X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
মামানামা– আউট অব দ্য বক্স

আমি নই, বড় অভিনেতা ভোটাররা: ইলিয়াস কাঞ্চন (ভিডিও)

বিনোদন ডেস্ক
৩০ জানুয়ারি ২০২২, ১৬:০০আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৬:৪৮

প্রথমবার সভাপতি পদে নির্বাচন করে জয়লাভ করেছেন ইলিয়াস কাঞ্চন। তার জয়ের বিষয়ে সন্দেহ ছিল না কারও। তবে ফলাফল প্রকাশের পর ভোটের সংখ্যায় খুব বেশি স্বস্তিবোধ করেননি এই নায়ক-নেতা। কারণ, প্রত্যাশা ছিল আরও বেশি ভোটের।

এ প্রসঙ্গে খানিক আক্ষেপ ও বিস্ময় প্রকাশ করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আপনি বলছেন আমি জনপ্রিয় অভিনেতা। কিন্তু নির্বাচনের পর আমার অভিজ্ঞতা হলো অন্য। আমি মনে করি, সবচেয়ে বড় অভিনেতা হলেন ভোটাররা।’ 

চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা তো অভিনেতাই হবেন- স্বাভাবিক। তবু কেন ইলিয়াস কাঞ্চন তার ভোটারদের ‘বড় অভিনেতা’ বলে আখ্যা দিলেন! জবাবে এই নায়ক বলেন, ‘কারণ ভোটের আগে ভোটাররা এমন অভিনয় করেন- প্রার্থী হিসেবে আপনি আসলে বুঝতেই পারবেন না, হোয়াটস গোয়িং অন! ভোটের আগে ভোটারদের যে এক্সপ্রেশন দেখেছি আমরা, ফলাফলে কিন্তু সেটার প্রতিচ্ছবি নেই। সেজন্যই বলেছি, নির্বাচনে ভোটাররাই বড় অভিনেতা।’

বাংলা ট্রিবিউন-এর সাপ্তাহিক সেলিব্রেটি শো ‘মামানামা- আউট অব দ্য বক্স’-এর অতিথি হয়ে এমন আরও অনেক নির্বাচনি অভিজ্ঞতার কথা তুলে ধরেন সদ্য নির্বাচিত শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। মাহমুদ মানজুরের সঞ্চালনায় এক্সক্লুসিভ এই লাইভ শো’টি প্রচার হয় ২৯ জানুয়ারি রাত সাড়ে ৮টায় বাংলা ট্রিবিউন-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

জনি হক প্রযোজিত এই শো’তে হাজির হয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, সভাপতি হিসেবে তার কর্মপরিকল্পনা ও নির্বাচনের তিক্ত-মধুর অভিজ্ঞতার কথা। জানান, তার বিপরীতে নির্বাচন করা মিশা সওদাগরকেও সমিতির উপদেষ্টা হিসেবে যুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এটা কেন চাই বলছি। যারাই এই নির্বাচনে দাঁড়িয়েছে- মিশা-জায়েদ বা আমাদের প্যানেল থেকে, সবার একটাই উদ্দেশ্য। শিল্পীদের জন্য কিছু একটা করা। কিন্তু সবাই তো আর পাস করবে না। এটাই হলো নির্বাচনের বাস্তবতা। কিন্তু সবার ইচ্ছা প্রায় একই। তাই ভাবলাম, সবাই যদি মিলেমিশে কাজটা করি ক্ষতি কি? বরং সমিতি ও সদস্যদেরই লাভ হবে। সেজন্যই এই চিন্তা করছি। আমি এরমধ্যে মিশাকে ফোনে জানিয়েছি।’

‘মামানামা- আউট অব দ্য বক্স’-এর অতিথি হলে ইলিয়াস কাঞ্চন আরও আলোচনা করেন নিজের প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের পরাজয়ের কারণ, ১৭ সংগঠনের সদস্যদের ভোটের দিন এফডিসিতে ঢুকতে না দেওয়ার বিষয়, সিনেমার উন্নয়নে তার কর্মপরিকল্পনা এবং বাদ যায়নি জায়েদ খানের বিয়ের প্রসঙ্গটাও।

পুরো আয়োজনটি দেখতে পারবেন এখানেই:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নাটকে ফিরলেন সিনেমার সভাপতি!
নাটকে ফিরলেন সিনেমার সভাপতি!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
‘ওপারে ভালো থেকো বন্ধু’
অভিনেতা রুমির মৃত্যু‘ওপারে ভালো থেকো বন্ধু’
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী