X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

যুক্তরাষ্ট্রের ৩০টি শহরে যাচ্ছে ‘অপরাজিত’

বিনোদন রিপোর্ট
১২ আগস্ট ২০২২, ১৪:২৮আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৬:৪১

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ঐতিহ্যবাহী ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা মুভি থিয়েটারে প্রিমিয়ার হয়ে গেলো টলিউডের আলোচিত ছবি ‘অপরাজিত’র। 

বুধবার (১০ আগস্ট) এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক ফিরদৌসুল হাসান এবং বাংলাদেশের নির্মাতা-অভিনেতা তৌকীর আহমেদ। সিনেমাটি যুক্তরাষ্ট্রে পরিবেশনা করছে বায়স্কোপ ফিল্মস। 

কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৩ মে ছবিটি মুক্তি পেয়েছিল ভারতে। নির্মাণ করেছেন অনিক দত্ত। সাদাকালো পর্দায় সত্যজিৎ রায়ের জীবনের একটা বিশেষ অংশ এঁকেছেন নির্মাতা। এরইমধ্যে ছবিটি দারুণ সাড়া জাগিয়েছে। ছবিটি তৈরি হয়েছে ‘পথের পাঁচালী’ কীভাবে তৈরি হয়েছে, সত্যজিৎ রায় কীভাবে সিনেমা জগতের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেসব গল্প নিয়ে। 

ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফিরদৌসুল হাসান ও প্রবাল হালদার। 

প্রিমিয়ারে অতিথিরা বায়স্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ জানান, ‘বাংলা চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায়ের অবদান অসামান্য। এই ছবি শুধু ছবি নয়, বাংলা চলচ্চিত্রের ইতিহাসলিপি বললেও কম বলা হবে। প্রত্যেক বাঙালিকে এই ছবি দেখা উচিত।’

তিনি আরও জানান, ‘অপরাজিত’ ছবিটি আগামী ১৯ আগস্ট থেকে আমেরিকার ২০টির অধিক স্টেট এবং প্রায় ৩০টি শহরে প্রদর্শিত হবে।

সত্যজিৎ রায়ের ভূমিকায় এই ছবিতে অভিনয় করেছেন জিতু কমল। এরইমধ্যে জিতু কমলের অভিনয় ও লুক দর্শকের মন ছুঁয়েছে। ছবিতে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সায়নী ঘোষ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা