X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

ঈদের তৃতীয় দিন: টিভিতে যত নাটক-টেলিফিল্ম

বিনোদন ডেস্ক
০১ জুলাই ২০২৩, ০০:০৭আপডেট : ০১ জুলাই ২০২৩, ১২:০৪

ঈদ উৎসব মানে টিভি চ্যানেলগুলোতে হরেক রকম অনুষ্ঠানের ছড়াছড়ি। এরমধ্যে নতুন নাটক-টেলিফিল্ম থাকে বড় অংশজুড়ে। ব্যতিক্রম হচ্ছে না এবারও। ঈদের দিন থেকেই বিভিন্ন টিভি চ্যানেলে অসংখ্য নতুন নাটক ও টেলিফিল্ম প্রচার হচ্ছে। এই পর্বে জেনে নেবো ঈদের তৃতীয় দিনের (শনিবার) শিডিউল…

বাংলাভিশন

টেলিছবি ‘ওয়েডিং অব দ্য ইয়ার’ (দুপুর ২টা ১০ মিনিট) : রচনা ও পরিচালনা প্রীতি দত্ত। অভিনয়ে অপূর্ব, হিমি, মনিরা মিঠু।

নাটক ‘আমরা শ্রমিক’ (বিকেল ৫টা ১০ মিনিট) : রচনা ও পরিচালনা আদিপ হাসান। অভিনয়ে আরশ, অহনা।

নাটক ‘আমাকে মারবেন না’ (সন্ধ্যা ৬টা ২৫ মিনিট) : রচনা ও পরিচালনা মুরসালিন শুভ। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি।

নাটক ‘গিঁটবিদ্যা’ (সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট) : রচনা ও পরিচালনা হারুন রুশো। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন।

নাটক ‘পারফেক্ট ম্যাচ’ (রাত ৯টা ২৫ মিনিট) : রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে অপূর্ব, চমক।

নাটক ‘অবশিষ্ট’ (রাত ১০টা ৪৫ মিনিট) : রচনা মুনতাহা বৃত্তা, পরিচালনা রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ।

নাটক ‘শেষ ঠিকানা’ (রাত ১১টা ৩৫ মিনিট) : রচনা ও পরিচালনা রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে জোভান, তাসনিয়া ফারিণ।

এটিএন বাংলা

নাটক ‘লটারি’ (বিকেল ৫টা ৫০ মিনিট) : রচনা ও পরিচালনা মহিন খান। অভিনয়ে নিলয়, হিমি।

নাটক ‘রাতের শেষে’ (সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট) : রচনা ও পরিচালনা নাজমুল রনি। অভিনয়ে অপূর্ব, তটিনী।

নাটক ‘এক পথে পা’ (রাত ৮টা ৪৫ মিনিট) : রচনা রুম্মান রশীদ খান, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে অপূর্ব, তারিন।

টেলিছবি ‘লাভ ইউ বাবা’ (রাত ১১টা ৩০ মিনিট) : রচনা ও পরিচালনা হামেদ হাসান নোমান। অভিনয়ে নিলয়  আলমগীর, হিমি।

চ্যানেল আই

টেলিছবি ‘ভাইয়ের ঝামেলা আছে’ (দুপুর ২টা ৩০ মিনিট) : রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনা জয়ন্ত রোজারিও। অভিনয়ে জাহিদ হাসান, ভাবনা।

টেলিছবি ‘দ্য রাইটার’ (বিকেল ৪টা ৩০ মিনিট) : রচনা ইজাজ আহমেদ মিলন, পরিচালনা আহসান হাবিব আকিক। অভিনয়ে ইয়াশ রোহান, সাফা কবির।

নাটক ‘আমায় ছুঁয়ে দিলে’ (সন্ধ্যা ৭টা ৫০ মিনিট) : রচনা ও পরিচালনা ফেরদৌস হাসান। অভিনয়ে জুনায়েদ বোগদাদী, ললনা নূর।

নাটক ‘বহিরাগত’ (রাত ৯টা ৩৫ মিনিট) : রচনা মেজবাহউদ্দিন সুমন, পরিচালনা রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব, তটিনী, রুনা খান।

আরটিভি

নাটক ‘রাজশাহী লোকাল’ (সন্ধ্যা ৭টা) : রচনা ও পরিচালনা রাকেশ বসু। অভিনয়ে মিশু সাব্বির, সেমন্তী সৌমি।

নাটক ‘সব দোষ হোসেন আলীর’ (রাত ৮টা ১০ মিনিট) : রচনা জুয়েল এলিন, সকাল আহমেদ। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।

নাটক ‘নিউলি ম্যারিড’ (রাত ৯টা ৩০ মিনিট) : রচনা ও পরিচালনা মেহেদী হাসান রনি। অভিনয়ে মুশফিক আর ফারহান, কেয়া পায়েল।

নাটক ‘মেজবানি ভালোবাসা’ (রাত ১১টা) : রচনা ও পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে নিলয়, হিমি।

 ‘সব দোষ হোসেন আলীর’ নাটকের পোস্টারে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি এনটিভি

