X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

পরীর মতো বউয়ের খোঁজে...

বিনোদন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২২, ১৬:৫০আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৬:৪৮

আশিক পুরান ঢাকার টাকাওয়ালা বাবার একমাত্র ছেলে। তার জীবনের লক্ষ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পাইলট হওয়া নয়; একমাত্র চাওয়া পরীর মতো সুন্দর একজন বউ ঘরে তোলা!

এমনই এক অদ্ভুত চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

তো তার এই আবদারের সঙ্গে শতভাগ সমর্থন দেয় তার মা। খোঁজা শুরু হয় পরীর মতো বউ। একটাই শর্ত, চাঁদের গায়েও দাগ থাকে, কিন্তু তার ছেলের বউ হতে হবে নিখুঁত। অবশেষে অনেক জল ঘোলা করে আশিক ও তার মা পেয়ে যান পরীর মতো বউ।

আর সেই বৌ চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে।

তৌসিফ ও পায়েলকে নিয়ে সিএমভি’র ব্যানারে মজার এই নাটকটি রচনা ও নির্মাণ করেছেন মোহাম্মদ মিফতাহ্ আনান।

পরীর মতো বউয়ের খোঁজে... নাটকটি প্রসঙ্গে নির্মাতার ভাষ্য এমন, ‘আসলে এই সুন্দর দুনিয়ায় বিচিত্র সব খেয়ালের মানুষ রয়েছে। তেমনই একজন আশিক। সে একা নয়, তার পরিবারও বিচিত্র। যাদের একমাত্র লক্ষ্য পরীর মতো বউ ঘরে তোলা। সেটির জন্য এই পরিবারটি কী কী করে। আর পরীর মতো বউটার জীবন কীভাবে যন্ত্রণাময় করে তোলে, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি দর্শক মজা পাবেন এবং অনেক পাত্রপক্ষ নিজেদের খুঁজে পাবেন এই গল্পে!’

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, শরাফ আহমেদ জীবন প্রমুখ।

সদ্য শুটিং শেষ হওয়া নাটকটি বছর শেষে অন্যতম চমক হিসেবে উন্মুক্ত হচ্ছে শিগগিরই সিএমভি’র ইউটিউব চ্যানেলে। পরীর মতো বউয়ের খোঁজে...

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
জুয়েল-মিলির প্রেম যেন ‘রূপকথা’
জুয়েল-মিলির প্রেম যেন ‘রূপকথা’
তাদের কাজ বিয়ে ভাঙা ও গড়া!
তাদের কাজ বিয়ে ভাঙা ও গড়া!
দুটো বিচ্ছেদের গল্প এক মোহনায়...
দুটো বিচ্ছেদের গল্প এক মোহনায়...
এক ঠিকানায় তৌসিফ-জোভান-ইয়াশ, সবার সঙ্গে তটিনী!
এক ঠিকানায় তৌসিফ-জোভান-ইয়াশ, সবার সঙ্গে তটিনী!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
সালমানের সঙ্গী হলেন রাশমিকা
সালমানের সঙ্গী হলেন রাশমিকা
বাবা হত্যার বিচার পেয়েও যে কারণে নিশ্চুপ লামিয়া
বাবা হত্যার বিচার পেয়েও যে কারণে নিশ্চুপ লামিয়া
তরুণ প্রযোজক-নির্মাতা রূহানের মরদেহ উদ্ধার
তরুণ প্রযোজক-নির্মাতা রূহানের মরদেহ উদ্ধার
বিতর্ক ছাপিয়ে ‘হীরামান্ডি’র রেকর্ড
বিতর্ক ছাপিয়ে ‘হীরামান্ডি’র রেকর্ড