X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১
বাবা দিবসে বিশেষ

ছবি-বার্তায় তারকাদের বাবা দিবস উদযাপন

বিনোদন ডেস্ক
১৮ জুন ২০২৩, ১৭:২৮আপডেট : ১৮ জুন ২০২৩, ২১:৫৯

বাবা- দ্য আনসাং হিরো। প্রত্যেকটা মানুষের জীবনে বাবা থাকেন মজবুত খুঁটি হয়ে, পরম আশ্রয় হয়ে। অনেকটা শক্তির পেছনে রক্তের প্রবাহের মতো। তাই বাবাদের গল্প, ত্যাগ আর ভালোবাসাগুলো বরাবরই থাকে আড়ালে। সেই আড়ালের খোলস কিছুটা উন্মোচিত হয় জুন মাসের তৃতীয় রবিবারে; কারণ এদিন বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস।

আজ রবিবার (১৮ জুন) বাবা দিবসে তারকারা নিজ নিজ সোশ্যাল হ্যান্ডেলে বাবাকে নিয়ে পোস্ট দিয়েছেন। সেসব পোস্ট-ছবি নিয়ে এ আয়োজন…

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব একটি ছবি পোস্ট করেছেন; যেখানে তার সঙ্গে বাবা ওমর ফারুক ও ছেলে জায়ান ফারুক আয়াশ রয়েছেন। গেলো বছরের এপ্রিলে বাবাকে হারিয়েছেন অপূর্ব। তাই বাবা দিবসে তার জন্য দোয়া প্রার্থনা করে বলেছেন, ‘রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।’

বাবা-মায়ের সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যান চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তেমনি গিয়েছিলেন বিখ্যাত নায়গ্রা জলপ্রপাত দেখতে। নায়াগ্রার সামনেই বাবা বীরেন্দ্রনাথ সাহার কাঁধে হাত রেখে একটি ছবি তোলেন মিম। সেই ছবি পোস্ট করে তিনি বাবা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।  

চিত্রনায়ক সাইমন সাদিক তার সোশ্যাল হ্যান্ডেলে লম্বা একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে লেখা, ‘বাবা মানে নাকি বটবৃক্ষ! এই কথার সাথে আমি সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করলাম। বাবা কীভাবে শুধু বটবৃক্ষ হয়? বটবৃক্ষ এখন কয়টা দেখা যায়? কতটুকুই বা ছায়া দিতে পারে? চলাচল করতে পারে? আর সুরক্ষা দিতে পারে কতটুকু? সহায়তা প্রদান করতে পারে? দিতে পারে কি সারা জীবনের অনুপ্রেরণা? এমন একটি বিলুপ্তপ্রায় বৃক্ষের সাথে কি বাবা নামক আসমানের তুলনা করা যায়! আসমান তো দুনিয়ার যেখানেই যাওয়া যায়, সেখানেই দেখা যায়। তিনি তো জন্মদাতা। তিনি তো আসমানের চেয়েও বিশাল। তিনি তো রোদ, তিনি আলো, তিনি ছায়া, তিনি একমাত্র ভরসার নাম। দুনিয়াজুড়ে যার বিস্তার, তাকে মাটির ওপর ঠায় দাঁড়িয়ে থাকা বৃক্ষের সাথে তুলনা, আমি মানি না। এই আসমানে মান-অভিমানের খেলা হয়। মেঘ হয়, মহান আল্লাহর রহমতে বৃষ্টি হয়। যাকে ঘিরে ছুটে বেড়ানো যায় সারা দুনিয়া, তাকে মাটির ওপর ঠায় দাঁড়িয়ে থাকা বৃক্ষের সাথে তুলনা করে, আসমানকে আমি ছোট করতে চাই না। ভালো থাকুক আসমান, ভালো থাকুক দুনিয়া, ভালো থাকুক বাবারা।’

নির্মাতা আশফাক নিপুণ তার বাবার তরুণ বয়সের একটি ছবি শেয়ার করেছেন। আর তাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘তুমি কত হ্যান্ডসাম ছিলে, তোমার সোয়াগ, মিউজিক, সিনেমা ও শিল্পের প্রতি কতটা সমৃদ্ধ রুচি ছিল, পৃথিবীকে যদি আমি দেখাতে পারতাম! ধন্যবাদ তোমাকে, তুমি তোমার সব নান্দনিকতা আমার মধ্যে দিয়ে গেছো এবং আমি গর্বিত যে, দেখতে আমি তোমার মতোই। আমাদের জীবনে পাথরের মতো শক্ত ভিত হয়ে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। যদিও তুমি খুব দ্রুত চলে গেছো। তুমি সেরা বাবা। ভালোবাসি তোমাকে।’

গুণী অভিনেত্রী দীপা খন্দকার একটু ব্যতিক্রম উপায়ে বাবা দিবসের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তিনি তার মায়ের সঙ্গে তোলা ছবি পোস্ট করে মাকেই শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘হ্যাপি ফাদার্স ডে আম্মা।’

অভিনেত্রী সুমাইয়া শিমু বাবা-মায়ের কেক কাকার একটি মুহূর্ত শেয়ার করে লিখেছেন, ‘হ্যাপি ফাদার্স ডে।’

টিভি অভিনেত্রী সালহা খানম নাদিয়া ছয় বছর আগের একটি মেমোরি শেয়ার করেছেন। পরিবারের সঙ্গে তোলা একটি ছবি রয়েছে এতে। ক্যাপশনে নাদিয়া লিখেছেন, ‘বাবা তোমাকে ভালোবাসি। ছয়টা বছর আগের ছবি। আলহামদুলিল্লাহ।’  

অভিনেত্রী-নৃত্যশিল্পী পারসা ইভানা তার বাবার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না। আমার বাবা যেন সবসময় ভালো থাকে, সবাই দোয়া করবেন। হ্যাপি ফাদার্স ডে টু অল দ্য লাভলি ফাদার্স আউট দেয়ার।’

সংগীত পরিচালক আরমান খানের বাবা কিংবদন্তি সুরকার-সংগীত পরিচালক আলম খান। আবার তিনি নিজেও দুই সন্তানের পিতা। তাই বাবা দিবসে নিজের বাবা এবং সন্তানদের সঙ্গে তোলা ছবি পোস্ট করে বিশেষ দিনটির শুভেচ্ছা জানিয়েছেন।

নির্মাতা-সঞ্চালক দেবাশীষ বিশ্বাসের বাবা দিলীপ বিশ্বাস ছিলেন দেশের গুণী নির্মাতা। বাবার পথ ধরেই দেবাশীষ রুপালি ভুবনে পা গলিয়েছেন। বাবা দিবসে বাবার সঙ্গে ধারণ করা একটি ছবি শেয়ার করে তিনি বলেছেন, ‘আমার বাবা, আমার বন্ধু, আমার শিক্ষক, আমার প্রেরণা, আমার পথপ্রদর্শক, আমার আদর্শ, আমার আস্থা, আমার নির্ভরতা। জীবনে তোমার মতো বাবা পাওয়া মানেই তো জীবন ধন্য হয়ে যাওয়া। জীবনের প্রতি পদক্ষেপে তোমার অভাব অনুভব করি, আজীবন করবো। সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।’

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!