X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দুর্ভাগ্যজনকভাবে আমি অনেকের চক্ষুশূল: আরিফিন শুভ

কামরুল ইসলাম
১৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫০

ক’দিন ধরে শোনা যাচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’-এর কিছু দৃশ্যের রি-শুট হবে। এছাড়া পোস্ট প্রোডাকশনেও নাকি যুক্ত হয়েছে ভারতের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। যদিও রি-শুটের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেছেন সিনেমাটির সহকারী পরিচালক ও কাস্টিং ডিরেক্টর বাহাউদ্দিন খেলন।
 
বিষয়টির সূত্র ধরে যোগাযোগ করা হয় এই ছবির মূলনায়ক আরিফিন শুভর সঙ্গে। খেলনের সুরে তিনিও জানালেন, একই কথা।
 
তবে খেলন থেকে একপা বাড়িয়ে শুভ ইঙ্গিত করলেন প্যাচওয়ার্কের দিকে। সাধারণত কোনও নাটক বা সিনেমার শুটিং শেষ হয়ে যাওয়ার পর সম্পাদনার টেবিল ঘুরে কিছু টুকটাক দৃশ্য ধারণ করা হয়। যেগুলো প্রয়োজনভেদে সিনেমার বিভিন্ন দৃশ্য জোড়া লাগাতে ব্যবহার করা হয়। তবে ‘মুজিব’-এর ক্ষেত্রে সেটা প্যাচ-শুট নাকি রি-শুট, তা তিনি জানেন না।
 
তার দাবি, ‘আসলে এই বিষয়ে পুরোটা তারা (নির্মাণ সংশ্লিষ্টরা) জানেন। আমাকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। রি-শুট হবে কিনা, তাতে আমাকে লাগবে কিনা, এসব কিছুই আমি জানি না। কান উৎসব থেকে ফেরার পর আমি ব্যক্তিগত ব্যস্ততা নিয়ে আছি। যতদূর জানি, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।’

‘মুজিব’ প্রসঙ্গ শেষ হতেই আরও কিছু বিষয় উঠে আসে আলাপে। ‘নূর’, নতুন সিনেমা এবং ব্যক্তিগত কিছু ভাবনার কথা শুনিয়েছেন এই নায়ক।
 
‘মুজিব’ বায়োপিকে শুভ ছবিটি নির্মাণ করছেন হালের সফল নির্মাতা রায়হান রাফী। কিছুদিন আগে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। কিন্তু ছাড়পত্রের বদলে মেলে সংশোধনীর আদেশ। রাফী জানিয়েছেন, সংশোধনী সেরে সপ্তাহ খানেকের মধ্যেই সিনেমাটি পুনরায় জমা দেবেন।

এই জটিলতা প্রসঙ্গে আরিফিন শুভ বললেন, “ওটা কেন হয়েছে, তা নির্মাতা ভালো বলতে পারবেন। শুটিংয়ের পর আমাকে ডাবিংয়ে ডাকা হয়েছে, আমি করে দিয়েছি। এখন পোস্ট প্রোডাকশনের কাজ কি আমি করবো? এই কাজ কি অভিনেতা করে? আমি তো আমার কাজটি করেছি। ‘নূর’-এর শুটিং হয়েছে অনেক আগে। এর মধ্যে আমাদের পরিচালকের অনেকগুলো কাজ শুটিং শেষে মুক্তিও পেয়েছে। এখন ‘নূর’র কাজ কেন শেষ হচ্ছে না, তা আমি বলতে পারছি না।”

চলতি বছরের জানুয়ারিতে ‘নূর’ সিনেমার একটি পোস্টার প্রকাশ হয়। সেখানে একেবারে ভিন্ন অবতারে হাজির হন আরিফিন শুভ। তার মতে, নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সিনেমাটির কাজ করেছেন। বললেন, ‘যে রূপে দেখা গেছে, সেভাবে আরিফিন শুভকে কি আগে দেখা গেছে? যায়নি। এই ভয়াবহ লুক দেখলেই তো বোঝা যায়, আমি কাজটার প্রতি কতটুকু কী দিয়েছি। এখন অবধি আমি আশাবাদী। আসলে আমরা পুরো টিম মিলে কাজটি করেছি। এখানে একনায়কতন্ত্রের কিছু নেই। যারা ভাবে এটা একনায়কতন্ত্র, তারা ডিক্টেটর। কিন্তু আমার ভাবনা থাকে, প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করা। যে ছেলেটা লাইটের কাজ করে, যে ট্রলি ঠেলে অথবা যে ছেলেটা চা নিয়ে আসে; তার কাছ থেকেও কিন্তু অসাধারণ পরামর্শ পাওয়া যায়।’ 

আরিফিন শুভ ঘোষণার বাইরে নতুন কোনও সিনেমায় কাজ করছেন কী? এমন প্রশ্ন শুনে কৌশলী পথ বেছে নেন শুভ। তার ভাষ্য, ‘আকাশে চাঁদ উঠলে দেখা যায়, বলে দিতে হয় না। দুর্ভাগ্যজনকভাবে আমি অনেকের চক্ষুশূল, আবার অনেকের ভালোবাসার পাত্র। সবার কাছে তো ভালোবাসার পাত্র হওয়া যায় না। আমার দর্শন হলো, আওয়াজে বিশ্বাসী নই, কাজে বিশ্বাসী। ওই যে বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়। কাজটা করে নিই আগে, তারপর বলা যাবে। আর বলা বন্ধ করে দেওয়ার পেছনে একটা কারণ আছে; বলি একটা, মানুষ বোঝে আরেকটা। তাই বলাই বন্ধ করে দিয়েছি।’

শুভর কথায় বড় চমকের ইঙ্গিত পাওয়া গেলো। কিন্তু রহস্যভেদ করতে নারাজ নায়ক। তার কথা, ‘আমার তো অন্য কোনও প্রফেশন নেই। এই একটাই আমার রুটি-রুজি, পেশা-নেশা সবকিছু। এটা নিয়েই কাজ করছি, দেখা যাক। কাজটা করি, দর্শক যাতে প্রতারিত না হয়, সেই চেষ্টা থাকে। এমনকি আমার নিন্দুক যারা, তারাও কিন্তু বিশ্বাস করে যে, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে করি। সেটার প্রমাণ বহুবার দিয়েছি। এমন অনেক কাজ আছে, যেটার হয়ত পুরোটা পছন্দ হয়নি, কিন্তু আমার চেষ্টাটা পর্দায় দেখা গেছে।’
  
দীর্ঘদিন ধরে শুভর মা অসুস্থ। প্রায়শই তাকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন, ভিডিও শেয়ার করেন। যা দেখে মুগ্ধ হন অনুসারীরা। মায়ের শারীরিক অবস্থা ও পোস্ট প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ মা এখন স্থিতিশীল আছেন। আর পোস্টগুলো দেওয়ার পেছনে আলাদা কোনও ভাবনা নেই। স্বাভাবিকভাবেই দেই। যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য বলা যায়।’

দেশের সিনেমায় নতুন এক জোয়ার এসেছে বলে মনে করছেন অনেকে। পরপর কয়েকটি সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে। এ বিষয়ে আরিফিন শুভর পর্যবেক্ষণ, ‘এটা আগেও হয়েছে। কিন্তু ধারাবাহিকতা থাকেনি। সৃষ্টিকর্তার কাছে আমার শুধু একটাই চাওয়া, এটার ধারাবাহিকতা থাকুক। সবগুলো কাজ ভালো, এটা পৃথিবীর কোথাও হয় না। একটু ভালো, একটু খারাপ, কাজ আসতে থাকুক। মানুষের হলে আসার অভ্যাসটা নষ্ট না হোক। ভেদাভেদ, কাদা ছোড়াছুঁড়ি, ব্যক্তিগত বিষয়গুলোকে একটু ত্যাগ করি। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতম স্বার্থকে বিসর্জন দেওয়া আরকি।’ দুর্ভাগ্যজনকভাবে আমি অনেকের চক্ষুশূল: আরিফিন শুভ

/এমএম/
সম্পর্কিত
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
৮ বছরের যুদ্ধ শেষে মা হারালেন আরিফিন শুভ
৮ বছরের যুদ্ধ শেষে মা হারালেন আরিফিন শুভ
‘মুজিব’ নায়ক পেলেন রাজউকের ১০ কাঠার প্লট!
‘মুজিব’ নায়ক পেলেন রাজউকের ১০ কাঠার প্লট!
ওয়েব সিরিজে আরিফিন শুভ, সঙ্গে সোহিনী সরকার
ওয়েব সিরিজে আরিফিন শুভ, সঙ্গে সোহিনী সরকার
বিনোদন বিভাগের সর্বশেষ
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়