X
রবিবার, ০১ অক্টোবর ২০২৩
১৬ আশ্বিন ১৪৩০

বুধবার দাওয়াত করে সব জানাবো: শবনম ফারিয়া

বিনোদন রিপোর্ট
০৭ মে ২০২২, ১৬:২২আপডেট : ০৮ মে ২০২২, ১২:০৬

ঘর বাঁধার গুঞ্জন উঠেছে শবনম ফারিয়াকে নিয়ে। তার পরিবারের পক্ষ থেকে খোঁজ মিলেছে, মাস দুয়েক আগেই বিয়ে করে ঘর গুছিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।

যদিও এসব বিষয়কে এখনও গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন শবনম। আঙুল তুলছেন মিডিয়া গুঞ্জনের দিকে। বলছেন, ‘আপনাদের অনেক কলিগরা অলরেডি নিউজ করে ফেলেছেন, আমার অফিশিয়াল স্টেটমেন্টের জন্যও অপেক্ষা করেনি। কিংবা আমার কাছে কিছু জানারও প্রয়োজন মনে করেনি! সুতরাং এই বিষয়ে এখন আমি কোনও মন্তব্য করবোই না। আমার যখন সময় আসবে, নিজ থেকেই যা যা জানানো প্রয়োজন মনে করি করবো।’

এটাও বলেন, ‘সবাইকে শিগগিরই দাওয়াত করে খাওয়াবো। সম্ভবত বুধবার; সেদিন সব জানাবো। দাওয়াত ছাড়া নো স্টেটমেন্ট।’

তবে কোন বুধবার- সেটি জনাতে অনাগ্রহ দেখালেন শবনম। ধারণা করা হচ্ছে, ১১, ১৮ বা ২৫ মে ঘটা করেই বিয়ের খবরটি জানান দেবেন শবনম।

জানা গেছে, শবনম ফারিয়ার স্বামীর নাম জাহিন রহমান। তবে তার পেশা জানা যায়নি।

বিজ্ঞাপনের মডেল হয়ে শোবিজে পা রাখেন শবনম ফারিয়া। ২০১৩ সালে তিনি ‘অল টাইম দৌড়ের ওপর’ নাটকে অভিনয়ে করে প্রথম নজরে আসেন। ২০১৮ সালে ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে প্রশংসিত অভিষেক ঘটে। সম্প্রতি ‘ফ্যামিলি ক্রাইসিস’ নামের ধারাবাহিকে অভিনয়ের আলোচনায় রয়েছেন।

মাঝে বেশ সমালোচিত হয়েছেন প্রথম বিয়েবিচ্ছেদ আর ইভ্যালির সঙ্গে নিজের নাম জড়িয়ে।

/এমএম/
সম্পর্কিত
সবই বুঝি, তাও আমার কষ্টটা কমে না: শবনম ফারিয়া
বাবা দিবসে বিশেষসবই বুঝি, তাও আমার কষ্টটা কমে না: শবনম ফারিয়া
আমি এখন ইগনোর করতে শিখে গেছি: শবনম ফারিয়া
মামানামা: আউট অব দ্য বক্সআমি এখন ইগনোর করতে শিখে গেছি: শবনম ফারিয়া
নাগরিক প্রেমিকদের নিয়ে সিনেমা ‘আন্তঃনগর’ 
নাগরিক প্রেমিকদের নিয়ে সিনেমা ‘আন্তঃনগর’ 
‘এক্স হাসবেন্ড’ পরিচয়ে ফেসবুক পোস্ট: ফারিয়া বললেন, ‘ফেক অ্যাকাউন্ট’
‘এক্স হাসবেন্ড’ পরিচয়ে ফেসবুক পোস্ট: ফারিয়া বললেন, ‘ফেক অ্যাকাউন্ট’
বিনোদন বিভাগের সর্বশেষ
২৪ পেরিয়ে চ্যানেল আই: পঁচিশে উচ্ছ্বাস লাল সবুজে বিশ্বাস
২৪ পেরিয়ে চ্যানেল আই: পঁচিশে উচ্ছ্বাস লাল সবুজে বিশ্বাস
সেলিব্রিটি ক্রিকেট লিগ: খেলা স্থগিত, হামলাকারীদের নামে মামলা
সেলিব্রিটি ক্রিকেট লিগ: খেলা স্থগিত, হামলাকারীদের নামে মামলা
এক বছরে পান্থ আফজালের ‘কাম টু দ্য পয়েন্ট’
এক বছরে পান্থ আফজালের ‘কাম টু দ্য পয়েন্ট’
যে কারণে ‘জাওয়ান’র প্রচার ও সাকসেস পার্টিতে ছিলেন না নয়নতারা
যে কারণে ‘জাওয়ান’র প্রচার ও সাকসেস পার্টিতে ছিলেন না নয়নতারা
আনন্দের কথায় ‘ভাইরাল ফ্যামিলি’র টাইটেল
আনন্দের কথায় ‘ভাইরাল ফ্যামিলি’র টাইটেল