X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ইংল্যান্ডের লিফটপ উৎসবে সেরা পাঁচে ‌‘ছিটমহল’

বিনোদন রিপোর্ট
২৪ জুলাই ২০২২, ১৬:১৯আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৭:১৫

চলচ্চিত্র পরিচালক এইচ আর হাবিবের ছবি ‘ছিটমহল’। ছবিটি ইংল্যান্ডের লিফটপ গ্লোবাল নেটওয়ার্ক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পাঁচে স্থান করে নিয়েছে।

জানা গেছে উৎসবে অংশ নেওয়া ছবিগুলোর ওপর ভোটিং শুরু হয় ৪ জুলাই থেকে। আগামী ২৭ জুলাই শেষ হবে চূড়ান্ত নির্বাচন। এরই মধ্যে বাংলাদেশের ছবি ‘ছিটমহল’ পঞ্চম ধাপে অবস্থান করছে।

ছবিটির সাথে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্বের অনেক নামকরা পরিচালকের ছবিও রয়েছে। 

ভারত-বাংলাদেশের মধ্যে অমীমাংসিত ভূমি নিয়ে ৬৮ বছরের এক বঞ্চনা ও বেদনার ইতিহাসের নাম ছিটমহল। সম্প্রতি যার সুরাহা হয়েছে দুই দেশের ইচ্ছায়। এই ঘটনা নিয়ে বিশ্বের একমাত্র ফিচার ফিল্ম ‘ছিটমহল’।

নির্মাতা এইচ আর হাবিব বলেন, ‘প্রায় একমাসে ধরেই চলবে উৎসবটি। আমাদের ছবিটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের চূড়ান্ত পর্বে লড়ছে দেখে ভালো লাগছে। এটি আমার অনেক ত্যাগ-তিতিক্ষার ছবি। অনেক অনটন যুক্ত হয়েছিল ছবিটি রিলিজ করতে। বিশ্বে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে এই পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করছে। যা অনেক আনন্দের বিষয়। এ জন্য পেছনের সব কষ্ট ছিটমহলবাসীর মতো আমিও ভুলে গেছি।’

‘ছিটমহল’-এ অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, আরমান পারভেজ মুরাদ, মৌসুমী হামিদ, ডন হক, আনোয়ারুল আলম সজল, এবিএম সহেল রশিদ, শিমুল খান, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী প্রমুখ।

এদিকে এইচ আর হাবিব জানান, তার সায়েন্স ফিকশন ছবি ‘জলকিরণ’ আসছে এ বছরই।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার