X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

শপথ নিলেন টিভি নির্মাতাদের নতুন নেতারা

বিনোদন রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ১৩:৪৯আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৩:৪৯

টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমের নাট্য নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’র নতুন কমিটি গঠিত হয়েছে। গেলো ১০ মার্চ আনুষ্ঠানিক নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেন অনন্ত হীরা (সভাপতি) ও এস এম কামরুজ্জামান সাগর (সাধারণ সম্পাদক)। এবার তারা শপথ গ্রহণের মধ্য দিয়ে সংগঠনের দায়িত্ব কাঁধে নিলেন।

মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হয় শপথগ্রহণ আসর। এতে স্বাচ্ছন্দ্যে অংশ নিয়েছেন বিজয়ী নেতা ও সংগঠনটির সদস্যরা।

শপথগ্রহণ শেষে নতুন সভাপঅতি অনন্ত হীরা বলেছেন, “ডিরেক্টরস গিল্ড আমাদের প্রাণের সংগঠন। আমাদের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার জায়গা। নির্মাতারা ভালোবেসে, বিশ্বাস করে আমাদের ওপর দায়িত্ব দিয়েছেন। আমরা যার যার জায়গা থেকে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে সবাইকে নিয়ে কাজ করে যাবো।”   

শপথগ্রহণ অনুষ্ঠানে বিজয়ী নির্মাতা-নেতারা এর আগে গত ১০ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ডিরেক্টরস গিল্ডের ২০২৩-২৫ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কায়সার আহমেদ, মনোজ সেন গুপ্ত ও আশরাফুল আলম রন্টু। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফিরোজ খান ও রাশেদা আক্তার লাজুক।

সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান, প্রশিক্ষণ ও আর্কাইভ-বিষয়ক সম্পাদক শুভ্র খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ খান, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক তারিক মুহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এস এম শহিদুল ইসলাম রুনু, গাজী আপেল মাহমুদ, দীন মোহাম্মদ মন্টু, নাসির উদ্দিন মাসুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ ও সৈয়দ আওলাদ।

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!