X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ফিফার মান বাঁচালেন ‘বিটিএস’ জাংকুক!

বিনোদন ডেস্ক
৩০ নভেম্বর ২০২২, ০০:০৭আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৭:১১

প্রতি চার বছর পর অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ উপলক্ষে তৈরি হয় বিশেষ গান। সেসব গান দেশ-জাতির সীমানা ভেদ করে ছড়িয়ে যায় পৃথিবীর নানা প্রান্তে। শাকিরার কণ্ঠে ‘ওয়াকা ওয়াকা’, পিটবুল-জেনিফার লোপেজের ‘উই আর ওয়ান’ কিংবা কে’নানের গাওয়া ‘ওয়েভিং ফ্ল্যাগ’ গানগুলো এখনও মানুষের হৃদয়ে জায়গা করে আছে।
 
তবে এই প্রথম ফিফার কোনও গান বিলবোর্ডের শীর্ষস্থানে উঠে এলো। এটির শিরোনাম ‘ড্রিমারস’। গেয়েছেন বিশ্বব্যাপী ঝড় তোলা কে-পপ ব্যান্ড ‘বিটিএস’ তারকা জাংকুক। তার কণ্ঠেই নতুন রেকর্ড গড়লো ফিফার গান। গানটিতে জাংকুকের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কাতারের শিল্পী ফাহাদ আল কুবাইসি।
 
গত ২০ নভেম্বর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের আল বায়ত স্টেডিয়ামে সরাসরি গানটি পরিবেশন করেছেন জাংকুক ও ফাহাদ। এরপরই এটি বাতাসের বেগে ছড়িয়ে যায় চারদিকে। এবারের বিশ্বকাপ নিয়ে আরও একাধিক গান প্রকাশ করেছে ফিফা। কিন্তু সেগুলো তেমন সাড়া জাগাতে পারেনি। শেষমেশ জাংকুক যেন ত্রাতা হয়ে এসে ফিফার মান বাঁচালেন, ইতিহাস গড়লেন!
 
গেলো ২২ নভেম্বর গানচিত্র আকারে ‘ড্রিমারস’ গানটি উন্মুক্ত করে ফিফা। এরপর মাত্র ১৩ ঘণ্টায় এটি বিশ্বের ১০২টি দেশে গ্লোবাল মিউজিক্যাল প্ল্যাটফর্ম আইটিউনসে শীর্ষস্থানে চলে আসে। চার দিনের মাথায় ১০৪টি দেশে গানটি এক নম্বরে জায়গা করে নেয়। সোমবার (২৮ নভেম্বর) পর্যন্ত টানা ছয় দিন সারা বিশ্বে গানটি শীর্ষস্থান দখল করে রাখে। 

এদিকে অন্তর্জালেও গানটির ভিউ বাড়ছে জ্যামিতিক হারে। স্টেডিয়ামের লাইভ ভার্সন তো আগেই ভাইরাল হয়েছিল। তবে অফিসিয়াল গানটি আসার পর ফিফার ইউটিউব চ্যানেলে সেটির ভিউ ছাড়িয়েছে ৩৮ মিলিয়ন। এছাড়া নামে-বেনামে আরও অসংখ্য চ্যানেল-পেজে গানটির ভিউ গুনে শেষ করা যাবে না। 

ফিফার এ বছরের গানগুলো প্রযোজনা করেছেন মরোক্কান-সুইডিশ শিল্পী রেড ওয়ান, যার মূল নাম নাদির খায়াত। তিনি বলেছেন, ‘একক গায়ক হিসেবে জাংকুক এখন বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছেন। এই সূচনা অবিশ্বাস্যভাবে অসাধারণ। জাংকুক ইতোপূর্বে বিশ্বকাপের স্টেজে ইতিহাস তৈরি করেছেন।’

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপ উপলক্ষে আরও তিনটি গান প্রকাশ করেছে ফিফা। এগুলো হলো বলিউডের নোরা ফাতেহি, আমিরাতের গায়িকা বলকিস, ইরাকের শিল্পী রাহমা রিয়াদ ও মরক্কোর গায়িকা মানাল বেঞ্চলিখার পরিবেশনায় ‘লাইট দ্য স্কাই’; মার্কিন শিল্পী ত্রিনিদাদ কার্ডোনা, নাইজেরিয়ান-আমেরিকান গায়ক ডেভিডো ও আফ্রিকান-আমেরিকান গায়িকা আইশার কণ্ঠে ‘হাইয়া হাইয়া’ এবং পুয়ের্তো রিকোর গায়ক অযুনা ও ফ্রেন্স র‌্যাপার জিমসের গাওয়া ‘আরবো’। 

‘ড্রিমারস’ গানের লিংক

সূত্র: পিঙ্কভিলা

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!