X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দশক পেরিয়ে যা বললেন ‘বিটিএস’ সদস্যরা

কামরুল ইসলাম
১৪ জুন ২০২৩, ০০:০৩আপডেট : ১৪ জুন ২০২৩, ১৩:২৩

বিশ্ব মাতানো কোরিয়ান পপ ব্যান্ড ‘বিটিএস’। ২০১০ সালে ব্যান্ডটি গঠিত হয়েছিল। এর তিন বছর পর ২০১৩ সালের ১৩ জুন তাদের প্রথম অ্যালবাম প্রকাশ হয়। সেই হিসেবে মঙ্গলবার (১৩ জুন) তাদের আত্মপ্রকাশের এক দশক পূর্ণ হয়েছে। এই ১০ বছরে ব্যান্ডটি উপহার দিয়েছে বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান। একাধিক বিশ্বরেকর্ড থেকে বিলবোর্ড দাপট, এমনকি জাতিসংঘ অব্দি পৌঁছে গেছে তাদের উপস্থিতি।
 
‘বিটিএস’র প্রধান সদস্য কিম নামজুন। যিনি আরএম নামে ভক্তদের কাছে পরিচিত। এক দশক পূর্তিতে তিনি বলেছেন, ‘এই পথচলায় অনেক ঝড়বৃষ্টি ছিল এবং ভালোবাসাও ছিল। আমরা নিজস্ব জগত তৈরি করেছি, যেটা অন্য কেউ সম্ভবত বুঝতে পারবে না। আর্মি (বিটিএসের একনিষ্ঠ ভক্তের দল) এবং আরও যারা আমাদের সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ। আমি এমন কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, যেগুলো পুনরায় পারবো না।’

ব্যান্ডটির অন্যতম সদস্য জিমিন একটি খোলা চিঠি দিয়েছেন ভক্তদের উদ্দেশে। সেখানে লিখেছেন, ‘আমি তোমাদের আগেও কয়েকবার বলেছি, কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই কাউকে ভালোবাসা এবং উৎসাহ দেওয়া সহজ নয়। এ কারণেই আমি বুঝতে পারি, আমরা কতটা তোমাদের খুশি করতে পেরেছি। তোমরা, যারা আমাদের এই উৎসাহ দিয়েছো, তোমাদেরও উচিত আনন্দ এবং ভালোবাসা গ্রহণ করা। বুঝতে পেরেছো? আর্মি, যাদের প্রতি আমি কৃতজ্ঞ; চলো অনেক অনেক সময় ধরে আনন্দে থাকি।’

হোয়াইট হাউজে বিটিএস সদস্যরা আরেক সদস্য কিম তায়েয়ুং তথা ভি একটু ভিন্নভাবে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি ‘বিটিএস’র বিভিন্ন গানের কিছু বিহাইন্ড দ্য সিন শেয়ার করেছেন। আর বললেন, ‘আমাদের আত্মপ্রকাশের ১০ বছর হয়ে গেছে। ১০ বছর ধরে পাশে থাকা এবং সুন্দর স্মৃতি তৈরি করার জন্য ধন্যবাদ আমাদের সদস্যদের। সেই সঙ্গে আর্মিদেরও ধন্যবাদ, তোমাদের উৎসাহে আমরা এটা করতে সক্ষম হয়েছি।’

এক দশক পূর্তি উপলক্ষে সম্প্রতি নতুন একটি গান উপহার দিয়েছে ‘বিটিএস’। ‘টেক টু’ শিরোনামের সেই গানটিও পাচ্ছে বিপুল সাড়া। এ গানের রেশ ধরে ব্যান্ডটির সদস্য সুগা দিলেন এমন বার্তা, ‘টেক টু। ধন্যবাদ এবং ভালোবাসা সবাইকে।’

‘বিটিএস’র আরেক তারকা জে-হোপ কিছুদিন আগে সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন। প্রশিক্ষণে থেকে বার্তা দিলেন সংক্ষেপে, ‘আর্মিরা, তোমরা সবাই ভালো আছো, তাই না? এই মুহূর্তে আমি সামরিক কড়া নিয়মের মধ্যে আছি। এজন্য এরকম ছোট বার্তা দিয়ে তোমাদের সান্ত্বনা দিলাম।’

বিটিএস দক্ষিণ কোরিয়ায় ব্যাপক আয়োজনের মাধ্যমে ‘বিটিএস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১২ জুন) থেকেই দেশটির রাজধানী সিউলের গগনচুম্বী অট্টালিকা, বড় সেতু ও আইকনিক স্থাপনাগুলোতে বেগুনি রঙের আলোকসজ্জা করা হয়। 

উল্লেখ্য, ‘বিটিএস’র সদস্যরা হলেন আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক। বর্তমানে ব্যান্ডটি সাময়িক বিরতিতে রয়েছে এবং সদস্যরা একক গানে মনোযোগ দিচ্ছেন। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/
সম্পর্কিত
টেইলর সুইফটকে টপকে শীর্ষে জাংকুক
টেইলর সুইফটকে টপকে শীর্ষে জাংকুক
জাংকুকের নতুন গান আসছে এ মাসেই
জাংকুকের নতুন গান আসছে এ মাসেই
৬০০ মিলিয়ন ক্লাবে ‘বিটিএস’র এক ডজন গান
৬০০ মিলিয়ন ক্লাবে ‘বিটিএস’র এক ডজন গান
একক অ্যালবাম আনছেন ‘বিটিএস’র ভি, জানালেন নাম
একক অ্যালবাম আনছেন ‘বিটিএস’র ভি, জানালেন নাম
বিনোদন বিভাগের সর্বশেষ
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা