X
রবিবার, ১৪ আগস্ট ২০২২
৩০ শ্রাবণ ১৪২৯

এবার বঙ্গমাতাকে নিয়ে গাইলেন অবন্তী সিঁথি 

বিনোদন রিপোর্ট
০৬ আগস্ট ২০২২, ১৭:১৩আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৭:২৪

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে তুমি/ কারাগারের রোজনামচায় তুমি/ তুমি আমাদের বঙ্গমাতা, বঙ্গবন্ধুর রেণু/ তুমি আমাদের ইতিহাসে রাখাল রাজার বেণু- এমন অনবদ্য কথার গানটি লিখেছেন সুজন হাজং।

সুমন কল্যাণের সুর ও সংগীতে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে ‘আমাদের বঙ্গমাতা’ শিরোনামের গানটি ৫ আগস্ট মগবাজারের ডি স্টেশনে কণ্ঠ দেন শিসপ্রিয়া অবন্তী সিঁথি। 

গানটি প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘বাঙালির মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর নেপথ্যের শক্তি ছিলেন বঙ্গমাতা। স্বাধীনতার জন্য বঙ্গমাতার অসীম ত্যাগ ও সংগ্রামের কথা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা গ্রন্থে উল্লেখ করা হয়েছে। বঙ্গমাতার জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এই গানটি লিখেছি। আশাকরি গানটি শ্রোতাদের কাছে সমাদৃত হবে।’

অবন্তী সিঁথি বলেন, ‘বঙ্গমাতা আমাদের বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের মূলশক্তি। বঙ্গমাতাকে নিয়ে প্রথমবার একটি অসাধারণ গানে কণ্ঠ দিতে পেরে আমি গর্বিত। গানের কথা ও সুর খুব চমৎকার। আশা করি গানটি শ্রোতাদের ভীষণ ভালো লাগবে।’ 

সুমন কল্যাণ বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকা অনন্য। বঙ্গমাতার মতো একজন বাঙালি নারীর লড়াইয়ে বঙ্গবন্ধুর স্বাধীনতা অর্জনের পথ প্রশস্ত করেছিল। বঙ্গমাতার প্রতি আমরা চিরকাল ঋণী। সেই অনুভূতি থেকেই গানটির জন্ম।’

গানটি আগামী ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মদিন উপলক্ষে প্রকাশ হবে।

বঙ্গবন্ধুকে নিয়ে অবন্তী সিঁথি এর আগে সুজন হাজংয়ের লেখা ‘মুক্তির সংগ্রাম’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়ে ব্যাপক প্রশংসিত হন। 

/এমএম/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
পাকা চুল তুললে কি আরও বেশি গজায়?
পাকা চুল তুললে কি আরও বেশি গজায়?
অন্যান্য দেশের তুলনায় মূল্যস্ফীতি বাংলাদেশে কম: তথ্যমন্ত্রী
অন্যান্য দেশের তুলনায় মূল্যস্ফীতি বাংলাদেশে কম: তথ্যমন্ত্রী
কিছু মানুষ খামাখা জিনিসপত্রের দাম বাড়ায়: প্রধানমন্ত্রী
কিছু মানুষ খামাখা জিনিসপত্রের দাম বাড়ায়: প্রধানমন্ত্রী
ইউক্রেনের জাতীয় সংগীত দিয়ে স্বাগত জানানো হলো রুশ পর্যটকদের
ইউক্রেনের জাতীয় সংগীত দিয়ে স্বাগত জানানো হলো রুশ পর্যটকদের
এ বিভাগের সর্বশেষ
‘নদী রক্স’ প্রজেক্টের জন্য সুমির ঘরে দুই পুরস্কার
‘নদী রক্স’ প্রজেক্টের জন্য সুমির ঘরে দুই পুরস্কার
টিকিট না পাওয়ায় ‘পরাণ’ ও ‘হাওয়া’র শো’ই কিনে নিলেন প্রবাসী
টিকিট না পাওয়ায় ‘পরাণ’ ও ‘হাওয়া’র শো’ই কিনে নিলেন প্রবাসী
অক্টোবরেই আসছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’
অক্টোবরেই আসছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’
‘তারেক মাসুদ নিজের মতো করে চলচ্চিত্র নির্মাণের দুঃসাহস করেছেন’
স্মরণে তারেক মাসুদ‘তারেক মাসুদ নিজের মতো করে চলচ্চিত্র নির্মাণের দুঃসাহস করেছেন’
বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে ‌‘লাল সিং চাড্ডা’? 
বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে ‌‘লাল সিং চাড্ডা’?