টেলিছবি ‘সাদা ফুল’ (রাত ২টা ৩০ মিনিট) : রচনা পান্থ শাহরিয়ার, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে খায়রুল বাসার, সাদিয়া আয়মান।

নাটক ‘হঠাৎ বিয়ে’ (সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট) : রচনা ফারিয়া হোসেন, পরিচালনা সোহেল হাসান। অভিনয়ে মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি।

নাটক ‘শেষ বসন্ত’ (রাত ৯টা ৩০ মিনিট) : রচনা ও পরিচালনা রাকেশ বসু। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর।

নাটক ‘এক আকাশের ছাদ’ (রাত ৯টা ৩০ মিনিট) : রচনা মারুফ হোসেন সজীব, পরিচালনা রাইসুল তমাল। অভিনয়ে জোভান, সাফা কবির।

বৈশাখী টেলিভিশন

নাটক ‘প্রি-হানিমুন’ (রাত ৮টা ১০ মিনিট) : রচনা ও পরিচালনা সৈকত রেজা। অভিনয়ে অপূর্ব, কেয়া।

নাটক ‘ঈদ বোনাস’ (রাত ১১টা ৩৫ মিনিট) : রচনা টিপু আলম, পরিচালনা এস এ হক অলিক। অভিনয়ে আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম।

চ্যানেল নাইন

নাটক ‘ট্র্যাপ’ (রাত ৮টা) : রচনা ও পরিচালনা হাসান রেজাউল। অভিনয়ে শামীম হাসান সরকার, অহনা।

নাটক ‘পা’ (রাত ১০টা) : রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে মিশু সাব্বির, তানিয়া বৃষ্টি।

মাছরাঙা টেলিভিশন

নাটক ‘ঠোঁটকাটা জামাই’ (বিকেল ৫টা ৫০ মিনিট) : রচনা গোলাম সরোয়ার অনিক, পরিচালনা রাকেশ বসু। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি।

নাটক ‘প্রবাসীর কান্না’ (রাত ৮টা) : রচনা মুসাব্বের হোসেন মুয়ীদ, পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে জোভান, সামিরা মাহি।

নাটক ‘বউ গেলে বুদ্ধি বাড়ে’ (রাত ১০টা ২০ মিনিট) : রচনা অনামিকা মণ্ডল, পরিচালনা আলোক হাসান। অভিনয়ে শামীম হাসান সরকার, ফারিয়া শাহরিন।

টেলিফিল্ম ‘খাঁচা’ (রাত ১১টা ৩০ মিনিট) : রচনা মুনতাহা বৃত্তা, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা।

‘এক আকাশের ছাদ’ নাটকের পোস্টারে জোভান ও সাফা কবির নাগরিক টিভি

নাটক ‘দহন’ (রাত ৮টা ৪০ মিনিট) : রচনা ও পরিচালনা সাইফুল হাফিজ খান। অভিনয়ে শামীম হাসান, অহনা।

নাটক ‘শেষ চিঠি’ (রাত ১০টা ৫৫ মিনিট) : রচনা ও পরিচালনা সুমন ধর। অভিনয়ে ইয়াশ রোহান, দীঘি।

দীপ্ত টিভি

নাটক ‘প্রেম হইতে সাবধান’ (সন্ধ্যা ৭টা) : রচনা ও পরিচালনা হারুন রুশো। অভিনয়ে নিলয়, হিমি।

নাটক ‘ভাগ্যরেখা’ (রাত ৮টা) : রচনা ও পরিচালনা গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে মোশাররফ করিম, নিশাত প্রিয়ম।

নাটক ‘বাবার বিরিয়ানি’ (রাত ১০টা) : রচনা ও পরিচালনা তৌফিকুল ইসলাম। অভিনয়ে তৌসিফ  মাহবুব, ফজলুর রহমান বাবু।

/কেআই/
সম্পর্কিত
কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী
কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী
ঈদুল আজহায় ২৭৭ সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৯, আহত ৫৪৪
যাত্রী কল্যাণ সমিতিঈদুল আজহায় ২৭৭ সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৯, আহত ৫৪৪
রাজধানীর ফাঁকা রাস্তায় যাত্রীদের স্বস্তি
রাজধানীর ফাঁকা রাস্তায় যাত্রীদের স্বস্তি
চাপ নেই কর্মস্থলে ফেরার, এখনও গ্রামে ফিরছে মানুষ
চাপ নেই কর্মস্থলে ফেরার, এখনও গ্রামে ফিরছে মানুষ
বিনোদন বিভাগের সর্বশেষ
সালমানের সঙ্গী হলেন রাশমিকা
সালমানের সঙ্গী হলেন রাশমিকা
বাবা হত্যার বিচার পেয়েও যে কারণে নিশ্চুপ লামিয়া
বাবা হত্যার বিচার পেয়েও যে কারণে নিশ্চুপ লামিয়া
তরুণ প্রযোজক-নির্মাতা রূহানের মরদেহ উদ্ধার
তরুণ প্রযোজক-নির্মাতা রূহানের মরদেহ উদ্ধার
বিতর্ক ছাপিয়ে ‘হীরামান্ডি’র রেকর্ড
বিতর্ক ছাপিয়ে ‘হীরামান্ডি’র রেকর্ড
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে