X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২
বিশ্বকাপ ২০২২ ফাইনাল

আর্জেন্টিনা বনাম ফ্রান্স: সিনে তারকাদের প্রেডিকশন

বিনোদন ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২২, ০০:০৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৯:১৫

যেন এক লহমায় শেষ হয়ে এলো ফিফা বিশ্বকাপ ২০২২। নভেম্বরের এক রবিবার (২০ তারিখে) শুরু হয়ে আরেক রবিবার (১৮ ডিসেম্বর) শেষ হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই আয়োজন। ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে সমাপ্তি ঘটছে ইতিহাসের অন্যতম স্মরণীয় এ আসরের। কার হাতে উঠবে এবারের বিশ্বকাপ, দুনিয়া জোড়া ফুটবলপ্রেমীদের মনে এখন এই একটি কৌতূহল। ব্যতিক্রম নন তারকারাও। তাদের মনেও এ নিয়ে আবেগ, উচ্ছ্বাস আর উন্মাদনা রয়েছে। ফাইনাল ম্যাচ ঘিরে সিনেমা অঙ্গনের কয়েকজন তারকা তাদের আগাম প্রেডিকশন জানিয়েছেন বাংলা ট্রিবিউন-এ। দেখা যাক বাস্তবে সেটা কতোটা ফলে-

আরিফিন শুভ

আমার পছন্দের দল বাংলাদেশ। বিশ্বকাপ হোক বা ইউনিভার্স কাপ হোক, আমার প্রিয় দল বাংলাদেশ। আর নেদারল্যান্ডস দেশটা খুব সুন্দর। তাদেরকে সাপোর্ট করতে ইচ্ছে করে। এছাড়া যেসব দল কখনও জেতে না, সেই দলকে সাপোর্ট করতে আমার খুব ভালো লাগে। ফাইনাল ম্যাচটা দেখার ইচ্ছে আছে। তবে কাজের ব্যস্ততায় পুরোপুরি দেখতে পারি কিনা, নিশ্চিত নই।

পরীমণি

আমি কিছুই জানি না। কিছুই ভাবতে পারছি না। শুধু এটুকু জানি ফাইনাল ম্যাচটার জন্য অধীর হয়ে আছি। সময় যেন কাটছে না। আমি তো চাই কাপটা মেসির হাতেই উঠুক। বাকিটা আল্লাহ ভরসা। তাই আগাম কিছু লতে চাই না। শুধু অপেক্ষায় আছি শেষ হাসিটা হাসার জন্য। 
 
নিরব 

আমি বরাবরই আর্জেন্টিনার সমর্থক। গত তিন-চার বিশ্বকাপে আমরা কখনও কোয়ার্টার ফাইনাল, কখনও সেমি ফাইনাল, কখনও ফাইনাল পর্যন্ত দেখেছি। কিন্তু বিশ্বকাপটা জেতা হয়নি। এবার সেই স্বপ্ন পূরণ হবে আশা করছি। আমার মনে হচ্ছে, ফ্রান্সের সঙ্গে ২-১ গোলে জিতবে আর্জেন্টিনা।

সিয়াম আহমেদ

আমার পছন্দের দল (স্পেন) ফাইনালে যেতে পারেনি। তাই আমি চাইবো মেসি বিশ্বকাপ জিতুক। তিনি এটার যোগ্য দাবিদার।

সাইমন সাদিক

আমি ফুটবল উন্মাদনায় বিশ্বাস করি, ভালোবাসি। ব্রাজিল আমার প্রথম এবং শেষ দল। ব্রাজিল বাদ হয়ে যাওয়ার পর আমি খেলাও দেখিনি। খোঁজ-খবর তো নিজ থেকে রাখতে হয় না, ফেসবুকে অটোমেটিক চলে আসে। ফাইনাল ম্যাচ নিয়ে আমার কোনও উন্মাদনা নেই। যেই দল জিতবে, তাদের জন্য শুভকামনা। তবে মেসি বিশ্বকাপ ডিজার্ভ করে। 

