X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘ঘটনার পেছনের ঘটনা’ জেনে ফারিণের দুঃখপ্রকাশ

বিনোদন প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২২, ১৫:১৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ২১:০৫

গেলো শুক্রবার (২ ডিসেম্বর) রাতে ঢাকার যমুনা ফিউচার পার্কের চলন্ত সিঁড়িতে দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এতে তিনি পায়ে গুরুতর জখম পান। পরদিন শনিবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটান ফারিণ। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অভিযোগ করেন।

তবে একদিন পর নিজের বক্তব্য থেকে সরে এসেছেন ফারিণ। ঘটনার পেছনের ঘটনা জানতে পেরেছেন জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি। এমনকি শনিবারের স্ট্যাটাসটিও মুছে দিয়েছেন অভিনেত্রী।

ফারিণ বলেছেন, ‘একটা ঘটনা ঘটলে সে ঘটনার পেছনেও অনেক ঘটনা ও কারণ থাকে। তাৎক্ষণিকভাবে হয়তো সবটা উপলব্ধি করা সম্ভব হয় না। তবে পরবর্তীতে অনেক কিছু খোলাসা হয়। আমার পূর্ববর্তী স্ট্যাটাস আমি ডিলিট করে দিয়েছি, কারণ সেটা শুধুমাত্র গতকাল (৩ ডিসেম্বর) পর্যন্ত হয়ে যাওয়া ঘটনায় আমার ভাষ্য ছিল।দুর্ঘটনা হওয়ার পরবর্তী ঘটনাগুলোর আরেকটা দিক আমার স্ট্যাটাসের পর সামনে এসেছে।’

অস্পষ্টতা রেখেই নিজের বক্তব্য বাড়ালেন ফারিণ। বলে গেলেন, ‘ঘটনা পরবর্তী যেসকল কার্যক্রম নিয়ে আমার অভিযোগ ছিল, তার বেশিরভাগই তৃতীয় পক্ষ দ্বারা সংঘটিত। মধ্যম ব্যক্তি আমাদের এসে একটা কথা বলেছেন এবং ম্যানেজমেন্টকে আমাদের নামে বানিয়ে মিথ্যা কথা বলেছেন। শুক্রবার হওয়ার কারণে ঊর্ধতন কর্তৃপক্ষের সবাই ছুটিতে ছিলেন এবং সদ্য চলতি মাসে জয়েন করা সে কর্মচারীর কারণে এ বিস্তর ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যা ঐ কর্মকর্তার পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজগুলো দেখে আরও পরিষ্কার বুঝতে পারি।’

ফারিণ জানান, শনিবার (৩ ডিসেম্বর) রাতেই যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেছেন। তার বাসায় এসে বিষয়টির মীমাংসা করেছেন। ফারিণের ভাষ্য, ‘গত (৩ ডিসেম্বর) রাতে প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্তদের সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে। একজন কর্মকর্তার জন্য পুরো প্রতিষ্ঠানকে দোষারোপ করাটা ঠিক না এবং এ ব্যাপারে হয়তো আমার আরেকটু বোঝার প্রয়োজন ছিল। সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষকে বিষয়টি এত গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। ধন্যবাদ আমার বাসায় এসে সেসব ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর জন্য। আসলে আমার জন্য ব্যক্তিগত সম্মানের জায়গাটা অনেক বড়। সেটা নিশ্চিত করতে আপনারা যা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। যমুনা ফিউচার পার্কে আমিসহ অনেকেই নিয়মিত শপিং করতে যাই। আশা রাখছি যেসব জায়গায় কমতি রয়েছে সেগুলোর সমাধান করে ক্রেতাদের একটি নিরাপদ ও সুব্যবস্থাপিত পরিবেশ নিশ্চিত করবে কর্তৃপক্ষ।’

তাসনিয়া ফারিণের নতুন স্ট্যাটাস এদিকে দুর্ঘটনার কারণে আপাতত কাজ থেকে ছুটিই নিতে হয়েছে ব্যস্ত ফারিণকে। তবে তার ভক্তদের জন্য নতুন কাজ আসছে শিগগিরই। বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’র দ্বিতীয় পার্ট আসছে আগামী ২২ ডিসেম্বর। যদিও ১৫ ডিসেম্বর সিরিজটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার কথা ভেবে মুক্তি পিছিয়েছে সিরিজটির প্রচার প্ল্যাটফর্ম হইচই।

/কেআই/
সম্পর্কিত
‘ইনসাফ ২’-এর প্রস্তুতি শুরু!
‘ইনসাফ ২’-এর প্রস্তুতি শুরু!
ইনসাফ: নকল পোস্টার ও অগণিত ফর্মুলার ছবি, রেটিং ৫/১০
সিনেমা সমালোচনাইনসাফ: নকল পোস্টার ও অগণিত ফর্মুলার ছবি, রেটিং ৫/১০
‘তাণ্ডব’-এর শো বাড়ানোর অনুরোধ
‘তাণ্ডব’-এর শো বাড়ানোর অনুরোধ
রাজ-ফারিণের আইটেম গান, বাড়তি চমক মোশাররফ
রাজ-ফারিণের আইটেম গান, বাড়তি চমক মোশাররফ
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!