X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কবিতা থেকে গান, অপূর্ণ ইচ্ছের গল্প ‘বিনায়ক’

বিনোদন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:২০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:২০

‘বছর দুয়েক আগে এই কবিতা যখন প্রথমবার পড়ি, তখন আমার চোখ ভিজে আসে। মনে হলো, এগুলো তো আমার জীবনের কথা, আমার মনের কথা। সিদ্ধান্ত নিয়েছিলাম, এটাকে গান বানাবো। কিন্তু এতো বড় কবিতাকে গানে রূপান্তর করা খুব একটা সহজ ছিলো না। দিনের পর দিন, রাতের পর রাত সময় দিয়েছি।’

নিজের নতুন গান নিয়ে কথাগুলো বললেন তরুণ মেধাবী সংগীতশিল্পী নাহিদ হাসান। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকালে প্রকাশ হয়েছে ‘বিনায়ক’ শিরোনামের গানটি। যেটি মূলত কামরুল ইসলামের একটি কবিতা থেকে বানিয়েছেন নাহিদ। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

গানটি নিয়ে ‘তোমার পিছু ছাড়বো না’ খ্যাত এ গায়ক আরও বলেন, ‘একদিন আড্ডার মাঝে সাজিদ ভাইকে গানটা শোনালাম। তিনি এতো মুগ্ধ হলেন যে, নিজ থেকে আগ্রহ নিয়ে মিউজিক কম্পোজিশন করে দিয়েছেন। এ শহরে যারা স্বপ্ন নিয়ে আসে, কিন্তু জীবিকার পেছনে ছুটে ক্লান্ত হয়ে যায়, শত ইচ্ছের জলাঞ্জলি দেয়, তাদের একান্ত সঙ্গী হয়ে থাকুক গানটি, এটাই প্রত্যাশা।’

শুটিংয়ের ফাঁকে ‘বিনায়ক’ টিম ‘বিনায়ক’-এর ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। গান তথা কবিতার গল্পটিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি। তার ভাষ্য, ‘প্রথম দিকে ভিডিও নিয়ে নাহিদের কোনও প্ল্যান ছিলো না। ভেবেছিলো লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশ করবে। কিন্তু আমি এই অসাধারণ গানটিকে হাতছাড়া করতে চাইনি। প্রচণ্ড শ্রম দিয়ে ভিডিওটা বানিয়েছি। এটা আমার সবচেয়ে এক্সপেরিমেন্টাল নির্মাণ। কারণ এখানে বাস্তব এবং রূপক দুই ধরণের বিষয়বস্তু আছে। সর্বোচ্চ চেষ্টা করেছি গানের গল্পটা তুলে ধরতে। বাকিটা দর্শক-শ্রোতারা বিবেচনা করবেন।’

‘টিমওয়ার্ক’ থেকে নির্মিত এই গানচিত্রের চিত্রগ্রহণ করেছেন হেলাল খান আইরিশ। সম্পাদনায় রেজাউল রাজু। নাহিদের ইউটিউব চ্যানেল ‘সুগান’ থেকে এটি প্রকাশ হয়েছে।

উল্লেখ্য, অটামনাল মুনের কথা-সুরে ‘তোমার পিছু ছাড়বো না’ দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন নাহিদ হাসান। সে গান অন্তর্জালে কোটি ভিউয়ের সীমানা পেরিয়েছে অনেক আগে। এরপর তিনি ‘শুকনো গোলাপ’ ও ‘ব্যথার প্রধান কার্যালয়’ গানগুলো দিয়ে প্রশংসা কুড়িয়েছেন।

‘বিনায়ক’-এর লিংক:

/এমএম/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো