X
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
৩০ চৈত্র ১৪৩০

ঐশীর কণ্ঠে বিশালের গান

বিনোদন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৩

শব্দ-উপমায় নিজেকে মেলে ধরছিলেন ক্রমশ। গুণী শিল্পীদের কণ্ঠে উঠে আসছিল তার লেখা গান। কিন্তু গেলো বছরের নভেম্বরে হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় চলে যান না ফেরার দেশে। তরুণ সেই গীতিকবির নাম ওমর ফারুক বিশাল।

চলে গেলেও বিশালের বহু গান অপ্রকাশিত রয়ে গেছে। তেমনই একটি গান এবার এলো প্রকাশ্যে। যেটাতে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তরুণ গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী। গানের শিরোনাম ‘গর্জন’। এটি মূলত রাজনৈতিক ভাবনার গান।

মুরাদ নূরের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। রাইসুল তমাল পরিচালিত নুসরাত ইমরোজ তিশা ও মুশফিক ফারহান অভিনীত ‘আদা সমুদ্দুর’ নাটকে গানটির অংশবিশেষ প্রকাশিত হয়েছিল। এবার পুরো গানটি এলো অন্তর্জালে।

গান এবং বিশাল প্রসঙ্গে ঐশী বলেন, “মুরাদ নূর ভাই অফার করতেই রাজি হই। আমাদের আগের প্রকাশিত অন্য গানগুলো বেশ প্রশংসিত, ‘স্টেশন-২’-তো মেরিল প্রথম আলো পুরস্কার এনে দিলো। ‘গর্জন’ গাইতে গিয়েই বিশাল ভাইয়ের সঙ্গে পরিচয়। একজন শতভাগ কাব্যিক মানুষ ছিলেন তিনি। মজার বিষয় হলো, গানটিতে আমি সম্মানি নেইনি। নিজস্ব বোধ থেকেই গেয়েছি।”

সুরকার মুরাদ নূর জানান, এই গান করতে গিয়েই বিশালের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর আরও একাধিক গান করেছেন তারা একসঙ্গে। তবে ‘গর্জন’ এলো শেষে, বিশালের মৃত্যুর পর। প্রয়াত গীতিকবি বন্ধুকে নিয়ে তিনি বলেন, ‘গানটির প্রতিটি শব্দ প্রমাণ করেছে বিশাল কে। আমরা কী হারিয়েছি! বিশালের জন্য অনেক দোয়া। শিগগিরই ওর কথায় আরও কিছু গান প্রকাশ করবো।’

গানের লিংক: 

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
স্থিরচিত্রে ঐশীর বিয়ের নানান মুহূর্ত
স্থিরচিত্রে ঐশীর বিয়ের নানান মুহূর্ত
হাসতে হাসতে খুন ঐশী, প্রকাশ করলেন হবু বরের ছবি
হাসতে হাসতে খুন ঐশী, প্রকাশ করলেন হবু বরের ছবি
ঐশী-সাকিবের আড়াই বছরের পরিচয়, অবশেষে আংটিবদল
ঐশী-সাকিবের আড়াই বছরের পরিচয়, অবশেষে আংটিবদল
গানের মঞ্চ থেকে হৃদরোগীদের সেবায়
ঐশীর নতুন জীবনগানের মঞ্চ থেকে হৃদরোগীদের সেবায়
বিনোদন বিভাগের সর্বশেষ
দেশে নতুন মিউজিক প্ল্যাটফর্ম, শুরুতেই ‘বৈশাখী ঝড়’
দেশে নতুন মিউজিক প্ল্যাটফর্ম, শুরুতেই ‘বৈশাখী ঝড়’
বলিউড: ঈদের ছবি কেমন চলছে
বলিউড: ঈদের ছবি কেমন চলছে
আমেজ নেই, তবু ঈদে এলো যেসব গান
আমেজ নেই, তবু ঈদে এলো যেসব গান
ঈদের তৃতীয় দিন: দেখতে পারেন যেসব নাটক
ঈদের তৃতীয় দিন: দেখতে পারেন যেসব নাটক
কোক স্টুডিও বাংলায় জয়া আহসান!
কোক স্টুডিও বাংলায় জয়া আহসান!