X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

অন্যভাবে গায়িকা ঐশীকে উপস্থাপন

বিনোদন রিপোর্ট
১৪ জুন ২০২৪, ১৭:১৫আপডেট : ১৪ জুন ২০২৪, ১৯:১৮

ঈদ উৎসবকে সামনে রেখে লিভিং রুম সেশনে এবার প্রখ্যাত বাউল আবুল সরকারের গান কণ্ঠে তুলেছেন ঐশী। ‘তুমি যাইয়ো না বন্ধু রে’ শিরোনামে গানটির নতুন সংগীতায়োজন করেছেন পাভেল আরিন। বাজিয়েছেন একঝাঁক তরুণ। যে গানের মাধ্যমে ঐশীকে পাওয়া গেছে ভিন্ন গায়কিতে।

টাইম জোন নিবেদিত লিভিং রুম সেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হলো বৃহস্পতিবার (১৩ জুন)।

লিভিং রুম সেশনে গাওয়ার অভিজ্ঞতা জানালেন ঐশী, ‘পাভেল ভাইয়ের সঙ্গে গান করতে গেলে শুধু কাজই হয় না, ফান হয়, অনেক কিছু শেখাও হয়। লিভিং রুম সেশন-এ গাইতে গিয়ে সত্যিই মনে হয়েছে কোনও লিভিং রুমে বসে আড্ডার ছলেই গানটি করেছি। দারুণ অভিজ্ঞতা।’
 
তরুণ প্রজন্মের শিল্পীদের মধ্যে সংগীত পরিচালক পাভেল আরিনের অন্যতম প্রিয় শিল্পী ঐশী। এমনটাই জানালেন তিনি। ঐশীকে দিয়ে কোন গানটি গাওয়াবেন এমন চিন্তার জট খুলে দেন সতীর্থ সংগীত পরিচালক জাহিদ নিরব।

পাভেল আরিন ‘আমরা পরিকল্পনা করেছিলাম ঐশী সবসময় যেভাবে গান করে সে স্টাইল থেকে বের করে এনে একটু অন্যভাবে তার গায়কি উপস্থাপন করার। আইরিশ ব্লুগ্রাস প্যাটার্নে মিউজিকটা করার চেষ্টা করেছি। আর বাউল আবুল সরকার এমন একজন দার্শনিক ও শিল্পী, তাদের মতো সাধকদের নিয়ে কথা বলার সাহস আমার নেই। গানের কথায় এমন গভীর দর্শন ও জীবনবোধ, গানটি করতে ভালো লাগার মাত্রা অনেকটা বাড়িয়ে দিয়েছে’, বললেন পাভেল আরিন।

লিভিং রুম সেশনে এর আগে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, শচীন দেব বর্মণ, হাসান মতিউর রহমান ও গীতিকার মোয়াজ্জেম হোসেনের গান। প্রখ্যাত গুণী শিল্পী ও তরুণ শিল্পীদের সমন্বিত এ প্ল্যাটফর্মে  প্রকাশিত গানগুলোতে দেখা গেছে মুজিব পরদেশী, কণা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব, ইন্নিমা ও মাশা ইসলামকে। ঐশী ও মিউজিশিয়ান দল

গানগুলোর অডিও প্রোডাকশন করেছে বাটার কমিউনিকেশন। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট। পিআর পার্টনার ইষ্টিশন কমিউনিকেশনস।

নতুন গানটির লিংক:

 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঐশীর কণ্ঠে বিশালের গান
ঐশীর কণ্ঠে বিশালের গান
স্থিরচিত্রে ঐশীর বিয়ের নানান মুহূর্ত
স্থিরচিত্রে ঐশীর বিয়ের নানান মুহূর্ত
হাসতে হাসতে খুন ঐশী, প্রকাশ করলেন হবু বরের ছবি
হাসতে হাসতে খুন ঐশী, প্রকাশ করলেন হবু বরের ছবি
ঐশী-সাকিবের আড়াই বছরের পরিচয়, অবশেষে আংটিবদল
ঐশী-সাকিবের আড়াই বছরের পরিচয়, অবশেষে আংটিবদল
বিনোদন বিভাগের সর্বশেষ
আরব কনসার্টে রকস্টার জেমস
আরব কনসার্টে রকস্টার জেমস
চঞ্চল-শাকিবের পর নিশোর নায়িকা!
চঞ্চল-শাকিবের পর নিশোর নায়িকা!
‘মামলা দেওয়ার প্রবণতার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ দরকার’
‘মামলা দেওয়ার প্রবণতার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ দরকার’
প্রাগে পুরস্কৃত বাংলাদেশের ‘নট আ ফিকশন’
প্রাগে পুরস্কৃত বাংলাদেশের ‘নট আ ফিকশন’
প্রতিযোগিতার আসন থেকে বিচারকের চেয়ারে!
কান উৎসব ২০২৫প্রতিযোগিতার আসন থেকে বিচারকের চেয়ারে!