X
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
২০ অগ্রহায়ণ ১৪৩০

‘রেহানা’র জন্য গিয়ে নুহাশের ‘মশারি’ দেখে মুগ্ধ বাঁধন

বিনোদন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২২, ১৩:৪২আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৬:২২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসেছে ‘ইন্ডিমিম ফিল্ম ফেস্টিভাল’। যেখানে অংশ নিয়েছে বাংলাদেশের দুটি ছবি। এরমধ্যে আছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ ও নুহাশ হুমায়ূনের ‘মশারি’।

ছবি দুটির জন্য এর কলাকুশলীরা এখন টেক্সাসে অবস্থান করছেন। সেখানে গিয়েছেন রেহানা’খ্যাত আজমেরী হক বাঁধন। গিয়ে মুগ্ধ হলেন অপর বাংলাদেশি চলচ্চিত্র ‘মশারি’ দেখে। জানালেন, বাংলাদেশি হরর ছবির মধ্যে সেরা কাজ এটি।

বললেন, ‘আমি গতকাল (১৪ এপ্রিল) এসেই তাদের ছবিটি দেখতে যাই। প্রথমে অন্য একটি স্বল্পদৈর্ঘ্য দেখার পর নুহাশেরটা ছিল। আমি এত ক্লান্ত ছিলাম যে অলমোস্ট ঘুমিয়ে যাচ্ছিলাম। নুহাশের হরর দেখতে দেখতে হঠাৎ চিৎকার করে উঠি। এটা আমি কী দেখছি! আমাদের দেশে তো হরর ছবি দুর্ভাগ্যবশত কৌতুক হয়ে যায়। আমি মুগ্ধ হয়ে নুহাশের কাজ দেখলাম। ইয়াংরা তাদের গল্প বলছে তাদের মতো করে। অসাধারণ অভিনয় করেছেন শিশুশিল্পী ও সুনেরাহ।’

উৎসবস্থলে বাঁধন তিনি জানান, আজ (১৬ এপ্রিল) উৎসবে দেখানো হবে ‘রেহানা মরিয়ম নূর’। আয়োজনে সবচেয়ে বেশি টিকিট বিক্রিও হয়েছে ছবিটির।

সিনেমাটি প্রসঙ্গে বলেন, ‘সাধারণত এর পরিচালক সাদ কোনও উৎসবে যেতে চান না। এ কারণে হয়তো আমার কাছেই ইনভাইটেশনগুলো চলে আসে। খুবই ভালো লাগে প্রবাসেও যখন ছবিটি ভালো মন্তব্য পাই। অনেক বাংলাদেশিই ইতোমধ্যে আমার সঙ্গে দেখা করেছেন।’

‘মশারি’ স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করেছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাতনি অনোরা। সে অভিনেত্রী শীলার মেয়ে। অনোরার সঙ্গে এর অপর চরিত্রে আছেন ‘ন ডরাই’-খ্যাত তারকা সুনেরাহ বিনতে কামাল। ছবিটি লিটল-বিগ প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত। যেখানে প্রযোজক হিসেবে আছেন বুশরা আফরিন ও নুহাশ হুমায়ূন।

অপরদিকে, ‘রেহানা মরিয়ম নূর’র কেন্দ্রীয় চরিত্রে আছেন বাঁধন। ছবিটি প্রথম বাংলাদেশি ছবি হিসেবে গত কান উৎসবে অফিসিয়ালি প্রদর্শিত হয় এবং প্রশংসিত হয়।

/এম/এমএম/
সম্পর্কিত
‘খুফিয়া’ বিতর্কে বাঁধনের ব্যাখ্যা, সঙ্গে নতুন খবর
‘খুফিয়া’ বিতর্কে বাঁধনের ব্যাখ্যা, সঙ্গে নতুন খবর
‘তাদের চেয়ে কি আমরা ক্রিকেটটাকে বেশি বুঝি’
বিশ্বকাপ বিশেষ‘তাদের চেয়ে কি আমরা ক্রিকেটটাকে বেশি বুঝি’
খুফিয়া: বাংলাদেশ নিয়ে ‘শঙ্কা ও ভাবনার’ ভারতীয় ছবি!
সিনেমা সমালোচনাখুফিয়া: বাংলাদেশ নিয়ে ‘শঙ্কা ও ভাবনার’ ভারতীয় ছবি!
বাঁধনের ‘খুফিয়া’ নিয়ে কী বলছে ভারতীয় মিডিয়া
বাঁধনের ‘খুফিয়া’ নিয়ে কী বলছে ভারতীয় মিডিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
সৌদির উৎসবে শেষ আকর্ষণ আলিয়া ভাট
সৌদির উৎসবে শেষ আকর্ষণ আলিয়া ভাট
‘মাইলস’ নিয়ে ফেসবুকে দুই ভাইয়ের ‘হাতাহাতি’
‘মাইলস’ নিয়ে ফেসবুকে দুই ভাইয়ের ‘হাতাহাতি’
বলিউড অভিষেকের আগমুহূর্তে জয়ার সুখবর
বলিউড অভিষেকের আগমুহূর্তে জয়ার সুখবর
মিথ্যে নয়, সত্যি মেহজাবীন
মিথ্যে নয়, সত্যি মেহজাবীন
৩ মিনিটের ‘ডাঙ্কি’ ড্রপ: অ্যাকশনের ভিড়ে আবেগের গল্প (ভিডিও)
৩ মিনিটের ‘ডাঙ্কি’ ড্রপ: অ্যাকশনের ভিড়ে আবেগের গল্প (ভিডিও)