X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

আবৃত্তিশিল্পী হাসান আরিফকে ঘিরে নাগরিক স্মরণসভা

বিনোদন রিপোর্ট
২১ মে ২০২২, ২০:৩৬আপডেট : ২১ মে ২০২২, ২০:৪০

আবৃত্তিশিল্পী হাসান আরিফকে ঘিরে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হলো শনিবার (২১ মে) বিকালে। 

কেন্দ্রীয় শহীদ মিনারে এটি আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গোলাম কুদ্দুছের সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহকামউল্লাহ্। সভায় অংশগ্রহণ করেন আসাদুজ্জামান নূর, ম.হামিদ, ড. মুহাম্মদ সামাদ, আক্তারুজ্জামান, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, মফিদুল হক, নাসিরউদ্দিন ইউসুফ, ম. হামিদ, লিয়াকত আলী লাকী, ঝুনা চৌধুরী, মিনু হক, মিলন কান্তি দে, কাজী মিজানুর রহমান, মাহমুদ সেলিম, রাবেয়া রওশন তুলি প্রমুখ।

নাগরিক স্মরণ সভায় হাসান আরিফকে নিবেদিত সংগীত ‘তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শক্তি’ এবং হাসান আরিফ নির্দেশিত আবৃত্তি প্রযোজনা ‘মহাবিজয়ের মহানায়ক’ পরিবেশন করে জোটের শিল্পীবৃন্দ। শোকগাঁথা পাঠ করেন বরেণ্য আবৃত্তিশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায়।

আবৃত্তিশিল্পী হাসান আরিফকে ঘিরে নাগরিক স্মরণসভা হাসান আরিফ করোনা আক্রান্ত হয়ে প্রায় চার মাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১ এপ্রিল মৃত্যুবরণ করেন। শিল্প-সংস্কৃতির জন্য নিবেদিতপ্রাণ এই মানুষটি চিকিৎসাবিজ্ঞানের সহায়তার জন্য মরণোত্তর দেহদান করে গেছেন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা