X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
তারকার জীবনসঙ্গী যখন সাধারণ কেউ

চেনা-জানা বা প্রেমের মাধ্যমে বিয়ে করাই শ্রেয়: সাইমন

বিনোদন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৪

ভালোবাসা কোনও নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয়, এটা ধ্রুব সত্য। কিন্তু একটা দিনে ঘটা করে ভালোবাসতে তো দোষের কিছু নেই। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সেই ভালোবাসার দিন; একই দিনে প্রকৃতিতে লেগেছে ফাগুনের আগুন। ফলে দিনটি বাঙালির কাছে উৎসবমুখর হয়ে উঠেছে। বিশেষ এই দিনে তারকাদের সংসার ও সম্পর্কের গল্প নিয়ে বাংলা ট্রিবিউনের বিশেষ আয়োজন—‘তারকার জীবনসঙ্গী যখন সাধারণ কেউ’। এ আয়োজনে আমরা শুনতে চেয়েছি সেসব তারকার জীবনসঙ্গীর গল্প, যারা নিজ জগতের বাইরে গিয়ে বাসা বেঁধেছেন।

এই পর্বে রইলো চিত্রনায়ক সাইমন সাদিকের গল্প...

সাইমনের স্ত্রীর নাম দীপা সাদিক। গৃহিণী হিসেবে ঘর-সংসার আর সন্তানদের সামলানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব তার কাঁধে। ‘পোড়ামন’-খ্যাত এই নায়ক জানান, ২০০৬ সাল থেকে দীপার সঙ্গে তার প্রেম। নয় বছর প্রেমের পর ২০১৪ সালের ডিসেম্বরে পরস্পরকে কবুল বলেন তারা। বর্তমানে দুই সন্তান নিয়ে তাদের সুখের সংসার।
 
ভালোবাসা দিবসকে বিশেষ কিছু মনে করেন না সাইমন। তার কাছে জীবনের প্রতিটি মুহূর্তই ভালোবাসার। তিনি বলেন, ‘ভালোবাসা দিবস ব্যাপারটা আমার সঙ্গে খুব একটা যায় না। ঈদ ছাড়া কোনও বিশেষ দিনই আমাকে টানে না। ভালোবাসা কোনও দিবসে বন্দি না। এ কারণে ১৪ ফেব্রুয়ারি নিয়ে আমার কোনও আয়োজন থাকে না। ভাবনাতেও এটা নেই।’

কিছু দিন আগেই স্ত্রী-সন্তানকে নিয়ে সপ্তাহব্যাপী ট্যুর সেরে এসেছেন সাইমন। তার ভাষ্য, ‘যদি ১৪ ফেব্রুয়ারি বিশেষ কিছু হতো আমার কাছে, তাহলে আমরা এই উপলক্ষেই ঘুরতে যেতাম। কিন্তু আমরা তো কিছু দিন আগেই ঘুরে এসেছি। বান্দরবান, কক্সবাজার, সেন্টমার্টিন, সিলেট অনেক জায়গায় গিয়েছি। এসব বলছি, তার মানে এটা না যে ভালোবাসা দিবস খারাপ কিছু। যারা উদযাপন করেন, তাদের জন্য আমার শুভেচ্ছা, ভালোবাসা রইলো। তারা আনন্দ করুক। কোনও একসময় হয়তো আমিও করার জন্য করেছি।’

সাইমন মনে করেন, বিয়ের ক্ষেত্রে আগে থেকে জানাশোনা বা প্রেম থাকলে ভালো। বিষয়টিকে তিনি ব্যাখ্যা করলেন এভাবে, ‘প্রেম থেকে পরিণয়, এর মাধ্যমে দুজনের বোঝাপড়াটা ভালো থাকে। আর অ্যারেঞ্জ ম্যারেজ তো আমি করিনি, তাই বেশি কিছু বলতেও পারবো না। তবে এটুকু মনে হয়, একজন মানুষকে চিনি না, জানি না, তার সঙ্গে সারা জীবন কাটাতে হবে; এটা একটু কঠিন বটে। এজন্য আমার ভাবনায় চেনা-জানা বা প্রেমের মাধ্যমে বিয়ে করাই শ্রেয়।’

বিমানবন্দরে দুই সন্তানকে নিয়ে সাইমন-দীপা দম্পতি তারকা হওয়ার সুবাদে অনেক ব্যস্ততায় থাকতে হয়। আবার সিনেজগৎ নিয়েও থাকে কারও কারও আপত্তি-সীমাবদ্ধতা। এসব কীভাবে অ্যাডজাস্ট করেন সাইমন-দীপা? জবাবে এই নায়ক বলেন, ‘আমাদের খুব একটা অ্যাডজাস্ট করতে হয় না। কারণ, আমার স্ত্রীর এসব বিষয় নিয়ে কোনও আপত্তি বা ধরাবাঁধা নেই। তাছাড়া পরিবারে আমি যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি। শুটিং আমার কর্ম, সেটা নিয়ে তার কোনও বাধাবিপত্তি নেই। আমাদের বোঝাপড়া আলহামদুলিল্লাহ্‌ ভালো।’

সাইমনের কাছে সবশেষ আবদার ছিল প্রিয়তমা স্ত্রীর জন্য কিছু বলার। তিনি শুধু একটি প্রত্যাশার কথা জানালেন, ‘তাকে তো সারা দিনই বলি (হাসি)। আমাদের সবার স্বপ্ন-লক্ষ্য তো ভালো থাকা। অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমরা ভালো থাকার চেষ্টা করি। তাকে ঘিরে আমার চাওয়া এটাই যে, আল্লাহ যেন আমাদের ভালো রাখেন।’

উল্লেখ্য, সাইমন-দীপা দম্পতির দুই সন্তানের নাম সাদিক মো, সাইয়্যান ও সাদিক মো. সাইয়্যার।

/কেআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
২৪ বছর পরে আবার একসঙ্গে...
২৪ বছর পরে আবার একসঙ্গে...