X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

প্রিয়াঙ্কার মেয়ের জন্য তিন দেহরক্ষী!

বিনোদন ডেস্ক
১৬ আগস্ট ২০২২, ১৫:৪১আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৬:০৩

চলতি বছরের জানুয়ারি মাসে জানা যায়, বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাস মা-বাবা হয়েছেন। সারোগেসির মাধ্যমে এসেছে মেয়ে মালতি মারি চোপড়া জোনাস।

সম্প্রতি এই নায়িকা তার  ইনস্টাগ্রাম পেজে মেয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে একটি স্থিরচিত্রে দেখা যায়, মালতিকে পাহারা দিচ্ছে তিন দেহরক্ষী। তাদের নাম পান্ডা, ডায়ানা ও জিনো। তারা সবাই নিকের পোষ্য।   মালতি ও তার তিন দেহরক্ষী

ছবিটি শেয়ার করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন, ‘প্রোটেক্টেড বাই জিনো, ডায়ানা ও পান্ডা।’ তবে মালতির মুখ লাল হার্ট ইমোজি দিয়ে ঢেকে দিয়েছেন তিনি। বইয়ের সামনের ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘রবিবার পড়ার জন্য।’ 

দ্বিতীয় ছবিতে, যেখানে মালতির সঙ্গে পোষ্যদের দেখা যাচ্ছে, সেখানে লেখা, ‘আমার সব শিশু। পারফেক্ট সানডে।’

ভীষণ ব্যস্ত  এ দম্পতি। সারা সপ্তাহ কেটে যায় ব্যস্ততায়। কখনও এই দেশ তো কখনও ওই দেশ। এর মাঝেই প্রতিটি সান ডে তাদের জন্য বিশেষ। আর তেমনিই এক ছুটির দিনের ছবি মজার ছলে তুলে ধরলেন প্রিয়াঙ্কা।

 

সূত্র: ইনস্টাগ্রাম

/এম/এমওএফ/
সম্পর্কিত
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
‘যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না’
‘যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না’
‘সেদিন আমার চোখটাও হারাতে পারতাম’
‘সেদিন আমার চোখটাও হারাতে পারতাম’
প্রিয়াঙ্কার সঙ্গে হৃতিকের কী এমন বৈঠক!
প্রিয়াঙ্কার সঙ্গে হৃতিকের কী এমন বৈঠক!
বিনোদন বিভাগের সর্বশেষ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
পাভেলের বস অপি করিম!
পাভেলের বস অপি করিম!
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...