X
বুধবার, ২২ মার্চ ২০২৩
৮ চৈত্র ১৪২৯

বিলম্বে হলেও কথা রাখলেন পরীমণি

বিনোদন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২২, ১৩:১২আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ২০:০৪

ভালোবেসে বিয়ে করেছেন। বাবা-মা হয়েছেন। সন্তানকে ঘিরে তাদের ঘর এখন ভালোবাসায় টইটম্বুর। কিন্তু প্রশ্ন যখন বিশ্বকাপ ফুটবলের দল সমর্থন, তখন তারা আলাদা! একজন পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের সমর্থক, অন্যজন লিওনেল মেসির আর্জেন্টিনার। তাই কাতারে অনুষ্ঠিত ম্যাচগুলোর দারুণ উত্তেজনা তাদের ঘরেও বিরাজ করে সমানতালে।

বলা হচ্ছে চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের কথা। গেলো ১০ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনা দুটি দলেরই ম্যাচ ছিল। এরমধ্যে ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে বিদায় নেয় নেইমারের দল, আর নেদারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

ব্রাজিলের পরাজয়ে রাজের মনে বিষণ্ণতা ভর করে। কারণ, তিনি ছোটবেলা থেকেই এই হলুদ জার্সির ভক্ত। স্বামীর মন খারাপ মেনে নিতে পারলেন না পরী। ঘোষণা দিয়ে বসলেন, ‘আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্য ৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবো। প্রমিজ।’

সেদিন আর্জেন্টিনা ঠিকই জয় ছিনিয়ে নিয়েছিল। কিন্তু পরী তার কথা রাখলেন কই! কারণ, গত কয়েক দিনে তার ফেসবুক ওয়ালে খেলা বিষয়ক কোনও পোস্টের দেখা মেলেনি। তবে কি নিজের কথা ভুলে গেলেন স্বামীভক্ত পরী?

একদমই না। কিছুটা বিলম্বে হলেও ঠিকই কথা রাখলেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই শুভক্ষণেই নিজের কথা রাখলেন পরীমণি। বুধবার (১৪ ডিসেম্বর) সকালেই ফেসবুকে একটি ছবি শেয়ার করলেন। যেখানে তাকে দেখা গেলো ব্রাজিলের জার্সি পরা অবস্থায়। মিরর সেলফিতে পরীর সঙ্গে দেখা দিয়েছেন শরিফুল রাজও। তার মুখে উচ্ছ্বাসের হাসি।

ছবির সঙ্গে পরীর ছোট্ট বার্তা, ‘বলেছিলাম, আর্জেন্টিনা জিতে গেলে আমি ব্রাজিল সাপোর্টার রাজের জন্য সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবো। এই যে ডে ওয়ান! রাজ, ভালো থেকো।’

পরীর কথা-কাজে মিল পেয়ে তার অনুরাগীরাও দারুণ খুশি। এখন কি তবে আর্জেন্টিনার জার্সি পরে পরীর সঙ্গে তাল মেলাবেন ব্রাজিল ভক্ত রাজ? এমন প্রশ্নও আসে মন্তব্যের ঘরে। জবাবে পরী একটি ছবি দেন, যেখানে রাজকে আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যাচ্ছে। নায়িকা জানান, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে হেরে গিয়েছিল। সেদিনই স্ত্রীকে সান্ত্বনা দিতে এই কাণ্ড করেছিলেন রাজ।

আর্জেন্টিনার জার্সি গায়ে ব্রাজিল ভক্ত রাজ

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনার অনুশীলনে মেসি  
প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনার অনুশীলনে মেসি  
জামিন পেয়ে যাদেরকে স্মরণ করলেন মাহি
জামিন পেয়ে যাদেরকে স্মরণ করলেন মাহি
আইনের এই খেলা বন্ধ হোক: মাহিকে গ্রেফতার প্রসঙ্গে পরীমণি
আইনের এই খেলা বন্ধ হোক: মাহিকে গ্রেফতার প্রসঙ্গে পরীমণি
নভেম্বরেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি ব্রাজিল
নভেম্বরেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি ব্রাজিল
বিনোদন বিভাগের সর্বশেষ
আরাভের মধ্যে ‘৪২০’ নাটকের মন্টুকে খুঁজে পেলেন ফারুকী!
আরাভের মধ্যে ‘৪২০’ নাটকের মন্টুকে খুঁজে পেলেন ফারুকী!
সচেতনতা বাড়াতে কাজ করবেন নিশো-মেহজাবীন
সচেতনতা বাড়াতে কাজ করবেন নিশো-মেহজাবীন
আইনি নোটিশে শাকিব খানকে ৩ দিনের আল্টিমেটাম
আইনি নোটিশে শাকিব খানকে ৩ দিনের আল্টিমেটাম
সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম, মাঝপথে নিশো-তমার ঝলক
সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম, মাঝপথে নিশো-তমার ঝলক
মনে হয়েছিলো আর পারবো না: কান্নারত ছবি দিয়ে ম্রুনাল
মনে হয়েছিলো আর পারবো না: কান্নারত ছবি দিয়ে ম্রুনাল