X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

আমেরিকায় বিয়ে করলেন এস আই টুটুল

বিনোদন রিপোর্ট
১৮ জুলাই ২০২২, ১৪:৩৩আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৭:১৬

বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। কনে যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়া। চাকরির পাশাপাশি উপস্থাপিকা ও মিডিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন তিনি। গত জুনে যুক্তরাষ্ট্রেই তারা আকদ সম্পন্ন করেছেন।

অন্যদিকে টুটুল জানান, পাঁচ বছর ধরে অভিনেত্রী তানিয়া আহমেদ ও তিনি আলাদা থাকছেন। ১ বছর আগে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে। এরপর সোনিয়ার সঙ্গে তার বন্ধুত্ব পরিণয়ে রূপ নেয়।

টুটুলকে বিয়ে প্রসঙ্গে সোনিয়া বলেন, ‘‘আমি ১২ বছর ধরে সিঙ্গেল। টুটুলের সঙ্গে পরিচয় মূলত আরটিভির একটি রিয়েলিটিতে কাজ করতে গিয়ে। আমি নিজেও জীবনসঙ্গী খুঁজছিলাম। তাই টুটুল যখন বললো, আমার সঙ্গে বাকি জীবন থাকতে পারবে? তখন ‘আমি তুমি’ থেকে ‘আমরা’ হওয়া। মুসলিম রীতিতে আমাদের আক্দ হয়েছে শুধু।’’

জানা গেছে, আরটিভির বাংলা গায়েন অনুষ্ঠানের সুবাদে সোনিয়ার সঙ্গে  টুটুলের পরিচয়। এরপর দীর্ঘদিন তাদের নিজেদের চেনাজানা। খুব শিগগিরই আমেরিকায় বন্ধুবান্ধবদের নিয়ে একটি অনুষ্ঠান করবেন বলেও জানিয়েছে গায়কের একটি ঘনিষ্ঠ সূত্র।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?