X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২
ঈদ বিশেষ

‘এই কাজটা করছে কিছু কমন মানুষ, যারা বিকারগ্রস্ত’

কামরুল ইসলাম
২৪ এপ্রিল ২০২৩, ০০:৩২আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১০:৩১

সংবাদমাধ্যম থেকে সোশ্যাল হ্যান্ডেলের পাতা খুললেই দেখা যায় খারাপ কিংবা নেতিবাচক খবরের ছড়াছড়ি। সঙ্গে কাদা ছোড়াছুড়ি, বিতর্ক-সমালোচনা আর নিন্দার গল্পগাথা। তারকাদের সামাজিক কিংবা মানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধেও নেতিবাচক শব্দের মিছিল লেগে থাকে হরহামেশা। কিন্তু এসব নেতিবাচক ঝড়ের ভেতরে কি কোনও ইতিবাচক বিষয় নেই? যা নিন্দা-সমালোচনার স্রোতের বিপরীতে ভালো-আলোর দিকে উৎসাহিত করবে ভক্ত কিংবা সমাজকে। থাকলে সেটা কেমন? এবারের ঈদ বিশেষ আয়োজনে শোবিজ তারকাদের কাছ থেকে তেমন কিছুই জানার চেষ্টা করেছে বাংলা ট্রিবিউন। এ পর্বে রইলো অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশের দৃষ্টিভঙ্গি।

তিনি বললেন, ‘আমি অনেক দিন আগে একটা বইতে পড়েছিলাম যে কেউ যদি আপনাকে একটি গালি দেয়, আপনি সেটাকে ব্যক্তিগতভাবে নেবেন না। কারণ, ওটা তার অ্যাটিটিউড, আপনার না। আমার মনে হয় সমাজে যারা নেগেটিভিটি ছড়ায়, এটা আসলে তাদেরই অ্যাটিটিউড।’ 

‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা আরও বলেন, ‘‘ডাকবাক্স ফাউন্ডেশন’-এর মাধ্যমে এতিম-অসহায় শিশুদের কাছে খাবার পৌঁছে দিচ্ছি, এতে আমার কাছে আনন্দ লাগে। ঈদের জন্য আমি দশটা কাজ না করে, দুইটা কাজ সিরিয়াসলি করেছি, এগুলো হলো ‘বিদেশ’ ও ‘হোটেল রিল্যাক্স’। মানুষকে বিনোদিত করার জন্য। এটা আমার কাছে পজিটিভ দিক।”

জিয়াউল হক পলাশ পলাশের মতে, নেতিবাচকতা থেকে পুরোপুরি পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। এটি যুগে যুগে ছিল, থাকবে। তবে ইতিবাচক চর্চা বাড়াতে হবে। তার ভাষ্য, ‘কোনও নেগেটিভ বিষয়ে আমি কর্ণপাত করি না। এটাই আমার পজিটিভ দিক। আমার কাছে মনে হয়, নিজের মধ্যে যদি এটা খুঁজে বের করতে পারি, তাহলে সবাই এমনিতেই পজিটিভ হয়ে যাবে। আর যারা নেগেটিভ চর্চা করে, তাদের আমলে না নিলে, তাদের পাত্তা না দিলে বাদবাকি যা থাকবে, সেটাই কিন্তু পজিটিভ। ভালো কাজের মধ্যেও মানুষ হা হা দিচ্ছে, সমালোচনা করছে। এসব থেকে পরিত্রাণের উপায় নেই। যুগে যুগে এটা থাকবেই। আমাদের দেশের ক্রিকেটার, বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার, তাকেও কিন্তু আমরা গালি দিতে ছাড়ি না! প্রধানমন্ত্রীকে নিয়েও কটু কথা বলতে ছাড়ি না। সবাইকে নিয়েই এমনটা হচ্ছে। আর এই কাজটা করছে কিছু কমন মানুষ, যারা বিকারগ্রস্ত। যাদের কোনও কাজ নেই, তারাই এসব করে।’

এবারের ঈদে পলাশকে দেখা যাচ্ছে দুটি কনটেন্টে। এরমধ্যে একটি হলো নাটক ‘বিদেশ’, অন্যটি ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। দুটি প্রজেক্টই নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি।
 
এগুলো নিয়ে পলাশের মন্তব্য, ‘দুইটা কাজই জানপ্রাণ দিয়ে করা। এগুলোর জন্য কিন্তু অন্য কোনও কাজ করতে পারিনি। মানুষ যখন দেখতে বসবে, সবাই পরিবার নিয়ে, ফুর্তি নিয়ে কাজগুলো দেখতে পারবেন।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
পলাশের উপহারে আপ্লুত তারিক আনাম খান
পলাশের উপহারে আপ্লুত তারিক আনাম খান
‘সন্ধ্যা ৭টা’য় ফিরছেন নির্মাতা পলাশ!
‘সন্ধ্যা ৭টা’য় ফিরছেন নির্মাতা পলাশ!
তারকাবহুল চার সিনেমা, দেখা যাবে ২৯ টাকায়
তারকাবহুল চার সিনেমা, দেখা যাবে ২৯ টাকায়
টাকা দিয়ে ‘অসময়’ দেখেছেন তিন লক্ষাধিক দর্শক!
টাকা দিয়ে ‘অসময়’ দেখেছেন তিন লক্ষাধিক দর্শক!
বিনোদন বিভাগের সর্বশেষ
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
বিদেশি সিনেমার ওপর ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপ!
বিদেশি সিনেমার ওপর ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপ!
‘আমাদের সিনেমা দেখে বিদেশিরা হাসেন’
‘আমাদের সিনেমা দেখে বিদেশিরা হাসেন’
এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়!
এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়!
নতুন কিতাবে ফিরছেন পুরনো রানি!
নতুন কিতাবে ফিরছেন পুরনো রানি!