েছেন।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
বিয়ের গুঞ্জনে জল ঢেলে দিলেন মালাইকা!
বিয়ের গুঞ্জনে জল ঢেলে দিলেন মালাইকা!
খেলা দেখতে লন্ডনে অর্জুন-মালাইকা
খেলা দেখতে লন্ডনে অর্জুন-মালাইকা
ফটোগ্রাফারদের একহাত নিলেন অর্জুন
ফটোগ্রাফারদের একহাত নিলেন অর্জুন
দুর্ঘটনায় আহত মালাইকা, দুমড়ে গেছে গাড়ি! 
দুর্ঘটনায় আহত মালাইকা, দুমড়ে গেছে গাড়ি! 
বিনোদন বিভাগের সর্বশেষ
আবার শুরু...
আবার শুরু...
উপমার ‘শেষ ভালোবাসা’
উপমার ‘শেষ ভালোবাসা’
দিলীপ কুমারকে যেভাবে স্মরণ করলেন সায়রা বানু
দিলীপ কুমারকে যেভাবে স্মরণ করলেন সায়রা বানু
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে