X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বুধবার দাওয়াত করে সব জানাবো: শবনম ফারিয়া

বিনোদন রিপোর্ট
০৭ মে ২০২২, ১৬:২২আপডেট : ০৮ মে ২০২২, ১২:০৬

ঘর বাঁধার গুঞ্জন উঠেছে শবনম ফারিয়াকে নিয়ে। তার পরিবারের পক্ষ থেকে খোঁজ মিলেছে, মাস দুয়েক আগেই বিয়ে করে ঘর গুছিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।

যদিও এসব বিষয়কে এখনও গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন শবনম। আঙুল তুলছেন মিডিয়া গুঞ্জনের দিকে। বলছেন, ‘আপনাদের অনেক কলিগরা অলরেডি নিউজ করে ফেলেছেন, আমার অফিশিয়াল স্টেটমেন্টের জন্যও অপেক্ষা করেনি। কিংবা আমার কাছে কিছু জানারও প্রয়োজন মনে করেনি! সুতরাং এই বিষয়ে এখন আমি কোনও মন্তব্য করবোই না। আমার যখন সময় আসবে, নিজ থেকেই যা যা জানানো প্রয়োজন মনে করি করবো।’

এটাও বলেন, ‘সবাইকে শিগগিরই দাওয়াত করে খাওয়াবো। সম্ভবত বুধবার; সেদিন সব জানাবো। দাওয়াত ছাড়া নো স্টেটমেন্ট।’

তবে কোন বুধবার- সেটি জনাতে অনাগ্রহ দেখালেন শবনম। ধারণা করা হচ্ছে, ১১, ১৮ বা ২৫ মে ঘটা করেই বিয়ের খবরটি জানান দেবেন শবনম।

জানা গেছে, শবনম ফারিয়ার স্বামীর নাম জাহিন রহমান। তবে তার পেশা জানা যায়নি।

বিজ্ঞাপনের মডেল হয়ে শোবিজে পা রাখেন শবনম ফারিয়া। ২০১৩ সালে তিনি ‘অল টাইম দৌড়ের ওপর’ নাটকে অভিনয়ে করে প্রথম নজরে আসেন। ২০১৮ সালে ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে প্রশংসিত অভিষেক ঘটে। সম্প্রতি ‘ফ্যামিলি ক্রাইসিস’ নামের ধারাবাহিকে অভিনয়ের আলোচনায় রয়েছেন।

মাঝে বেশ সমালোচিত হয়েছেন প্রথম বিয়েবিচ্ছেদ আর ইভ্যালির সঙ্গে নিজের নাম জড়িয়ে।

/এমএম/
সম্পর্কিত
তারকাদের একুশ…
তারকাদের একুশ…
‘যারা খুশি, তারা প্লিজ খুশি হইয়েন না’
‘যারা খুশি, তারা প্লিজ খুশি হইয়েন না’
অন্য পরিচয়ে ফিরছেন ফারিয়া
অন্য পরিচয়ে ফিরছেন ফারিয়া
আমি নিশ্চিত মুক্তিযোদ্ধারাও এখন বিব্রত: শবনম ফারিয়া
আমি নিশ্চিত মুক্তিযোদ্ধারাও এখন বিব্রত: শবনম ফারিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!