X
বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২
১৬ অগ্রহায়ণ ১৪২৯

বুধবার দাওয়াত করে সব জানাবো: শবনম ফারিয়া

বিনোদন রিপোর্ট
০৭ মে ২০২২, ১৬:২২আপডেট : ০৮ মে ২০২২, ১২:০৬

ঘর বাঁধার গুঞ্জন উঠেছে শবনম ফারিয়াকে নিয়ে। তার পরিবারের পক্ষ থেকে খোঁজ মিলেছে, মাস দুয়েক আগেই বিয়ে করে ঘর গুছিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।

যদিও এসব বিষয়কে এখনও গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন শবনম। আঙুল তুলছেন মিডিয়া গুঞ্জনের দিকে। বলছেন, ‘আপনাদের অনেক কলিগরা অলরেডি নিউজ করে ফেলেছেন, আমার অফিশিয়াল স্টেটমেন্টের জন্যও অপেক্ষা করেনি। কিংবা আমার কাছে কিছু জানারও প্রয়োজন মনে করেনি! সুতরাং এই বিষয়ে এখন আমি কোনও মন্তব্য করবোই না। আমার যখন সময় আসবে, নিজ থেকেই যা যা জানানো প্রয়োজন মনে করি করবো।’

এটাও বলেন, ‘সবাইকে শিগগিরই দাওয়াত করে খাওয়াবো। সম্ভবত বুধবার; সেদিন সব জানাবো। দাওয়াত ছাড়া নো স্টেটমেন্ট।’

তবে কোন বুধবার- সেটি জনাতে অনাগ্রহ দেখালেন শবনম। ধারণা করা হচ্ছে, ১১, ১৮ বা ২৫ মে ঘটা করেই বিয়ের খবরটি জানান দেবেন শবনম।

জানা গেছে, শবনম ফারিয়ার স্বামীর নাম জাহিন রহমান। তবে তার পেশা জানা যায়নি।

বিজ্ঞাপনের মডেল হয়ে শোবিজে পা রাখেন শবনম ফারিয়া। ২০১৩ সালে তিনি ‘অল টাইম দৌড়ের ওপর’ নাটকে অভিনয়ে করে প্রথম নজরে আসেন। ২০১৮ সালে ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে প্রশংসিত অভিষেক ঘটে। সম্প্রতি ‘ফ্যামিলি ক্রাইসিস’ নামের ধারাবাহিকে অভিনয়ের আলোচনায় রয়েছেন।

মাঝে বেশ সমালোচিত হয়েছেন প্রথম বিয়েবিচ্ছেদ আর ইভ্যালির সঙ্গে নিজের নাম জড়িয়ে।

/এমএম/
সম্পর্কিত
দিল্লি থেকে দোয়া চেয়েছেন শবনম ফারিয়া
দিল্লি থেকে দোয়া চেয়েছেন শবনম ফারিয়া
ফুটবল জ্বরে কাঁপছে সবাই, নির্বিকার বাঁধন-ফারিয়া!
ফুটবল জ্বরে কাঁপছে সবাই, নির্বিকার বাঁধন-ফারিয়া!
অবশেষে কাজে ফিরলেন শবনম ফারিয়া
অবশেষে কাজে ফিরলেন শবনম ফারিয়া
পাঁচ বছর আগে এই দিনটায় আমার জীবন ওলট-পালট হয়ে যায়: ফারিয়া
পাঁচ বছর আগে এই দিনটায় আমার জীবন ওলট-পালট হয়ে যায়: ফারিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিসেম্বরজুড়ে বিটিভিতে বর্ণাঢ্য আয়োজন
ডিসেম্বরজুড়ে বিটিভিতে বর্ণাঢ্য আয়োজন
নতুন অধ্যায়ে আফরান নিশো, সঙ্গে রাফী-তমা
নতুন অধ্যায়ে আফরান নিশো, সঙ্গে রাফী-তমা
জিতের ছবির পরিচালক বাংলাদেশের সঞ্জয়
জিতের ছবির পরিচালক বাংলাদেশের সঞ্জয়
কথা রাখলেন পার্থ-অপর্ণারা
কথা রাখলেন পার্থ-অপর্ণারা
ওই মুহূর্তে অনবরত কান্না করেছি: শাহনাজ খুশি
ওই মুহূর্তে অনবরত কান্না করেছি: শাহনাজ খুশি