X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

এবার ‘রেনেসাঁ’ ট্যুরে বিয়ন্সে নোলস

বিনোদন ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৫

গ্র্যামিজয়ী বিশ্বখ্যাত গায়িকা বিয়ন্সে নোলস ফের ঘোষণা দিলেন বিশ্ব ভ্রমণের। গত বছরের ২৯ জুলাই তার সাত নম্বর স্টুডিও অ্যালবাম ‌‘রেনেসাঁ’ প্রকাশ পায়। মূলত এরপর থেকেই  তার ভক্তরা বিশ্ব ভ্রমণের দাবি করে আসছিলেন।
 
ছয় মাস পর সেই দাবিতে সাড়া দিলেন বিয়ন্সে। ঘোষণা দিলেন ‘রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর’-এর। জানান, ভক্তদের আগ্রহেই এই বিশ্ব ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বুধবার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

বিয়ন্সের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, মে মাসে সুইডেনের স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনাতে কনসার্টের মাধ্যমে এই ট্যুর শুরু করতে যাচ্ছেন তিনি। পরে জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে কনসার্টের আগে ইউরোপ মাতাবেন তিনি। 

তবে সেপ্টেম্বরে লুইজিনিয়ার নিউ অরলেন্সে তার যে কনসার্ট হওয়ার কথা ছিলো তা আপাতত স্থগিত।
 
এর আগে ২০১৮ সালে ‘অন দ্য রান টু’ অ্যালবাম উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করেছিলেন বিয়ন্সে। 

সূত্র: সিএনএন

/এটি/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
‘ওপারে ভালো থেকো বন্ধু’
অভিনেতা রুমির মৃত্যু‘ওপারে ভালো থেকো বন্ধু’
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী