X
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
১৯ অগ্রহায়ণ ১৪৩০

যুক্তরাষ্ট্রের ৩০টি শহরে যাচ্ছে ‘অপরাজিত’

বিনোদন রিপোর্ট
১২ আগস্ট ২০২২, ১৪:২৮আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৬:৪১

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ঐতিহ্যবাহী ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা মুভি থিয়েটারে প্রিমিয়ার হয়ে গেলো টলিউডের আলোচিত ছবি ‘অপরাজিত’র। 

বুধবার (১০ আগস্ট) এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক ফিরদৌসুল হাসান এবং বাংলাদেশের নির্মাতা-অভিনেতা তৌকীর আহমেদ। সিনেমাটি যুক্তরাষ্ট্রে পরিবেশনা করছে বায়স্কোপ ফিল্মস। 

কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৩ মে ছবিটি মুক্তি পেয়েছিল ভারতে। নির্মাণ করেছেন অনিক দত্ত। সাদাকালো পর্দায় সত্যজিৎ রায়ের জীবনের একটা বিশেষ অংশ এঁকেছেন নির্মাতা। এরইমধ্যে ছবিটি দারুণ সাড়া জাগিয়েছে। ছবিটি তৈরি হয়েছে ‘পথের পাঁচালী’ কীভাবে তৈরি হয়েছে, সত্যজিৎ রায় কীভাবে সিনেমা জগতের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেসব গল্প নিয়ে। 

ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফিরদৌসুল হাসান ও প্রবাল হালদার। 

প্রিমিয়ারে অতিথিরা বায়স্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ জানান, ‘বাংলা চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায়ের অবদান অসামান্য। এই ছবি শুধু ছবি নয়, বাংলা চলচ্চিত্রের ইতিহাসলিপি বললেও কম বলা হবে। প্রত্যেক বাঙালিকে এই ছবি দেখা উচিত।’

তিনি আরও জানান, ‘অপরাজিত’ ছবিটি আগামী ১৯ আগস্ট থেকে আমেরিকার ২০টির অধিক স্টেট এবং প্রায় ৩০টি শহরে প্রদর্শিত হবে।

সত্যজিৎ রায়ের ভূমিকায় এই ছবিতে অভিনয় করেছেন জিতু কমল। এরইমধ্যে জিতু কমলের অভিনয় ও লুক দর্শকের মন ছুঁয়েছে। ছবিতে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সায়নী ঘোষ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আয়রন ম্যান’ ভক্তদের জন্য দুঃসংবাদ
‘আয়রন ম্যান’ ভক্তদের জন্য দুঃসংবাদ
ওসি হারুন থেকে উকিল মোবারক, মোশাররফ করিমের নতুন চমক
ওসি হারুন থেকে উকিল মোবারক, মোশাররফ করিমের নতুন চমক
বিশ্বজুড়ে শীর্ষে ‘অ্যানিমেল’, বিশ্লেষকরা বলছেন ‘সুনামি’!
বিশ্বজুড়ে শীর্ষে ‘অ্যানিমেল’, বিশ্লেষকরা বলছেন ‘সুনামি’!
শাকিবের ‘স্পষ্ট’ বিষোদগার, বুবলীর ‘ইঙ্গিতে’ জবাব!
শাকিবের ‘স্পষ্ট’ বিষোদগার, বুবলীর ‘ইঙ্গিতে’ জবাব!
দেশের স্পটিফাই শ্রোতারা কী শোনেন, দেখুন পুরো তালিকা
শীর্ষে জাং কুক, ছয়ে হাবিব এবং জেফার নয় নম্বরে!