X
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
১৫ আশ্বিন ১৪৩০

শুটিংয়ে আহত টাবু-শিল্পা

বিনোদন ডেস্ক
১১ আগস্ট ২০২২, ১৫:১০আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৫:২১

একের পর এক দুঃসংবাদ আসছে বলিউডে। গতকাল (১০ আগস্ট) ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’র শুটিং করতে গিয়ে আহত হন শিল্পা শেঠি। পা ভাঙে তার। আর এবার আহত হলেন টাবু। ‘ভোলা’ ছবির শুটিং সেটে আহত হন তিনি। 

ছবিতে একের পর এক স্টান্টে নজর কাড়তে দেখা যাবে অভিনেত্রীকে। চলছে পুরো দমে শুটিং পর্ব। আর তারই মাঝে একটি জঙ্গলের সিক্যুয়েন্সে চোট পান টাবু।

জানা যায়, ট্রাক চালানোর দৃশ্যের শুটিং চলছিল। পাশ থেকে একটি মোটরবাইক তাকে ধাওয়া করেছে। এরপরই একটি সংঘর্ষের দৃশ্য। সেখানেই বাধে বিপত্তি। অ্যাকশনটি এমনভাবে হয় যে কাঁচ ভেঙে ছিটকে আসে টাবুর দিকে। সামান্যের জন্য বেঁচে যায় চোখ। তবে কেটেছে কপাল ও ভ্রু। এরপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় শুটিং ক্যাম্পে। ঘটনাটা গতকালের (১০ আগস্ট)।

অন্যদিকে, গতকালই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাঙা পা নিয়ে ছবি পোস্ট করেছেন শিল্পা। হাসপাতালে তোলা সে স্থিরচিত্রের ক্যাপশনে লিখেছেন, ‘‘তারা বলেছে রোল ক্যামেরা অ্যাকশন, ‘এক পা ভাঙো!’ আমি এটা সত্যি ভেবে নিয়েছি।’’

তিনি আরও যোগ করেন, ‘৬ সপ্তাহের জন্য অ্যাকশনের বাইরে, কিন্তু আমি শিগগির শক্তিশালী এবং আরও ভালোভাবে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাকে আপনার প্রার্থনায় রাখুন। প্রার্থনা সবসময় কাজ করে।’

জানা যায়, দুই অভিনেত্রীর শারীরিক অবস্থা এখন বেশ ভালো।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/এমওএফ/
সম্পর্কিত
ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: শোকের ছায়া বলিউডেও
ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: শোকের ছায়া বলিউডেও
প্রধান অতিথি হয়ে ঢাকায় আসছেন শিল্পা শেঠি, নাচবেনও
প্রধান অতিথি হয়ে ঢাকায় আসছেন শিল্পা শেঠি, নাচবেনও
আদালতের রায়: সেই চুম্বনে শিল্পার কোনও দোষ ছিল না
আদালতের রায়: সেই চুম্বনে শিল্পার কোনও দোষ ছিল না
ভক্তকে বিয়ে করেছিলেন তারা
ভক্তকে বিয়ে করেছিলেন তারা
বিনোদন বিভাগের সর্বশেষ
এক বছরে পান্থ আফজালের ‘কাম টু দ্য পয়েন্ট’
এক বছরে পান্থ আফজালের ‘কাম টু দ্য পয়েন্ট’
যে কারণে ‘জাওয়ান’র প্রচার ও সাকসেস পার্টিতে ছিলেন না নয়নতারা
যে কারণে ‘জাওয়ান’র প্রচার ও সাকসেস পার্টিতে ছিলেন না নয়নতারা
আনন্দের কথায় ‘ভাইরাল ফ্যামিলি’র টাইটেল
আনন্দের কথায় ‘ভাইরাল ফ্যামিলি’র টাইটেল
এই ক্ষতি মেনে নেওয়া সহজ নয়: তিশা
এই ক্ষতি মেনে নেওয়া সহজ নয়: তিশা
দুই নির্মাতার ক্রিকেট দলে মারামারি: পণ্ড হতে পারে ফাইনাল, সুরাহার চেষ্টা
দুই নির্মাতার ক্রিকেট দলে মারামারি: পণ্ড হতে পারে ফাইনাল, সুরাহার চেষ্টা