X
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
১৬ অগ্রহায়ণ ১৪৩০
৭৬তম কান উৎসব

কান উৎসবে ফারুকী আর আশরাফুল-সাকিবের নাম!

মাহমুদ মানজুর, কান (ফ্রান্স) থেকে
মাহমুদ মানজুর, কান (ফ্রান্স) থেকে
২৪ মে ২০২৩, ০৯:১৩আপডেট : ২৬ মে ২০২৩, ১২:৪৩

ভারতের আগ্রা। এই জায়গার নাম শুনলেই গোটা বিশ্বের মানসপটে ভেসে ওঠে একটাই নাম। হুম, যা ভেবেছেন তাই– তাজমহল। তবে এবারের কান চলচ্চিত্র উৎসবে সেই ধারণায় খানিক পরিবর্তন কিংবা সংযোজন ঘটানোর চেষ্টা করছেন ভারতীয় নির্মাতা কানু বেহেল। যিনি এর আগে ‌‘তিতলি’ নির্মাণ করে কানসহ বিশ্বের নামকরা অনেক উৎসবে প্রশংসিত ও সম্মানিত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) বিকালে ভারতীয় প্যাভিলিয়নে কানু বেহেল ও ছবিটির প্রধান অভিনেতা মুহিত আগারওয়ালের সঙ্গে বাংলা ট্রিবিউন প্রতিনিধির সরাসরি কথা হয় নানান বিষয়ে। যে আলাপের মধ্য দিয়ে উঠে আসে তাদের ছবি ‘আগ্রা’র প্রসঙ্গ। কান উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে বুধবার (২৪ মে) রাতে (কান সময় রাত সাড়ে ৮টা) পালে দে ফেস্টিভ্যাল ভবনের থিয়েটার ক্রয়েজেটে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে।

ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গও। কান টানলে মাথা আসার মতো! আলাপে তেমনি উঠে এলো বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসানের নাম।

বাংলাদেশের ব্যাপারে ইংরেজি প্রশ্ন শুনেই যেন মুগ্ধতার হাসি কানু বেহেলের চোখেমুখে। বললেন, ‌‘আমি কলকাতায় চার বছর ছিলাম। ফলে একটু একটু বাংলা বলতে পারি।’

এরপর যেন আগল খুলে দিলেন কানু বেহেল। বললেন, ‘আমি সবসময় ঢাকায় যেতে চাই। আবিষ্কার করতে চাই দেশটির সৌন্দর্য। এখনও সেই সুযোগটা হয়নি। হয়ে যাবে আশা করছি।’

বাংলাদেশের সিনেমা নিয়ে আপনার কোনও অভিজ্ঞতা আছে কী? তার উত্তর, “অবশ্যই। ২০২১ সালে ‘রেহানা মরিয়ম নূর’ এসেছিল। সেটা আমি কানেই দেখেছি। অসাধারণ সিনেমা। এর বাইরে বাংলাদেশের সিনেমা বলতে আমি বুঝি মোস্তফা সরয়ার ফারুকীকে। তিনি সম্ভবত দেশটির অন্যতম সিনেমা নির্মাতা। আমি মনে করি, এখন বাংলাদেশ তথা ঢাকা হচ্ছে ক্রমবর্ধনশীল ফিল্মের অন্যতম স্থান। বাংলাদেশের সিনেমা এখন অনেক এগিয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও দারুণ সব সিনেমা নির্মাণ করছে। এটা ভালো লাগার বিষয়।”

কথা বলছিলেন কানু বেহেল

এরপরই কথা হয় কানু বেহেলের পাশে বসে থাকা ‘আগ্রা’ সিনেমার অন্যতম অভিনেতা মুহিত আগারওয়ালের সঙ্গে। তাকেও বাংলাদেশের ব্যাপারে প্রশ্ন করায় বললেন, ‘আমি বাংলাদেশের সিনেমা সম্পর্কে খুব বেশি জানি না। এটা বলতে দ্বিধা নেই। তবে অনেক আগে একটা ছবি দেখেছি। দারুণ লেগেছে। কিন্তু সিনেমার নাম এখন মনে পড়ছে না। তবে বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে। আমি লন্ডনে পড়াশোনা করেছি, সেই সূত্রে প্রচুর বাংলাদেশি বন্ধু পেয়েছি। সেই সূত্রে আমি বাংলাদেশ নিয়ে খুবই আগ্রহী। কখনও দেশটিতে ঘুরতে যেতে পারলে ভালো লাগবে।’

মঙ্গলবার (২৩ মে) বিকালে কানসৈকতের ভারতীয় প্যাভিলিয়নের খোলা পাটাতনে দাঁড়িয়ে বাংলাদেশ সম্পর্কে এখানেই দাঁড়ি টানেননি ‘আগ্রা’র মুহিত। টেনে আনলেন বাংলাদেশের ক্রিকেট। বললেন, ‘আমি মূলত ক্রিকেট-পাগল মানুষ। আর বাংলাদেশও আমার মতো, হিউজ ক্রিকেট প্লেয়িং নেশন। পুরনোদের মধ্যে আশরাফুল আর নতুনদের মধ্যে সাকিব আল হাসানের ভক্ত আমি। তাদের প্রচুর ম্যাচ দেখেছি এবং মুগ্ধ হয়েছি।’

কানসৈকতে টিম ‘আগ্রা’

এবারের কান উৎসবে ভারতের অনেক বড়-ছোট তারকা লালগালিচা মাড়ালেও শত কোটি মানুষের দেশ থেকে সিনেমা এসেছে মাত্র তিনটি- ‘কেনেডি’, ‘আগ্রা’ ও ‘ঈশানু’। এরমধ্যে কদরের বিচারে উৎসবে এগিয়ে আছে ডিরেক্টরস ফোর্টনাইটে জায়গা নেওয়া কানু বেহেলের ‘আগ্রা’। যদিও সানি লিওনির সুবাদে অনুরাগ কাশ্যাপের ‘কেনেডি’ও কম আলোচনায় নেই। ছবিটি আছে উৎসবের মিডনাইট স্ক্রিনিংয়ে।

‘আগ্রা’ ছবিটির মধ্য দিয়ে তাজমহল-খ্যাত আগ্রাকে কানু বেহেল পর্দায় তুলে এনেছেন নতুন পরিচয়ে। যে পরিচয়টি তাজমহলের সৌন্দর্যের আড়ালে বিলুপ্তপ্রায়। তার ভাষায়, ‘‘একটা সময় আগ্রায় ছিল ভারতের সবচেয়ে বড় ‘পাগলখানা’। যেখানে অসংখ্য মানুষ ‘মেন্টাল অ্যাসাইলাম’ নিতো। যদিও ছবিটির গল্প সেই পাগলখানায় সীমাবদ্ধ নেই। এর গল্পটা অনেকটা আমাদের সেক্সুয়াল লাইফ সম্পর্কে জানা এবং মানসিক প্রশান্তি খোঁজার চেষ্টা। তবে ছবিটার গল্প যাই হোক, এর আইডিয়াটা এসেছে আগ্রার পাগলখানা থেকে। সেটিকে আমি গ্লোবালাইজ করার চেষ্টা করেছি।’’

‘আগ্রা’র চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। এতে মুহিত আগারওয়াল ছাড়াও অভিনয় করেছেন রাহুল রায়, প্রিয়াঙ্কা বোস, রুহানি শর্মা, ভিবা চিবের, সোনাল ঝা, আঁচল গোস্বামি প্রমুখ।

ছবিটি নিয়ে কান থেকে নির্মাতার প্রত্যাশা কেমন? কিংবা এ নিয়ে প্রিমিয়ারের আগে চাপ অনুভব করছেন কিনা। কানু বেহেলের সোজাসাপ্টা কথা, ‘এখানে চাপের কিছু নেই। আপনি একটা সিনেমা বানিয়েছেন, সেটি এমন একটি উৎসবের মাধ্যমে গোটা বিশ্বের সঙ্গে শেয়ার করতে পারছেন। আমি সেভাবেই ভাবছি। আমার গল্পটা শেয়ার কতে পারছি। এটাই আমার কাছে বড় প্রশান্তি।’

‘আগ্রা’ ছবির তিন কর্তা- শিল্পি নির্দেশক, অভিনেতা ও নির্মাতা

ছবিটির গল্প মূলত সেক্স লাইফ ও মানসিক অবকাশ নিয়ে। সেই সঙ্গে এসেছে আগ্রার পাগলখানা! তাজমহল নয় কেন? প্রশ্নটি কানু বেহেলের প্রতি থাকলেও তিনি ঠেলে দেন পাশে দাঁড়ানো ছবির প্রধান অভিনেতা মুহিত আগারওয়ালের দিকে। যিনি এতে অভিনয় করেছেন গরু চরিত্রে। প্রশ্নের জবাবে অভিনেতা বললেন, “মানুষ আগ্রাকে জানে ভালোবাসার প্রতীকী শহর হিসেবে। কারণ এখানে আছে তাজমহল। ফলে সিনেমার শুটিং শুরুর পর থেকে এই প্রশ্ন আমাদের শুনতে হচ্ছে– হোয়াই আগ্রা, হোয়াই নট দ্য তাজমহল? এর জবাব একটাই। আমরা সবাই আগ্রার তাজমহল সম্পর্কে জানি। কিন্তু এটা জানি না অনেকেই, ভারতের সবচেয়ে বড় ‘ম্যাড হাউজ’ ছিল এখানে। ফলে তাজমহল আর ম্যাড হাউজের একটা মেটাফোরিক সংযোগ রয়েছে এই ছবিতে। সেটা না দেখলে আসলে বলা মুশকিল।”

ফের কানু বেহেলের কাছে ফেরা, সাম্প্রতিক একটি সোশ্যাল হ্যান্ডেল ট্রেন্ড দেখে। ৭৬তম কান উৎসব শুরুর পর থেকে এবারই প্রথম একটা বিষয় নিয়ে খুব চটকদার আলাপ হচ্ছে; এই উৎসব কি সিনেমার নাকি লালগালিচায় পোশাক প্রদর্শনের! কানু কী মনে করেন? জবাবে নির্মাতা বললেন, ‘দেখুন এসব আলাপ এটাই প্রথম নয়। অনেকদিন ধরেই হচ্ছে। উৎসবটি শুধু অভিনয় নিয়ে নয়; এখানে গ্ল্যামার থাকবে, ফ্যাশন থাকবে, গল্প থাকবে, টেকনিক্যাল প্রতিযোগিতা থাকবে। সব মিলিয়েই কিন্তু সিনেমা। আপনি কিছুই উপেক্ষা করতে পারবেন না। এটা তো সব ধরনের সিনেমাকে উদযাপনের একটা ছাতা। ফলে লালগালিচা কিংবা তারকাদের ফ্যাশন গুরুত্বপূর্ণ একটা অংশ। আমি এটাকে স্বাগত জানাই।’

পোস্টারে ‘আগ্রা’

ঢাকা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে কানসৈকতে বসে সিনেমা নিয়ে আলাপচারিতায় বাংলাদেশের ক্রিকেট যেন ঠান্ডা হাওয়ায় এক চিলতে রোদ হয়ে ধরা দিলো। সিনেমা বলি আর ক্রিকেট বলি, সবই যে বিনোদন!

/জেএইচ/
সম্পর্কিত
কানে গিয়ে যা শিখলেন সারা আলি খান
কানে গিয়ে যা শিখলেন সারা আলি খান
স্বর্ণপাম জিতলেন ফরাসি নারী
স্বর্ণপাম জিতলেন ফরাসি নারী
বিনোদন বিভাগের সর্বশেষ
নির্বাচন থামালো ব্যান্ড মিউজিক ফেস্ট!
নির্বাচন থামালো ব্যান্ড মিউজিক ফেস্ট!
ফারুকী-তিশার গল্পে নিজেকে খুঁজে পাওয়া...
ফারুকী-তিশার গল্পে নিজেকে খুঁজে পাওয়া...
এবার ‘ইয়াং স্টার’ হলেন ঢাকার অন্তু
এবার ‘ইয়াং স্টার’ হলেন ঢাকার অন্তু
গুঞ্জন ছিল প্রেমের, নায়িকা দিলেন বিয়ের খবর!
গুঞ্জন ছিল প্রেমের, নায়িকা দিলেন বিয়ের খবর!
শুক্রবার দেশে মুক্তি পাচ্ছে না ‘অ্যানিমেল’
শুক্রবার দেশে মুক্তি পাচ্ছে না ‘অ্যানিমেল’