X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জানুয়ারিতে নেটফ্লিক্স মাতাচ্ছে যারা

মুসাররাত আবির
২৪ জানুয়ারি ২০২২, ২২:৪১আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২২:৪৫

বছরের শুরুতেই একরাশ নতুন সিরিজের পসরা সাজিয়েছিল নেটফ্লিক্স। এর কয়েকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে প্রথম কিছুদিনেই। বিধিনিষেধের কালে তাই সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিরিজগুলো- 

আর্কাইভ ৮১

আর্কাইভ ৮১

ড্যান টার্নার জাদুঘরে কর্মরত একজন আর্কাইভিস্ট। অতীতের ক্যাসেটগুলো সংরক্ষণ করে রক্ষণাবেক্ষণ করা তার কাজ। ভার্জিল নামের একজন তার সংরক্ষণে থাকা কিছু ক্যাসেট ঠিক করার জন্য ড্যানকে ভাড়া করেন। সেটা করতে যেয়ে ড্যান আবিষ্কার করেন মেলোডিকে, যাকে ঘিরেই এই সিরিজ।

আট পর্বের এই সিরিজের প্রথমদিকে একটু ভৌতিক আবহ থাকলেও, আদতে এটা মিস্ট্রি থ্রিলার৷ প্রতি পর্বেই আছে নতুন নতুন টুইস্ট আর রহস্য। আছে অস্বাভাবিক ধর্মাচরণ, কালোজাদু, দৈত্য-দানবের খেলাও।

ওজার্ক চতুর্থ কিস্তি ওজার্ক চতুর্থ কিস্তি

মার্টি বার্ড ছোট একটা ফার্ম পরিচালনা করতেন। যেখান থেকে টাকা লন্ডারিং করা হতো। বার্ডের সহকর্মীরা ৮ মিলিয়ন ডলার চুরি করে এক কার্টেলের কাছ থেকে। বাকিরা মারা পড়লেও বার্ড জীবন বাঁচাতে ডেলকে বলে সে তার হয়ে ৫০০ মিলিয়ন ডলার লন্ডারিং করে দিবে। এ নিয়েই সিরিজের চতুর্থ সিজনের প্রথম পর্ব মুক্তি পেলো ক’দিন আগে।

প্রতিবারের মতো এবারও ওজার্কের মূল আকর্ষণে আছে ক্রিমিনাল দম্পতি মার্টি ও ওয়েন্ডি বার্ড। তাদের সুচতুর কলাকৌশল নিয়ে এই কিস্তিতেও থাকছে টুইস্ট আর বুদ্ধির মারপ্যাঁচ। 

ইয়ে কালি কালি আঁখে

ইয়ে কালি কালি আঁখে

ভিকরান্ত একজন সাধারণ ঘরের ছেলে। তার বাবা ভারতের এক মাফিয়া-কাম-রাজনীতিবিদের অধীনে কর্মরত। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় ভিকরান্তের সঙ্গে শিখার সম্পর্ক হয়। চাকরি, বিয়ে, সংসার সব পরিকল্পনা সারা। এরপরই আসে পূর্বা। সেই ক্ষমতাধর রাজনীতিবিদের একমাত্র মেয়ে। পূর্বা ছোটবেলা থেকেই ভিকরান্তকে পছন্দ করে আসছে। ভিকরান্তের প্রেমে মশগুল সে। বাবার ক্ষমতার ছায়ায় পূর্বা ফিরে পেতে চায় ভিকরান্তকে। তবে এরপর আসতে থাকে নাটকীয় সব মোড়।

গল্পটা গতানুগতিক ত্রিভুজ প্রেমের মতো মনে হলেও টুইস্ট আছে বটে। আট পর্বের এই ক্রাইম-থ্রিলার-রোমান্টিক সিরিজ দেখতে বসলে আর ওঠা মুশকিল। 

আওয়ার বিলাভড সামার

আওয়ার বিলাভড সামার

হাইস্কুলে থাকতেই চোই উং ও কুক ইয়ন-সুর বিচ্ছেদ ঘটে। কখনও একে অপরের মুখোমুখি হবে না পণ করলেও ১০ বছর পর অপ্রত্যাশিতভাবে তারা আবার মুখোমুখি। স্কুলে পড়ার সময় তারা একটা ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছিল; যা হুট করেই ১০ বছর পর ভাইরাল হয়। যে কারণে না চাইলে একজন আরেকজনের মুখোমুখি দাঁড়ায়।

মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প ও অভিনয়ের পাশাপাশি মানানসই সিনেমাটোগ্রাফি ও আবহ সংগীত মোহাবিষ্ট করে রাখবে আপনাকে। ১৬ পর্বের সিরিজটি এরইমধ্যে জায়গা করে নিয়েছে দর্শকের মনে।

/এফএ/এম/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী