X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

পরীমণির সাধ, খাওয়াচ্ছেন মায়েরা 

বিনোদন রিপোর্ট
৩১ জুলাই ২০২২, ১৭:৩০আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৯:২৯

এই তো আর কয়েকটা দিন, তারপর মা পরীমণির ঘরে আসবে ফুটফুটে সন্তান। তাই অনাগত অতিথির অপেক্ষায় থাকা এ নায়িকাকে সাধ খাওয়াচ্ছেন তার সিনেমার মায়েরা। 

মিডিয়ায় পরীমণি মা হিসেবে বেশ সুখ্যাতি আছে পরিচালক চয়নিকা চৌধুরীর। তারা নিজেরাও সেটা স্বীকার করেন। পরিচালকের একাধিক ছবিতে কাজও করেছেন পরী। সেখান থেকেই মা-মেয়ের সম্পর্ক। এই নির্মাতা এবার মেয়ে পরীর মুখে তুলে দিলের সাধের খাবার। 

পরীমণির সাধ, খাওয়াচ্ছেন মায়েরা  এর বেশ কিছু ছবি আজ (৩১ জুলাই) ফেসবুকে পোস্ট করে সে বিষয়টি জানান দিয়েছেন নায়িকা। তাকে খাইয়েছেন আরেক মা শিল্পী সরকার অপুও। 
চলচ্চিত্রে তিনি পরীর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। আবার এই অভিনেত্রী চিত্রনায়ক ইয়াশ রোশানের মা-ও। 

বুধবার (২৭ জুলাই) পরীকে দেখতে তার বাসায় গিয়েছিলেন শিল্পী সরকার অপু। তিনি অন্তঃসত্ত্বা পরীর জন্য নানা পদের খাবার রান্না করে নিয়ে গিয়েছিলেন। সঙ্গে উপহার হিসেবে দুটো শাড়িও নিয়ে যান। সেই মায়ের দেওয়া শাড়ি পরেই তার হাতের রান্না করা খাবার খেয়েছেন পরী।

পরীমণির সাধ, খাওয়াচ্ছেন মায়েরা  আর আজ (৩১ জুলাই) চয়নিকার সঙ্গে ছবি পোস্ট করে পরী লিখেছেন, ‘তোমাকে নিয়ে কিছু লেখাটা আমার জন্যে আসলেই কঠিন কিছু হয়ে যায় সবসময়। কী যে লিখতে চাই, সেসব ঠিক লিখতেই পারি না কখনো! আমার এই মা হওয়ার জার্নিতে শুরু থেকেই তো তুমি ছিলে। কত যত্ন করেছো সবসময়! এসবের কৃতজ্ঞতা কি আর এমনিই এমনিই বলা হয়ে যায় বলো! মায়েরা এমনি তাই না! আমিও তোমার মতো একজন প্রাউড মাদার হবো দেখো। মন ভরে দোয়া দিও… এভাবেই।’

সঙ্গে স্বামী চিত্রনায়ক শরিফুল রাজকেও ধন্যবাদ দিতে ভোলেননি এই নায়িকা। 

অনাগত সন্তানের অপেক্ষায় আপাতত সিনেমার কাজ থেকে দূরে আছেন পরীমণি। বাসার বাইরেও তার দেখা নেই বললেই চলে। তবে সোশাল মিডিয়ায় নিজের সরব উপস্থিতি রয়েছে। 

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
পরীমণির বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তে পিবিআই
কাজের মেয়েকে নির্যাতনপরীমণির বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তে পিবিআই
বেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর
৩২ কোটি টাকার অনিয়মের অভিযোগবেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর
‘আপনারা আইন, সংসার, জীবন— সবকিছুর ঊর্ধ্বে যেতে চান’
‘আপনারা আইন, সংসার, জীবন— সবকিছুর ঊর্ধ্বে যেতে চান’
পরীমণির বিরুদ্ধে গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ
পরীমণির বিরুদ্ধে গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ
বিনোদন বিভাগের সর্বশেষ
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা