X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

হাসতে হাসতে খুন ঐশী, প্রকাশ করলেন হবু বরের ছবি

সুধাময় সরকার
০৩ এপ্রিল ২০২৩, ১৭:৫৬আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৯:৪৯

ইন্ডাস্ট্রিজুড়ে অনেক অস্বস্তির খবরের ভিড়ে রবিবার (২ এপ্রিল) দিনগত মধ্যরাতে স্বস্তি এনে দিলেন কণ্ঠশিল্পী ঐশী। প্রকাশ করলেন আংটিযুক্ত দুটো হাতের ছবি। এরপর মায়ের বরাতে জানালেন, বিয়েবন্ধনে আবদ্ধ হচ্ছেন আড়াই বছরের প্রেমিক সাকিবের সঙ্গে। তারই প্রাথমিক কার্যক্রম হলো আংটিবদল।

তবে এর বাইরে বরের ছবি প্রকাশ কিংবা বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত জানাতে খুবই দ্বিধা অথবা লজ্জায় ছিল ঐশী পরিবার। বিষয়টি নিয়ে মা নাসিমা মান্নান খানিক কথা বললেও কোনও মন্তব্য করেননি ঐশী।

এমন দ্বিধাময় ১৮ ঘণ্টা পার করে সোমবার (৩ এপ্রিল) বিকালে আংটিবদলের দুটো ছবি পাঠালেন বাংলা ট্রিবিউন বরাবর। যে দুটি ছবি ধারণ করা হয়েছে রবিবার দিনগত রাতে আংটির টেবিলে ঐশীর বাসায়। এতে ঐশী ও সাকিবকে পাওয়া গেছে গোলাপি পোশাকে ‘হাসতে হাসতে খুন’ আবহে।

জানালেন প্রতিক্রিয়াও। বাংলা ট্রিবিউনকে ঐশী বললেন, ‘দোয়া করবেন সবাই আমাদের জন্যে। যেন সামনের পথ সুন্দর হয়। ভালো থাকতে পারি।’

কিন্তু আংটিবদলই তো বিয়ে নয়! রয়েছে আরও আনুষ্ঠানিকতা। হলুদ, মেহেদি পেরিয়ে কবুল বলার মাহেন্দ্রক্ষণ। করতে হবে বৌভাতও! সেসব তাহলে কবে? ঐশী বললেন, ‘ঈদের পর সবই চূড়ান্ত হবে। সবাইকে জানাবো। এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।’

প্রশ্ন আসতে পারে কোন ঈদ! ঐশী ভরসা দিয়েছেন এই বলে, রোজার ঈদ।

আংটিবদলের মাহেন্দ্রক্ষণ এর আগে গতরাতে ঐশীর মা নাসিমা মান্নান বাংলা ট্রিবিউনকে জানান, চিকিৎসক ঐশীর হবু বরের নাম আরেফিন জিলানী সাকিব। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে চাকরি করছেন একটি ওষুধ কোম্পানিতে। দুজনার মধ্যকার পরিচয় প্রায় আড়াই বছরের। অবশেষে দুই পরিবারের সম্মতিতে রবিবার রাতে হয়ে যায় আংটিবদলের আনুষ্ঠানিকতা।

বললেন, ‘ওদের পরিচয় ছিল দুই আড়াই বছরের। দুজনার পছন্দ ছিল। পরে পারিবারিকভাবে আমরা এক হলাম। শুভ কাজের সিদ্ধান্ত নিলাম। সে হিসেবেই অনেকটা হুট করে রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করবো। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই।’ 

বলা দরকার, ঐশীর ক্যারিয়ার গ্রাফটি বিস্ময়কর অথবা মুগ্ধতার। কারণ, ধারাবাহিক গান গাওয়া, প্রকাশ করা আর মঞ্চ মাতানোর পাশাপাশি ঐশী কোন ফাঁকে কঠিনতম এমবিবিএস পাস করেছেন সেটি অনেকেই টের পাননি। শহরের এম এইচ শমরিতা মেডিকেল কলেজ থেকে তিনি ২০২১ সালে চিকিৎসাবিদ্যার এই স্বীকৃতি লাভ করেন। মাঝে এক বছরের প্র্যাকটিস সেশন শেষ করে গত বছরের ২ নভেম্বর যোগ দেন রাজধানীর শমরিতা হাসপাতালে। দায়িত্ব পান কার্ডিওলজি বিভাগের সিসিইউতে মেডিক্যাল অফিসারের।

সম্প্রতি ঐশী পর পর দুটি হিট গান উপহার দেন। এর একটি ‘দুষ্টু পোলাপাইন’, অন্যটি ‘গাড়ির ম্যাকানিক’। গান দুটিতে যথাক্রমে মডেল হন বলিউডের দুই নায়িকা সানি লিওনি ও ওয়ারিনা হুসাইন। তারও আগে তরুণ গায়িকা ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০। মঞ্চে ঐশী

আরও পড়ুন:

ঐশী-সাকিবের আড়াই বছরের পরিচয়, অবশেষে আংটিবদল

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অন্যভাবে গায়িকা ঐশীকে উপস্থাপন
অন্যভাবে গায়িকা ঐশীকে উপস্থাপন
ঐশীর কণ্ঠে বিশালের গান
ঐশীর কণ্ঠে বিশালের গান
স্থিরচিত্রে ঐশীর বিয়ের নানান মুহূর্ত
স্থিরচিত্রে ঐশীর বিয়ের নানান মুহূর্ত
ঐশী-সাকিবের আড়াই বছরের পরিচয়, অবশেষে আংটিবদল
ঐশী-সাকিবের আড়াই বছরের পরিচয়, অবশেষে আংটিবদল
বিনোদন বিভাগের সর্বশেষ
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য