X
রবিবার, ০২ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯

জুনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারা, উদ্দেশ্য ‘আনন্দমেলা’

বিনোদন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১৫

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশিদের সবচেয়ে বড় আয়োজনের নাম ‌‘আনন্দমেলা’। প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে কয়েক হাজার বাঙালির সমাবেশ ঘটে। 

প্রতি আয়োজনেই বাংলাদেশ থেকে একঝাঁক তারকাশিল্পী অংশ নেন। প্রবাসী আমেরিকানদের নেচে গেয়ে মাতিয়ে আসেন তারা। এবারও হচ্ছে সেই আয়োজন। আগামী ১৭ ও ১৮ জুন অনুষ্ঠিতব্য এবারের আয়োজনে বাড়তি চমকের কথা জানালেন অনুষ্ঠানটির আয়োজক মুহাম্মদ আলী। তিনি জানান, এবারের আয়োজনে চমক হিসেবে থাকছেন একঝাঁক শিল্পী। এরমধ্যে রয়েছেন কুমার বিশ্বজিৎ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, পলাশ প্রমুখ। 

মুহাম্মদ আলী বলেন, ‘ইতোমধ্যে এই তারকাদের সঙ্গে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রতি বছর অ্যাঞ্জেলেসের বাঙালিরা এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে থাকেন। কারণ, বিশাল পরিসরে এমন আয়োজন আর হয় না। এটা বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়। এবার এই তারকাদের উপস্থিতিতে নতুন মাত্রা পাবে বলেই আমি বিশ্বাস করছি।’ 

উপরোক্ত শিল্পীসহ আয়োজনে আরও যোগ দিচ্ছেন আনিকা কবির শখ, নিরব হোসেন, মামনুন ইমন, ফারিয়া শাহরিন, রুবিনা রেজা জুঁই, সামিরা খান মাহি, কেয়া পায়েল প্রমুখ। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নীল হুরের জাহান।

আয়োজক জানান, অলাভজনক আয়োজন ‘আনন্দমেলা’। মূলত যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দিতেই এই আয়োজন করা হয়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রভার সাংবাদিক ভীতি এবং ‘গায়ে হাত’ দেওয়ার অভিযোগ
প্রভার সাংবাদিক ভীতি এবং ‘গায়ে হাত’ দেওয়ার অভিযোগ
নাট্যশিল্পীদের জন্য আলাদা আইনি টিম গঠন
নাট্যশিল্পীদের জন্য আলাদা আইনি টিম গঠন
চট্টগ্রামে শুটিংয়ের ফাঁকে ইফতার বিতরণে ব্যস্ত আফরান নিশো (ভিডিও)
চট্টগ্রামে শুটিংয়ের ফাঁকে ইফতার বিতরণে ব্যস্ত আফরান নিশো (ভিডিও)
আইনের আশ্রয় নেওয়া ছাড়া উপায় দেখছি না: রিয়াজ
রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগআইনের আশ্রয় নেওয়া ছাড়া উপায় দেখছি না: রিয়াজ
সুফিহীন ‘আর্বোভাইরাস’র প্রথম গান, যা বলছেন শ্রোতারা
সুফিহীন ‘আর্বোভাইরাস’র প্রথম গান, যা বলছেন শ্রোতারা