X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

শুটিংয়ের সময় মারধর করতেন বানসালি!

বিনোদন ডেস্ক
০৪ জুলাই ২০২২, ১১:৩৪আপডেট : ০৪ জুলাই ২০২২, ১১:৩৪

২০০৬ সালে মুক্তি পায় সঞ্জয়লীলা বানসালির ছবি ‘সাঁওয়ারিয়া’। যার মধ্য দিয়ে যাত্রা শুরু করেন কাপুর পরিবারের উত্তরাধিকারী রণবীর কাপুর।

আর এটি করার সময় রীতিমতো পরিচালকের হাত থেকে পালিয়ে বাঁচতেন তিনি। কারণ তার ওপর চলতো ‘অত্যাচার’। মারধরের শিকার হতে হতো তাকে। এমনই বোমা ফাটালেন রণবীর।

অবশ্য এ ছবির আগে থেকেই সঞ্জয়ের সঙ্গে তার যোগাযোগ। ২০০৪ সালে ‘ব্ল্যাক’র সেটে পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছিলেন ঋষিপুত্র। কিন্তু সব মিলিয়ে সঞ্জয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বলতে গেলেই শিউরে ওঠেন রণবীর!

তার ভাষ্য, ‌‘আমি সেটে হাঁটু গেড়ে বসেছিলাম, তিনি আমাকে মারছিলেন... সেটা এমনই অসহ্য হয়ে যাচ্ছিল একটা সময়ের পর যে, আমার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছিল না। অভিনয়ের জগতে আসার ১০-১১ মাসের মধ্যেই আমি পালিয়ে বাঁচতে চেয়েছিলাম।’

১৮৪৮ সালে রুশ লেখক ফিয়োদোর দস্তয়েভ্‌স্কি-র লেখা ছোটগল্প ‘হোয়াইট নাইটস’ অবলম্বনে ‘সাঁওয়ারিয়া’ বানিয়েছিলেন সঞ্জয়। সেই ছবির সেটেই মারধরের শিকার হতেন রণবীর।

তিনি আরও বলেন, ‌‘আমি যে খুব সংবেদনশীল, আবেগপ্রবণ, সেটা বুঝতে পেরেছিলেন পরিচালক। সেই মোক্ষম জায়গায় আঘাত হানতেন তিনি।’

তবে এটাকে গুরুর আশীর্বাদ হিসেবেই এখন দেখেন এই নায়ক। মনে করেন, সেই অভিজ্ঞতা থেকেই অভিনয় শিখেছিলেন। এখন যা কাজ করেন, তার ভিত্তিও সেই শুরুর দিনগুলো। রণবীরের কথায়, ‘তিনি (সঞ্জয়) যথার্থ শিক্ষক’।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীরের দুটি ছবির ট্রেলার ও লুক। শিগগিরই ‘সমশেরা’-য় দেখা যাবে তাকে। আদিত্য চোপড়া প্রযোজিত সেই ছবি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেতে চলেছে ২২ জুলাই৷ অন্যদিকে, আসছে ‘ব্রহ্মাস্ত্র’ও।  যা দেখা যাবে ৯ সেপ্টেম্বর।
সূত্র: পিঙ্ক ভিলা

/এম/
সম্পর্কিত
সাই পল্লবী নন, সীতা হচ্ছেন জাহ্নবী!
সাই পল্লবী নন, সীতা হচ্ছেন জাহ্নবী!
শর্ত দিয়ে বানসালির সিনেমায় রণবীর!
শর্ত দিয়ে বানসালির সিনেমায় রণবীর!
ফিল্মফেয়ার: সেরা অভিনয়ের পুরস্কার এক ঘরে, আরও যারা জিতলেন
ফিল্মফেয়ার: সেরা অভিনয়ের পুরস্কার এক ঘরে, আরও যারা জিতলেন
যেখানে রণবীরের চেয়ে এগিয়ে ভিকি!
যেখানে রণবীরের চেয়ে এগিয়ে ভিকি!
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার