X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

শাকিব খানের ‘মায়া’ থেকে ‘অব্যাহতি’ নিলেন পূজা!

বিনোদন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২০

খবরটি ‘গলুই’ পরবর্তী সময়ের। যখন বাতাসে বইছিল শাকিব-পূজাকে নিয়ে প্রেমের গুঞ্জন। সেই আবছা গুঞ্জনটিকে আলোতে নিয়ে এলেন শাকিব খান নিজেই।

তার আবেদনে ৬৫ লাখ টাকা অনুদান পায় ‘মায়া’ ছবিটি। গত বছর অক্টোবরের খবর, ছবিটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। আর তাতে শাকিব খানের নায়িকা হবেন পূজা চেরী। তখনই বলেছিলেন পরিচালক, এ দুজনকে নিয়ে মাঠে নামবেন চলতি বছরের মার্চে।

সেই মার্চে পৌঁছানোর দুদিন আগেই ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিলেন পূজা! তারও আগে গত সপ্তাহে আভাস দিলেন প্রযোজক আবদুল আজিজের ঘরে ফিরে। তখনই সবাই বলছিলেন, শাকিব খানের ‘মায়া’ হারাচ্ছেন পূজা।

তবে তেমন ঘোষণা নায়ক-প্রযোজক শাকিব খান দেওয়ার সুযোগ পেলেন না। তার আগেই রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূজা চেরী বেশ স্পষ্ট। বললেন, ‘‘আমি ‘মায়া’ সিনেমাটি করছি না।’’     

এটুকুতেই থামেননি সম্প্রতি প্রযোজক আবদুল আজিজের কবিতার বই কেনার জন্য বইমেলায় ছুটে যাওয়া এই নায়িকা। বললেন, ‘‘বেশ কিছু অনলাইনে দেখছি ‘মায়া’ সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, এই সিনেমা নিয়ে আমার সাথে কোনও প্রকার চুক্তি হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সাথে কথা বলেছিল। কিন্তু, আমি সিনেমাটি করছি না।’’

শাকিব খানের ‘মায়া’ থেকে ‘অব্যাহতি’ নিলেন পূজা! এটাও জানালেন, তার কাছে নায়ক বা সহশিল্পী গুরুত্বপূর্ণ নন। গল্পটাই নাকি আসল! ‘যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করবো, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টি এখানেই শেষ হবে।’

সেটা না-ও হতে পারে। কারণ, গল্প পছন্দ-অপছন্দের একটি ফাঁক তো রয়েই গেলো।

বলা দরকার, আবদুল আজিজের জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে নায়িকা হিসেবে পূজার অভিষেক। মাঝে শাকিব খানের ‘গলুই’ ছবির সূত্র ধরে জাজ থেকে পূজার বিচ্ছেদ ঘটে। সম্প্রতি প্রকাশ্যে ক্ষমা চেয়ে পূজা ফিরে যান পুরোনো ঘরে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু
শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
বিনোদন বিভাগের সর্বশেষ
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’!
কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্নতা’!
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার