X
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
১৮ আশ্বিন ১৪৩০

বুবলীর ধন্যবাদ এবং দোয়া প্রার্থনা

বিনোদন রিপোর্ট
০২ অক্টোবর ২০২২, ১২:২৭আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৭:১১

অনেকটা অপু বিশ্বাসের পথে হেঁটে নিজের সন্তানকে সামনে আনলেন শবনম বুবলী। গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ছেলের কয়েকটি ছবি প্রকাশ করে জানান, তিনি মা হয়েছেন। আর সেই সন্তানের পিতা চিত্রনায়ক শাকিব খান। শাকিব নিজেও একই ছবি পোস্ট করে বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

শাকিব-বুবলীর এই সন্তানের নাম শেহজাদ খান বীর। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তাদের তুলোধুনা করছে নেটিজেনরা। বিভিন্ন গ্রুপ ও পেজে তারকাদ্বয়কে নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক ও রসালো সমালোচনা হচ্ছে। অবশ্য অনেকে নিষ্পাপ শিশুটির জন্য ভালোবাসাও জানাচ্ছেন।

সে প্রসঙ্গেই ধন্যবাদ জ্ঞাপন করলেন বুবলী। রবিবার (২ অক্টোবর) ছেলে বীরের দুটি নতুন ছবি পোস্ট করেছেন নায়িকা। যেখানে তাকে দেখা গেলো নীল পাঞ্জাবি, ধূসর কটি ও টুপি পরা অবস্থায়।

ছবির সঙ্গে বুবলী লিখলেন, ‘আমার ছেলেকে নিঃশর্তভাবে ভালোবাসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দয়া করে তাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’

ছেলেকে নিয়ে বুবলীর পোস্ট বুবলীর অনুরোধ রেখে সিংহভাগ অনুসারী তার বীরের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। অবশ্য জন্মের পর আড়াই বছর পর্যন্ত ছেলেকে গোপন রাখার কারণে গুটিকয়েক নেটিজেন নিন্দাও জানিয়েছেন কমেন্ট বক্সে।

শাকিব ও বুবলী তাদের সন্তানের কথা প্রকাশ করলেও বিয়ে সংক্রান্ত কোনও তথ্য এখনও খোলাসা করেননি। শোনা যায়, ২০২০ সালে যখন বুবলী যুক্তরাষ্ট্রে ছিলেন, তখনই তার কোলজুড়ে আসে ছেলে বীর। তখন থেকেই বিষয়টি গুঞ্জন হিসেবে ভাসছিল ইন্ডাস্ট্রিতে। যদিও তারা কেউই এতে পাত্তা দেননি। কিন্তু শেষমেশ গুঞ্জনই সত্য হলো।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
রাজ-বুবলীর ‘গোপন’ মিশনের প্রথম ঝলক সামনে এলো
রাজ-বুবলীর ‘গোপন’ মিশনের প্রথম ঝলক সামনে এলো
এক সিনেমায় পরী-বুবলী!
এক সিনেমায় পরী-বুবলী!
আমার নামটি সোহান ভাইয়েরই দেয়া: শাকিব খান
সোহানের মৃত্যুতে শোকআমার নামটি সোহান ভাইয়েরই দেয়া: শাকিব খান
পুত্রের স্কুলসূত্রে এক হলেন শাকিব-বুবলী
পুত্রের স্কুলসূত্রে এক হলেন শাকিব-বুবলী
বিনোদন বিভাগের সর্বশেষ
৩২ বছর পর একসঙ্গে রজনীকান্ত-অমিতাভ
৩২ বছর পর একসঙ্গে রজনীকান্ত-অমিতাভ
বুসানের আগেই ‘বলী’র জোড়া পোস্টার
বুসানের আগেই ‘বলী’র জোড়া পোস্টার
শাহরুখের ‘ডাংকি’ কি তবে ভারত-কানাডা ইস্যু নিয়ে!
শাহরুখের ‘ডাংকি’ কি তবে ভারত-কানাডা ইস্যু নিয়ে!
বিশ্বরেকর্ডে বাংলাদেশি মডেল তোরসা
বিশ্বরেকর্ডে বাংলাদেশি মডেল তোরসা
‘শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক ছিল না’
‘শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক ছিল না’