X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রেনেসাঁ’র নতুন গান, সঙ্গে এলিটা

বিনোদন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৩, ১৫:৪৪আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৮:০০

লম্বা বিরতির পর ঈদ উপহার হিসেবে আসছে রেনেসাঁ’র নতুন গান। সঙ্গে বোনাস প্রাপ্তি এলিটা করিমের কণ্ঠ। ‘সাদা কালো নয়, নয় বাদামি’ নামের বিশেষ এই গানের কথা লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী এবং সুর করেছেন পিলু খান।

রেনেসাঁ সদস্যদের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। গানটি প্রকাশ করছে আজব রেকর্ডস।

নতুন গান প্রসঙ্গে গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘গানটিতে মানবতার কথা বলেছি, মানুষের কথা বলেছি। ধর্ম-বর্ণের বাইরে আমাদের মূল পরিচয় মানুষ, সে কথাই এ গানের মূল উপজীব্য।’

শহীদ মাহমুদ জঙ্গী ও এলিটা করিম

এ প্রসঙ্গে ব্যান্ডের অন্যতম সদস্য নকীব খান বলেন, ‘বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এই গান। রেনেসাঁ সবসময় বিষয়ভিত্তিক গানে জীবনের কথা বলেছে, এবারও তারই ধারাবাহিকতা বজায় রেখেছি আমরা।’

দলের আরেক সদস্য পিলু খান বলেন, ‘প্রায় দুবছর পর আমাদের নতুন গান আসছে। ব্যান্ডের দীর্ঘ এই পথচলায় আমরা চেষ্টা করেছি গানে গানে শ্রোতাদের পাশে থাকতে। এক সময় আমরা অ্যালবাম প্রকাশ করতাম। এখন একটি করে গান প্রকাশ পায়। আমরা চেষ্টা করেছি সময়ের সাথে আমাদের পথ চলতে।’

রেনেসাঁ’র সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে এলিটা করিম বলেন, ‘রেনেসাঁ আমার প্রিয় ব্যান্ড। যাদের গান শুনে বড় হয়েছি, তাদের গানে একসঙ্গে কণ্ঠ দিতে পারা আমার জন্য খুবই আনন্দের। আমি সম্মানিত বোধ করছি এই কাজের অংশ হতে পেরে।’

‘সাদা কালো নয়, নয় বাদামি’ গানটি ঈদের আগেই শ্রোতারা শুনতে পাবেন স্বাধীন, আইটিউনস, স্পটিফাইসহ শতাধিক স্ট্রিমিং অ্যাপে। ঈদের তৃতীয় দিন প্রকাশ পাবে এই গানের একটি লিরিক ভিডিও। এমনটাই জানায় আজব রেকর্ডস।

আজব রেকর্ডস সম্প্রতি তাদের দশম বর্ষপূর্তি উপলক্ষে দশ সপ্তাহে দশটি মৌলিক গান প্রকাশের উদ্যোগ নিয়েছে। রেনেসাঁ’র গানটি সেই আয়োজনের একটি অংশ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’