X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ছবি মহরতের পর নায়িকা জানালেন ‘করছি না’!

বিনোদন রিপোর্ট
২০ অক্টোবর ২০২২, ১৯:৫৩আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১১:২২

খটকাটা মহরত অনুষ্ঠানেই লেগেছে আগতদের মনে। কারণ ছবিটির সঙ্গে জড়িত নায়ক, লেখক, পরিচালক, সংসদ সদস্যসহ অন্য প্রায় সবাই হাজির থাকলেও দেখা মিললো না নায়িকার। সেই জমকালো মহরত অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মাথায়, সেই নায়িকাই দিলেন বড় চমক। জানালেন, ছবিটি তিনি করছেন না!

বৃহস্পতিবারের (২০ অক্টোবর) এই মহরতের আগে গত সপ্তাহজুড়ে দেশের প্রায় সকল গণমাধ্যমে খবর এসেছে- প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছেন নিরব ও সুনেরাহ বিনতে কামাল। দুজনের সঙ্গে ছবির অন্যতম চরিত্রে আছেন কিংবদন্তি আসাদুজ্জামান নূর। আর সিনেমার গল্পটি লিখেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। তাদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’ নির্মাণ করছেন খ. ম. খুরশীদ।

কিন্তু মহরতে সবার প্রাণবন্ত উপস্থিতি থাকলেও এলেন না সুনেরাহ। মহরত শেষে তার কাছে না আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি গতকাল রাতেই পরিচালককে জানিয়েছি, সিনেমাটি করতে পারছি না। এ কারণে সংবাদ সন্মেলনে হাজির হয়নি।’

অথচ সংবাদ সম্মেলন/মহরতে নির্মাতা নিজেও বার বার তার নায়িকা হিসেবে সুনেরাহ’র নামই ঘোষণা করেছেন।

এদিকে এভাবে চুক্তিবদ্ধ হয়েও মহরতের পর চলচ্চিত্রটি থেকে নিজেকে সরিয়ে নেয়ার কারণ হিসেবে সুনেরাহ বলেন, ‘যে চিত্রনাট্য এসেছিল সেটা পছন্দ হয়নি। কিন্তু পরিচালক জানিয়েছিলেন আপাতত চুক্তিপত্র সাইন করে রাখা হোক দু-একদিনের মধ্যে চিত্রনাট্য কারেকশন করে দেয়া হবে। তারপর যেটি দেয়া হয় সেটাও আমার পছন্দ হয়নি। এ কারণে পরিচালককে গতকালই না করে দিয়েছি।’

সংবাদ সম্মেলনে শাজাহান খান ও আসাদুজ্জামান নূর কিন্তু সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েও কি এভাবে ‘না’ করা যায়! জবাবে সুনেরাহ স্পষ্ট। বললেন, ‘চুক্তিটা হয়েছিল হাতে লেখা স্ট্যাম্প পেপারে। তাছাড়া আমি শুটিংয়ের আগেই না করে দিয়েছি। তারা চাইলেই নতুন কাউকে নিয়ে কাজটা করতে পারবেন।’

২০২১-২২ অর্থবছরে সিনেমাটি ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এতে রাজাকারের চরিত্রে অভিনয় করছেন মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। অন্যদিকে নিরবকে দেখা যাবে মুক্তিযোদ্ধার চরিত্রে।

এদিকে নায়িকার এমন সিদ্ধান্তে খানিক বিব্রত নিরব। তিনি বললেন, ‘বিষয়টি আমাদের সবার জন্যই বিব্রতকর হলো। এভাবে না হলেও পারতো।’

অনেকেই জানেন, সুনেরাহ বিনতে কামাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন তার একমাত্র চলচ্চিত্র ‘ন ডরাই’ দিয়ে। 

সংবাদ সম্মেলনে নিরব, খুরশীদ, শাজাহান ও নূর

/এমএম/
সম্পর্কিত
সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসাদুজ্জামান নূর
সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসাদুজ্জামান নূর
কবিতা পড়তে ও আবৃত্তি করতে ছন্দ জানা জরুরি: আসাদুজ্জামান নুর
কবিতা পড়তে ও আবৃত্তি করতে ছন্দ জানা জরুরি: আসাদুজ্জামান নুর
আমাদের সামনে অনেক কাজ: আসাদুজ্জামান নূর
আমাদের সামনে অনেক কাজ: আসাদুজ্জামান নূর
ভক্ত নয়, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের অপেক্ষায় তারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনভক্ত নয়, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের অপেক্ষায় তারা
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’