X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
বিশ্বকাপ ২০২২ ফাইনাল

মেসি নাকি এমবাপ্পে: টিভি তারকারা কে কার পক্ষে

বিনোদন ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২২, ১২:০৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৬:৪৪

এক মাসের জমজমাট লড়াই শেষে এলো ফিফা বিশ্বকাপ ২০২২’র কাঙ্ক্ষিত ফাইনাল। ৩০ দলকে পেছনে ফেলে ফুটবল নৈপুণ্যে ফাইনালে এসেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ও ইউরোপের ফ্রান্স। একদিকে ফুটবল জাদুকর লিওনেল মেসির দল, অন্যদিকে তরুণ তুর্কি এমবাপ্পে; কার মুখে ফুটবে শেষ হাসি? সেই প্রশ্নের উত্তর জানা যাবে রবিবার (১৮ ডিসেম্বর) রাতে। এর আগে থেকেই সবার মনে বিরাজ করছে টানটান উত্তেজনা। ফাইনাল ম্যাচ নিয়ে টেলিভিশন তারকারাও সমানভাবে উচ্ছ্বসিত। তাদের উচ্ছ্বাস, অনুমান আর পছন্দের কথা রইলো বাংলা ট্রিবিউনের বিশেষ এই আয়োজনে-

নাজিম জয়

আমার মনে হয় ফাইনাল ম্যাচটা টাইব্রেকারে গড়াবে। ২-১ গোলে জিতবে আর্জেন্টিনা। কাপ যাচ্ছে মেসির ঘরে।

আশনা হাবিব ভাবনা

আমি আসলে প্রকাশ্যে দলাদলি করতে চাইনি। কারণ, ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে প্রচুর আক্রমণ-পাল্টা আক্রমণ চলে সোশাল হ্যান্ডেলে। তবে ব্যক্তিগতভাবে আমি বরাবরই আর্জেন্টিনার সাপোর্টার। মেসি বলতে অন্ধ! আমি চাই এবং আমার ধারণা ব্রাজিল সাপোর্টাররাও এখন চায় এই কাপটা মেসির হাতে উঠুক। এখানেই আসলে মেসির বড় জয়। আমার প্রেডিকশন ফাইনালে আর্জেন্টিনা ৩-০ গোলে জিতবে।
 
শামীম হাসান সরকার

আমি প্রকৃতপক্ষে ব্রাজিলের সাপোর্টার। তবে চাই এবারের বিশ্বকাপ মেসির হাতে উঠুক। তাই আর্জেন্টিনার জয় চাইবো। কারণ, আমি মেসিকে আসলেই বড় ভালোবাসি। তাছাড়া তিনি খেলছেনও দারুণ। তিনি এটার প্রাপ্য। অন্তত এক গোলের ব্যবধানে হলেও আর্জেন্টিনা জিতবে, এটা আমার প্রত্যাশা। 

মুমতাহিনা টয়া

আমি ফাইনালে ফ্রান্সের টেবিলে থাকছি। আমরা ৩-২ গোলে জিতবো। যা মনে হলো তা-ই বললাম। বাকিটা খেলার মাঠে মোকাবিলা করবো।

মারিয়া নূর

আমি মনেপ্রাণে চাই আর্জেন্টিনা এই কাপটা জিতুক। মেসি ডিজার্ভ করে এবারের বিশ্বকাপ। এটা ঠিক, ফ্রান্স বরাবরই অসাধারণ খেলে। তারাও কাপটা জিততে পারে। তবে আমি জয়ের বিষয়ে আর্জেন্টিনার পাশেই থাকছি। আমার অনুমান আর্জেন্টিনা ২-১ গোলে জিতবে। 

সামিরা খান মাহি

আমি মূলত ব্রাজিল সমর্থক। ফাইনাল ম্যাচটি পুরোপুরি দেখা হবে না। কারণ, শুটিং আছে। শটের ফাঁকে ফাঁকে যতটুকু দেখা যায় আরকি। আর ফাইনালে আমি ফ্রান্স সাপোর্ট করছি। কারণ, এমবাপ্পের খেলা আমার খুব ভালো লাগে। এবারের বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কে জিতবে, কে হারবে অনুমান করা কঠিন। তাই আগে থেকে অনুমান করতে চাচ্ছি না। 

সোহেল মণ্ডল

পারিবারিকভাবে আমি আর্জেন্টিনার ভক্ত! প্রতিপক্ষ হিসেবে ফ্রান্স কঠিন কিন্তু আনবিটেবল নয়। ফাইট হবে ফাইনালে। না, ১-০ গোলে হবে না। আমার ধারণা ২-১ গোলে আর্জেন্টিনা জিতবে।

সারিকা সাবাহ

আর্জেন্টিনা উইল উইন টুডে। ২-১ গোলে জিতবে। বলে রাখলাম। মিলায়ে নেবেন পরে। দুই গোলের মধ্যে মেসি একটা গোল পাবে। আরেকটা অ্যাসিস্ট করবে। ও গোল না পেলে মন খারাপ হবে। তবে কাপটা তো পাচ্ছে, এটাই বড় বিষয়। অনেকেই বলেন, মেসি নাকি পেনাল্টি কোটায় গোল পায়! বলে রাখি, মেসির গোল পেতে পেনাল্টি লাগে না। ও নিজেই গোলের রাজপুত্র।

বলা দরকার, ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপ ২০২২ ট্রফির জন্য লড়াই করবে আর্জেন্টিনা ও ফ্রান্স। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস।

গ্রন্থনা: মাহমুদ মানজুর ও কামরুল ইসলাম

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কলকাতার ফিল্মফেয়ারে ঢাকার বাজিমাত!
কলকাতার ফিল্মফেয়ারে ঢাকার বাজিমাত!
ভ্যালেন্টাইনে বাসরঘরের গল্প!
ভ্যালেন্টাইনে বাসরঘরের গল্প!
সিঙ্গেল হয়ে ফিরলেন ‘ম্যাঙ্গো স্কোয়াড’ লিডার
সিঙ্গেল হয়ে ফিরলেন ‘ম্যাঙ্গো স্কোয়াড’ লিডার
‘নাশকতা’র কারণে সিনেমা মুক্তি স্থগিত
‘নাশকতা’র কারণে সিনেমা মুক্তি স্থগিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!