X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এলো মাকসুদ-প্রিন্সের টিজার, ভাসছেন শ্রোতা-মুগ্ধতায়

বিনোদন রিপোর্ট
০৮ জুলাই ২০২২, ২১:০৪আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৪:১৩

’৯৫ থেকে ২০২২ পর্যন্ত প্রতি বছর প্রায় প্রতি ঈদের রাতেই আলো নিয়ে এসেছে প্রিন্স মাহমুদের গান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এরমধ্যে সেই ঘোষণাও দিয়েছেন। সঙ্গে থাকছে বাড়তি চমক। 

টানা ২৬ বছর পর প্রিন্স মাহমুদের সুরে এই ঈদে গান শোনাবেন ফিডব্যাক এবং মাকসুদ ও ঢাকা-খ্যাত তারকা মাকসুদুল হক। ‌‘সাতে-পাঁচে’ নামে বিশেষ এই গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক। প্রিন্স মাহমুদের সুরের ওপর সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

গানটি মুক্তির আগেই শুক্রবার (৮ জুলাই) রাতে অন্তর্জালে উন্মুক্ত হলো ৩৪ সেকেন্ডের একটি টিজার। যেখানে আভাস মিললো গানটির কথা-সুর-কণ্ঠের। এটিকে ঘিরে সোশাল হ্যান্ডেলে চলছে শ্রোতাদের মুগ্ধতা প্রকাশের প্র্যাকটিস। মন্তব্যগুলো এমন, ‘‘প্রিন্স মাহমুদ মানেই অনন্য সৃষ্টি। ‘সাতে-পাঁচে’ও এর ব্যতিক্রম হবে না জানি।’’ 

টিজার প্রকাশ করে প্রিন্স মাহমুদের কণ্ঠেও শ্রোতাদের প্রতি ভরসা-বার্তা, ‘‘৯৫ থেকে ২০২২ পর্যন্ত প্রতি বছর প্রায় প্রতি ঈদের রাতেই এসেছি, একটা গানও আশাহত করেনি। ‘সাতে-পাঁচে’ গানটিও করবে না। গানটি বাড়িতে শুনবেন, গাড়িতে শুনবেন। আসছে আপনাদের প্রিন্স মাহমুদের সুরে...।’’

২৬ বছর আগে প্রিন্স মাহমুদের সুরে গেয়েছিলেন ব্যান্ড তারকা মাকসুদ। অ্যালবামটির নাম ছিল ‘ক্ষমা’। ৯০ দশকের সেরা ব্যান্ড মিক্স অ্যালবাম বলা হয় এটিকে। ১৯৯৬ সালে প্রকাশিত সেই অ্যালবামের সুপারহিট গান ‘কেন মন নিয়ে এত দাও যন্ত্রণা’ গানটি গেয়েছিলেন মাকসুদ। যা আজও সমান জনপ্রিয়। সেই সৃষ্টির টানা ২৬ বছর পর আবারও এক হলেন ‘সাতে-পাঁচে’ দিয়ে অসাধারণ অনেক গানের দুই স্রষ্টা।

গানটি সম্পর্কে মাকসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বহুদিন সিঙ্গেল বা মিক্স অ্যালবামে গান করি না। আর প্রিন্সের সুরে তো ২৫-২৬ বছর হবেই। তো আবারও আমরা গান করলাম। এটা মজার ব্যাপার বটে। আমার বিশ্বাস শ্রোতারা নতুন করে পুরনো রেশটা খুঁজে পাবেন এই গানে।’
 
‘সাতে-পাঁচে’ গানচিত্রটি প্রকাশ হচ্ছে ঈদ-রাতে জি-সিরিজের ব্যানারে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মাকসুদের জন্য মঞ্চে উঠছে চার ব্যান্ড
মাকসুদের জন্য মঞ্চে উঠছে চার ব্যান্ড
২৬ বছর পর প্রিন্স মাহমুদের সুরে মাকসুদ
২৬ বছর পর প্রিন্স মাহমুদের সুরে মাকসুদ
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান