X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তিশা-তৌসিফের প্রেম ও প্রতারণার গল্প

বিনোদন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২২, ১২:১৭আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ২০:১২

এই শহরে প্রেম ও প্রতারণা- হাতে হাত রেখে হাঁটে! অনেকটা সেই নির্মম সত্যটি এবার উঠে আসছে সময়ের অন্যতম দুই শিল্পী তৌসিফ মাহবুব ও তানজিন তিশার মাধ্যমে।

পারভেজ ইমামের চিত্রনাট্যে ‘অচেনা প্রেম’ শিরোনামের নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। সিএমভি’র ব্যানারে নির্মিত ঈদের এই কাজটির মাধ্যমে উঠে আসবে এই শহরে বেঁচে থাকার লড়াই করা একজন নারীর গল্প।

নাটকটির গল্প ধারণা এভাবে দেন নির্মাতা রিংকু, ‘জীবনযুদ্ধে পরাজিত মেয়ে তামান্না। বাবা মারা যাওয়ার পর সংসারের ঘানি নিজেকে টানতে হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ছোট একটি চাকরির আশায় ঘুরলেও মানুষের মতো শকুনের লোলুপ দৃষ্টির কবলে পড়ে। নিজের সম্মান বাঁচানোর জন্য বের হয়ে এসে তামান্না রাস্তায় নামে প্রতারণা ব্যবসায়।’

জানা যায়, তামান্নার এই প্রতারণা ব্যবসার মাঝে ঘটনাক্রমে পরিচয় হয় সজল নামের এক লেখকের সঙ্গে। সজল যদিও তার পরিচয় দেয়, সে গ্রাম থেকে পালিয়ে ঢাকা এসেছে। যার কাছে শহরের প্রায় সবটুকুই অচেনা। বিশ্বাস করে সজলকে অ্যাসিসটেন্ট হিসেবে নিয়োগ দেয় তামান্না। শুরু হয় তাদের প্রতারণা ব্যবসা।

এতে তামান্না তানজিন তিশা ও সজল চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

নির্মাতার ভাষ্যে, ‘নাটকটি বেদনার। তবে তারচেয়ে বড় বিষয় আমি একটা বার্তা দিতে চেয়েছি দর্শকদের। সেটি হলো, জীবনযুদ্ধ। মানুষ আসলে নিজেকে টেকানোর জন্য কত রকমের যুদ্ধ করে এই সমাজ ও শহরের সঙ্গে। সেটাই দেখাতে চেয়েছি।’

আসছে ঈদে নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলের বিশেষ আয়োজনে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া