X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সৌদি থেকে সেলফি

বিনোদন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২২, ১৫:৩৪আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৫:৪৯

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছেন চিত্রনায়ক রুবেল। শুক্রবার (১৫ এপ্রিল) সৌদি আরবের উদ্দেশে উড়াল দেন তিনি। 

রবিবার (১৭ এপ্রিল) সোশাল হ্যান্ডেলে প্রকাশ করেন মক্কা শরিফে তোলা একটি সেলফি। ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।

রুবেলের ওমরাহ পালনের বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু প্রযোজক মোরশেদ খান হিমেল। 

তিনি বলেন, ‘আগে থেকেই উনার এই পরিকল্পনা ছিল। গত পরশু ওমরাহ পালন করতে গিয়েছেন। যাওয়ার আগে আমাদের কাছে দোয়া চেয়ে গেছেন। সেখান পৌঁছে আমাদের ছবিও পাঠিয়েছেন।’

উল্লেখ্য, চলতি বছর ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন রুবেল। তিনি সহ-সভাপতি পদে ১৯১ ভোট পেয়ে জয়ী হন। কিন্তু শপথ না নিয়ে তার পদটি সহ-সভাপতি পদে হেরে যাওয়া চিত্রনায়ক রিয়াজকে দিয়ে দেবেন বলেন জানান। কারণ হিসেবে কারাতে প্রশিক্ষণ ও ব্যক্তিগত ব্যস্ততার কথা জানান তিনি। বিষয়টি নিয়ে আলোচনার জন্ম হলে রিয়াজ এটি নিতে অস্বীকৃতি জানান।

অন্যদিকে, ঘোষণা দিলেও এখন পর্যন্ত পদত্যাগপত্র জমা দেননি রুবেল।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার