X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

স্থিরচিত্রে ঐশীর বিয়ের নানান মুহূর্ত

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০২৩, ১৪:৪০আপডেট : ০৭ জুন ২০২৩, ১৩:১৪

বাগদানের দুই মাস পর বিয়েটা সারলেন কণ্ঠশিল্পী ঐশী। শুক্রবার (২ জুন) রাতে রাজধানীর গুলশানে একটি কনভেনশন হলে জমকালো আয়োজনে সম্পন্ন হয় তার বিয়ে। এতে কনে-বরের পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগীতাঙ্গনের অনেক তারকা।
 
নব দম্পতির সঙ্গে টিনা রাসেল (ডানে) ও মৌসুমী ঐশীর বরের নাম আরেফিন জিলানী সাকিব। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করছেন। অন্যদিকে ঐশীও এমবিবিএস সম্পন্ন করে চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন একটি বেসরকারি হাসপাতালে। তাদের দুজনের বছর দুয়েকের পরিচয়, পরিণয়। এবার তা পূর্ণতা পেলো।
 
নতুন দম্পতি সই করছেন বিয়ের খাতায় ঐশী-সাকিবের বিয়েতে দেখা গেছে নন্দিত গীতিকবি কবির বকুল, নির্মাতা আশফাক নিপুণ, গায়িকা টিনা রাসেল, এলিটা করিম, রন্টি, বাঁধন সরকার পূজা, ঝিলিক, লুইপা, আয়েশা মৌসুমী, গায়ক জয় শাহরিয়ার, কৌশিক হোসেন তাপস, সাব্বির জামান, গীতিকবি-সাংবাদিক রবিউল ইসলাম জীবন, জাহিদ আকবর, এ মিজানসহ আরও অনেককে।
 
বর-কনের সঙ্গে আলমগীর ও লুইপা দম্পতি বিয়ের আসরে নিজের পরিচয়ের সাক্ষর রাখতে ভুললেন না ঐশী। হ্যাঁ, মাইক্রোফোন হাতে নিয়ে গান গেয়েছেন তিনি। একা নন, সঙ্গে রেখেছেন স্বামী সাকিবকেও। তারা দুজনে মিলে গেয়েছেন লুইপা ও পাপনের গাওয়া ‘হারিয়ে গেলাম’ শিরোনামের গানটি।

স্বামীর গাল টেনে দিলেন দুষ্টু ঐশী নতুন জীবনের সূচনায় শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনা চেয়েছেন ঐশী। বলেছেন, ‘দোয়া করবেন সবাই আমাদের জন্যে। যেন সামনের পথ সুন্দর হয়। ভালো থাকতে পারি।’

পাশে উপস্থাপিকা মৌসুমী মৌ গান ও চিকিৎসা দুই ভুবনেই মেধার সাক্ষর রেখে চলেছেন ঐশী। ‘দুষ্টু পোলাপাইন’ ও ‘গাড়ির মেকানিক’ শিরোনামে দুটি হিট গান উপহার দিয়েছেন কিছু দিন আগে। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এ সেরা গায়িকার পুরস্কারটি নিজের করেছেন এই তরুণী। বর-কনের সঙ্গে সাংবাদিকের দল বর-কনের সঙ্গে সাংবাদিক জিয়া ও কণ্ঠশিল্পী কোনাল দম্পতি বর-কনেকে ঘিরে আগত অতিথিদের একাংশ ছেলেকে নিয়ে সঞ্চালক শ্রাবণ্য তৌহিদা কণ্ঠশিল্পী সাব্বিরের সেলফিতে... সঙ্গে গীতিকবি রবিউল ইসলাম জীবন সঙ্গে ঐশীর ছোট দুই ভাই ঐশীর সঙ্গে কণা অতিথির সারিতে জয় শাহরিয়ার, এলিটা করিম, রাসেল মাহমুদ ও আশফাক নিপুণ সঙ্গে ঝিলিক অতিথির সারি থেকে শফিক তুহিনের সেলফিতে গীতিকবি, কণ্ঠশিল্পী ও সাংবাদিক সঙ্গে পুতুল মালা বদল

/কেআই/এমএম/
সম্পর্কিত
অন্যভাবে গায়িকা ঐশীকে উপস্থাপন
অন্যভাবে গায়িকা ঐশীকে উপস্থাপন
ঐশীর কণ্ঠে বিশালের গান
ঐশীর কণ্ঠে বিশালের গান
হাসতে হাসতে খুন ঐশী, প্রকাশ করলেন হবু বরের ছবি
হাসতে হাসতে খুন ঐশী, প্রকাশ করলেন হবু বরের ছবি
ঐশী-সাকিবের আড়াই বছরের পরিচয়, অবশেষে আংটিবদল
ঐশী-সাকিবের আড়াই বছরের পরিচয়, অবশেষে আংটিবদল
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথমবার কানের স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতায় বাংলাদেশ
প্রথমবার কানের স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতায় বাংলাদেশ
আগুন জ্বালিয়ে ফিরলেন আরিফিন শুভ
আগুন জ্বালিয়ে ফিরলেন আরিফিন শুভ
‘তাকদীর’ ও ‘কারাগার’ সফলতার পর ‘গুলমোহর’
‘তাকদীর’ ও ‘কারাগার’ সফলতার পর ‘গুলমোহর’
ঈদ পেরিয়ে ‘মেঘের বৃষ্টি’
ঈদ পেরিয়ে ‘মেঘের বৃষ্টি’
যুক্তরাষ্ট্রের মঞ্চে গাইবেন মৌসুমী
যুক্তরাষ্ট্রের মঞ্চে গাইবেন মৌসুমী