X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উইল স্মিথের চড়কাণ্ড নিয়ে মুখ খুললেন রক

বিনোদন ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৯

৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড আসরে হলিউড সুপারস্টার উইল স্মিথের ‘চড়কাণ্ড’ নিয়ে ৬ মাস পর মুখ খুললেন সঞ্চালক-কমেডিয়ান-ভিকটিম ক্রিস রক। অস্কার মঞ্চে ঘটে যাওয়া নজিরবিহীন সেই মুহূর্তটি বেশ কয়েক সপ্তাহ ধরে শিরোনাম হয়েছে বিশ্ব সংবাদমাধ্যমে। 

এরমধ্যে উইল রকের কাছে ক্ষমাও চেয়েছেন। যদিও আকস্মিক ঘটনাটি কোনোভাবেই যেন ভুলতে পারছিলেন না রক। তাই দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে জড়সড় ছিলেন। তবে সম্প্রতি তিনি ‘কুখ্যাত’ সেই ঘটনার বিষয়ে মনের কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

ক্রিস রক সম্প্রতি এক আলাপে উইল স্মিথকে নিন্দা প্রকাশ করে বলেছেন, ‘ফালতু কারণে আমাকে চড় মেরেছিলো উইল স্মিথ।’

সম্প্রতি ক্রিস রক ইংল্যান্ডের লিভারপুলে সহকর্মী ডেভ চ্যাপেলের সাথে যৌথ কমেডি সফরে যান। সেখানেই তিনি কথা প্রসঙ্গে উইল স্মিথকে একহাত নেন। সেই আসরে রকের পক্ষ হয়ে ডেভ চ্যাপেল বলেন, ‘উইল ৩০ বছর ধরে আমাদের চোখে একজন নিখুঁত ব্যক্তির প্রতিচ্ছবি হয়ে ছিলেন। অবশেষে সে তার মুখোশ ছিঁড়ে ফেলেছিল অস্কার আসরে। সেদিন দেখিয়েছিল যে, সে আমাদের মতোই কুৎসিত।’ 

মনে করিয়ে দেওয়ার জন্য বলা, বাংলাদেশ সময় ২৮ মার্চ সকাল, হলিউডের ডলবি থিয়েটারে সাজানো অস্কার মঞ্চে সেরা প্রামাণ্যচিত্র শাখার পুরস্কার বিতরণ করতে এসেছিলেন ক্রিস রক। বিজয়ী ছবির নাম ঘোষণার আগে উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথের চুল পড়া নিয়ে ঠাট্টার ছলে ৫৭ বছর বয়সী এই আমেরিকান তারকা বলেন, ‘‘জাডা আই লাভ ইউ। ‘জি. আই. জেন টু’ ছবি দেখতে মুখিয়ে আছি।’’

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত রিডলি স্কটের ‘জি. আই. জেন’ ছবিতে নৌবাহিনীর মতো বিশেষ অপারেশন প্রশিক্ষণ নেওয়া একটি চরিত্রে অভিনয় করেন ডেমি মুর। ছবিটির জন্য মাথার চুল ছেঁটে ফেলেছিলেন তিনি। জাডা পিঙ্কেট স্মিথের চুল পড়া সমস্যার কারণে তার অবয়ব অনেকটা ‘জি. আই. জেন’ ছবির ডেমি মুরের মতো হয়ে গেছে বলা যায়। ক্রিস রক সেজন্যই এই রসিকতা করেছেন। তখন উইল স্মিথও হেসেছেন। কিন্তু জাডা পিঙ্কেট স্মিথের নেতিবাচক অভিব্যক্তি দেখার পর উইল স্মিথ আসন থেকে উঠে মঞ্চে গিয়ে ক্রিস রককে আচমকা চড় মেরে বসেন। এরপর আসনে ফিরে ৫৩ বছর বয়সী এই তারকা উঁচু গলায় বলেন, ‘তোমার বাজে মুখে আমার স্ত্রীর নাম নেবে না।’

ঘটনার পরপরই স্মিথ তার ‘কিং রিচার্ড’ চলচ্চিত্রের জন্য অস্কার জিতে নেন। প্রাপ্তির প্রতিক্রিয়া দিতে গিয়ে উইল ‘চড়কাণ্ড’র জন্য একাডেমির কাছে ক্ষমা চান। বলেছিলেন, ‘ভালোবাসা তোমাকে পাগলামি করতে বাধ্য করবে।’ 

এর জবাবে ক্রিস রক বলেছেন, ‘সবাই যদি নিজেকে ভিকটিম দাবি করে, তাহলে আসল ভিকটিমের গল্পটা শুনবে কে!’

সূত্র: বলিউড হাঙ্গামা

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!