বিদ্যা সিনহা মিম

আমি ব্রাজিল সাপোর্টার। অনেক প্রত্যাশা ছিল এবার। কিন্তু সেটি তো হলো না। তবে ফাইনাল ম্যাচে আমার মন বলছে শেষ হাসিটা মেসিই হাসবে। কাপ যাবে আর্জেন্টিনার ঘরে। গোলের বিষয় আগাম বলতে চাই না। কারণ, ম্যাচটা বেশ টাইট হবে- এটুকু অনুমান করতে পারছি। 

তমা মির্জা

আমি তো অন্ধভক্ত আর্জেন্টিনার। ওদের সব ম্যাচ দেখেছি। এমনকি অলমোস্ট সব ম্যাচই দেখেছি। কারণ জানতে চেয়েছি আর্জেন্টিনার সঙ্গে অন্য দলগুলোর পার্থক্য কেমন। সে হিসেবে দেখলাম আমার দলটাই আসলে কাপ ডিজার্ভ করে। সেই ধারাবাহিকতা ফাইনালে থাকলে তারাই কাপ নেবে। আমি মেসির অন্ধভক্ত এটা যেমন সত্যি, এটাও বড় সত্যি পুরো দলটাকেই আমি পছন্দ করি। এবং একটা কথা বলে রাখি, খেলায় ভাগ্যটাও একটা ফ্যাক্টর। তো ফাইনাল ম্যাচে যদি খেলার পাশাপাশি লাকটাও মেসিদের ফেভার করে তো আর্জেন্টিনাই কাপ নেবে- এটা শিওর। আমার ধারণা আর্জেন্টিনা ২-১ গোলে জিতবে। 

জায়েদ খান

আগেই বলে রাখছি। খেলার পর মিলিয়ে নেবেন প্লিজ। আর্জেন্টিনা ২-১ গোলে জিতবে। মেসি কোলে করে কাপটা নিয়ে বাড়ি ফিরবে। সেই দৃশ্যটি বাস্তবে দেখার অপেক্ষায় আছি।

ঐশী

আমি তো আর্জেন্টিনার সমর্থক। শুধু আর্জেন্টিনা নয়, যারা অন্য দলের সমর্থক তাদেরও অনেকে চাইছেন এবারের বিশ্বকাপটা মেসির হাতে উঠুক। তাছাড়া এবারের আর্জেন্টিনা দলটিও দারুণ। তাদের নামের পাশে আরও একটি তারকা যুক্ত হোক, এটাই প্রত্যাশা। কেন এই দলকে পছন্দ করি, এর কারণ নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে আমি মেসির অনেক বড় ভক্ত। ফাইনাল ম্যাচ নিয়ে কোনও প্রেডিকশন নেই; আপাতত আল্লাহ আল্লাহ করছি, যাতে ওরা বিশ্বকাপটা পায়। 

বলা দরকার, ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপ ২০২২ ট্রফির জন্য লড়াই করবে আর্জেন্টিনা ও ফ্রান্স। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস।

গ্রন্থনা: মাহমুদ মানজুর ও কামরুল ইসলাম

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
উর্দুভাষায় ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে
উর্দুভাষায় ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
বিনোদন বিভাগের সর্বশেষ
মাত্র ৪ প্রেক্ষাগৃহে কেন জয়ার সিনেমা!
এ সপ্তাহের সিনেমামাত্র ৪ প্রেক্ষাগৃহে কেন জয়ার সিনেমা!
এবার মধ্যপ্রাচ্যে ‘বরবাদ’
এবার মধ্যপ্রাচ্যে ‘বরবাদ’
মাহতিম-তারান্নুমের গানচিত্র ‘তোমার টানে’
মাহতিম-তারান্নুমের গানচিত্র ‘তোমার টানে’
আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি নৃত্যজুটি শিবলী-নিপা
আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি নৃত্যজুটি শিবলী-নিপা
জার্মান কালচারাল সেন্টারে ‘ছুরত’ ও ‌‘আনটাং’
জার্মান কালচারাল সেন্টারে ‘ছুরত’ ও ‌‘আনটাং’