X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বিষাদের ঢেউয়ে ভেসে শাকিব-বুবলীর জীবনে এক টুকরো আনন্দ

বিনোদন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২২, ১৩:২২আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১৯:৫৯

প্রতিষ্ঠিত নায়ক শাকিব খানের হাত ধরে সিনেমায় পা দিয়েছেন শবনম বুবলী। একের পর এক সিনেমায় জুটিবেঁধে হয়েছেন সফল, পেয়েছেন জনপ্রিয়তা। পর্দার সম্পর্কের বাইরে বাস্তবেও তারা পরস্পরের সঙ্গে জড়িয়ে যান। সেই সম্পর্ক প্রেম থেকে গড়িয়েছে দাম্পত্যে। এসেছে সন্তানও।

যদিও সেসব সুখের গল্প এখন স্মৃতিময় অতীত। কেননা, শাকিব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বুবলী তার জীবনের বর্তমান কেউ নন। তাদের মধ্যে অনেক দিন ধরে দূরত্বের দেয়াল বিরাজমান। তারা সরাসরি না বললেও অনেকের ধারণা, শাকিব-বুবলীর বিচ্ছেদ হয়ে গেছে।

এই বিচ্ছেদ-বিষাদের ঢেউয়ে ভেসেই নতুন একটি সুখবর এলো শাকিব-বুবলীর জীবনে। না, ব্যক্তিগত কোনও প্রসঙ্গ নয়, তাদের অভিনীত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’ পেয়েছে মুক্তির অনুমতি।

গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ছবিটিকে আনকাট ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেই সঙ্গে জুটেছে প্রশংসাও। বোর্ডের সদস্য, চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার বলেছেন, ‘এটা অ্যাকশন, রোম্যান্স ও সামাজিক ঘরানার ছবি। দেশপ্রেমের বিষয়টিও আছে। সেন্সর বোর্ড সদস্যদের কাছে ছবিটি উপভোগ্য লেগেছে। দর্শকের কাছেও হয়তো চমৎকার লাগবে।’

এই খবরে কেবল শাকিব-বুবলী নন, আনন্দিত ভক্তরাও। কেননা, অনেক দিন ধরেই শাকিবের নতুন কোনও প্রজেক্টের উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। একের পর এক ঘোষণা এসেছে, কিন্তু সেগুলোর কাজ শুরু হয়নি। আবার কিছু সিনেমার কাজ শেষ হয়ে আছে বটে, কিন্তু মুক্তির খবর নেই। সেই হাহাকারে ‘লিডার’র ছাড়পত্র কিছুটা স্বস্তি বলে মনে করছেন ভক্তরা।

‘লিডার, আমিই বাংলাদেশ’র দৃশ্যে শাকিব-বুবলী ‘লিডার, আমিই বাংলাদেশ’ বানিয়েছেন তপু খান। তিনি মূলত নাটক নির্মাণ করেন। এটিই তার প্রথম সিনেমা। তাই চেষ্টায় আছেন যত দ্রুত সম্ভব সিনেমাটি প্রেক্ষাগৃহে নিয়ে আসার। যদিও এখনও মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। সে বিষয়ে নির্দিষ্ট তথ্যও দিতে পারেননি তিনি। জানালেন, প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া মুক্তির ঘোষণা দেবে।

এই ছবিতে শাকিব-বুবলীর সঙ্গে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

পুত্র বীরের সঙ্গে আলাদা সময়ে শাকিব ও বুবলী প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেছিলেন শাকিব খান ও বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের সংসারে জন্ম নেয় শেহজাদ খান বীর।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু
শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
বিনোদন বিভাগের সর্বশেষ
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
বাবা-মায়ের কবরে শায়িত হলেন মুস্তাফা জামান আব্বাসী
বাবা-মায়ের কবরে শায়িত হলেন মুস্তাফা জামান আব্বাসী