X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
প্রেক্ষাগৃহে চলছে ‘ব্ল্যাক ওয়ার’

এমন না যে, দর্শক আবারও ধোঁকা খাবে: আরিফিন শুভ

কামরুল ইসলাম
১৪ জানুয়ারি ২০২৩, ১৮:২৭আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ২১:৩৯

এক বছরের ব্যবধানে মুক্তি পেলো ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’। শুক্রবার (১৩ জানুয়ারি) দেশের ৪৪টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমাটি। পুলিশ অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এজন্য গত কিছুদিন ধরে ছবির প্রচারণায় ছুটোছুটি করছেন তিনি।
 
বিভিন্ন হলে গিয়ে দর্শকের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছেন। কেমন সেই প্রতিক্রিয়া? শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনের কাছে শুভর জবাব, ‘সত্যি বলতে, এখনও প্রতিক্রিয়া ইতিবাচক। তবে আরও দু’একদিন যাক, তখন বোঝা যাবে ভালোভাবে। এতটুকু বলতে পারি, যারা দেখছেন তাদের কাছ থেকে নব্বই শতাংশ ইতিবাচক মন্তব্য পেয়েছি।’

২০২১ সালের ডিসেম্বরে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পেয়েছিলো। সেটি দেখে অনেকেরই প্রত্যাশা পূরণ হয়নি। অকপটে তা স্বীকার করে নিলেন আরিফিন শুভও। তবে এই ‘ব্ল্যাক ওয়ার’-এ সেই আক্ষেপ ঘুচে যাবে বলে মনে করছেন তিনি।
 
শুভ বলেন, “আসলে ‘মিশন এক্সট্রিম’ দেখে অনেকেরই প্রত্যাশা পূরণ হয়নি। যেহেতু সেই গল্পটা ‘ব্ল্যাক ওয়ার’-এ শেষ হচ্ছে, নাবিদ আল শাহরিয়ারের গল্পটার ইতি ঘটছে, তাই সবাইকে দেখার আহ্বান জানাই। শেষ পর্বটাতে আমরা কী করেছি, তা দেখে বিচার করুন। শুধু প্রথম পর্বটা দেখে জাজ করবেন না।”

‘ব্ল্যাক ওয়ার’র কোনও সিক্যুয়েল আসবে না বলে স্পষ্ট জানালেন আরিফিন শুভ। তার দাবি, “এমন নয় যে, দর্শক আবারও ধোঁকা খাবে। আমি একদম ক্লিয়ার-কাট বলছি, যেহেতু সিনেমা মুক্তি পেয়ে গেছে। এখন আর লুকানোর কিছু নেই। ‘মিশন এক্সট্রিম’র সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’; আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, ‘ব্ল্যাক ওয়ার’র কোনও সিক্যুয়েল হবে না। নাবিদের গল্পটা এখানেই সমাপ্তি হচ্ছে। তাই এখানে আমরা কোনও ধোঁকা দেবো না যে, ক্লাইম্যাক্সে গিয়ে আরেকটা ছবির জন্য অপেক্ষা করতে হবে। একদমই না। আমরা এখানেই গল্পটা শেষ করছি।”

প্রেক্ষাগৃহে দর্শকদের সিক্সপ্যাক দেখাচ্ছেন শুভ বর্তমানে মিজানুর রহমান আরিয়ানের নির্মাণে ‘উনিশ২০’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন আরিফিন শুভ। সেই ব্যস্ততার মধ্যেই আবার সময় দিচ্ছেন ‘ব্ল্যাক ওয়ার’র প্রচারে। তাই সার্বক্ষণিক দৌড়ের ওপর থাকতে হচ্ছে। শুভর ভাষ্য, ‘শুটিংয়ে সময় দিচ্ছি, সেটা সামলে আবার বিভিন্ন সিনেমা হলে, সাক্ষাৎকারে যাচ্ছি। আজ (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জে যাচ্ছি। আগামীকাল চট্টগ্রামে যাবো। সেখান থেকে চলে যাবো কক্সবাজারে, আরিয়ানের ছবির শুটিংয়ে। একইসঙ্গে কিন্তু সব করছি। ১৯ তারিখে ফিরে সেদিনই সন্ধ্যায় আরেকটা শোতে অংশ নেবো। এরপর একে একে খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর বিভিন্ন জেলায় যাবো। চেষ্টা করছি দেশের বেশিরভাগ অঞ্চলে ছবিটির বার্তা পৌঁছে দিতে।’

নায়ক চারদিকে ছুটোছুটি করছেন বটে, কিন্তু তার পাশে নায়িকা কোথায়? ‘ব্ল্যাক ওয়ার’-এ শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। তাকে প্রচারণায় দেখা না যাওয়ার কারণ জানতে চাইলে এ অভিনেতা বলেন, ‘সেটার উত্তর তো আমার জানবার কথা নয়। কারণ আমি শুধু এটা নিয়ে বসে নেই। আমি শুটিং করছি, মায়ের শরীর ভালো নেই, সেদিকে খেয়াল রাখছি। যতদূর জেনেছি, তার (ঐশী) শরীরটা ভালো নেই। মানুষ তো অসুস্থ থাকতেই পারে। তাই হয়ত প্রচারণায় অংশ নিতে পারছে না।’

উল্লেখ্য, ‘ব্ল্যাক ওয়ার’ যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। এতে আরিফিন শুভ ও ঐশী ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন। প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে আরিফিন শুভ

/এমএম/
সম্পর্কিত
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
৮ বছরের যুদ্ধ শেষে মা হারালেন আরিফিন শুভ
৮ বছরের যুদ্ধ শেষে মা হারালেন আরিফিন শুভ
‘মুজিব’ নায়ক পেলেন রাজউকের ১০ কাঠার প্লট!
‘মুজিব’ নায়ক পেলেন রাজউকের ১০ কাঠার প্লট!
ওয়েব সিরিজে আরিফিন শুভ, সঙ্গে সোহিনী সরকার
ওয়েব সিরিজে আরিফিন শুভ, সঙ্গে সোহিনী সরকার
বিনোদন বিভাগের সর্বশেষ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো