X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ঢাকার মঞ্চে অনুপম, অর্ণব, মেঘদল, তালপাতার সেপাই...

বিনোদন রিপোর্ট
০৬ জুলাই ২০২৩, ০০:২০আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৩:২৩

সীমান্তের কাঁটাতার ভেদ করে বাংলাদেশেও তুমুল জনপ্রিয়তা পেয়েছেন কলকাতার শিল্পী অনুপম রায়। গত এক যুগে তার বহু গান উদ্বেলিত করেছে বাঙালি শ্রোতার মন। তবে বাংলাদেশের শ্রোতারা তাকে সামনাসামনি শোনার সুযোগ খুব কমই পেয়েছে। এবার সেই অপূর্ণতা কিছুটা ঘুচবে ‘ম্যাজিক্যাল নাইট’ নামের একটি কনসার্টের সুবাদে।

যেটা বৃহস্পতিবার (৬ জুলাই) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
এই কনসার্টে গান গাইতে ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন অনুপম। বুধবার (৫ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটে ঢাকায় পা রেখেছেন এই গায়ক। এ সময় তাকে স্বাগত জানিয়েছেন কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনসের কর্তারা। আয়োজনটিতে কলকাতার জনপ্রিয় ব্যান্ড ‘তালপাতার সেপাই’ও গান করবে। তারা অনুপম রায়ের সঙ্গে একই ফ্লাইটে ঢাকায় এসেছেন বলে জানা গেছে।
 
তালপাতার সেপাই এছাড়া বাংলাদেশ থেকে থাকছেন সংগীত তারকা শায়ান চৌধুরী অর্ণব, ব্যান্ড ‘মেঘদল’ ও সাম্প্রতিক সময়ে অন্তর্জালে সাড়া জাগানো ‘হাতিরপুল সেশনস’। 

আয়োজকরা জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় খুলে দেওয়া হবে ভেন্যুর প্রবেশদ্বার। এরপর বিকাল পাঁচটার দিকে ‘হাতিরপুল সেশনস’র পরিবেশনায় শুরু হবে কনসার্ট। অতঃপর একে একে পারফর্ম করবেন অন্যরা।

কনসার্টটিতে অংশ নেয়ার ক্ষেত্রে একাধিক মূল্যের টিকিট বিক্রি করা হয়েছে। এর মধ্যে ভিআইপি (শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ ও ডিনারসহ) টিকিটের মূল্য ১০ হাজার, ভিআইপি সিটিং জোনের টিকিট ৪ হাজার ৫০০ টাকা এবং সাধারণ সারির টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা।

কনসার্টের পরিবেশ স্বাস্থ্যকর রাখতে ভেন্যুতে যেকোনও ধরনের ধুমপান নিষিদ্ধ রাখা হয়েছে। এছাড়া বড় আকারের ব্যাগ নিয়েও ভেন্যুতে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছেন আয়োজকরা। হাতিরপুল সেশনস

/কেআই/এমএম/
সম্পর্কিত
কোক স্টুডিও বাংলায় জয়া আহসান!
কোক স্টুডিও বাংলায় জয়া আহসান!
অর্ণবের সঙ্গে কে এই হামিদা বানু (ভিডিও)
অর্ণবের সঙ্গে কে এই হামিদা বানু (ভিডিও)
মূল কণ্ঠে সৌম্য, কোরাস লাইনে অর্ণব! (ভিডিও)
মূল কণ্ঠে সৌম্য, কোরাস লাইনে অর্ণব! (ভিডিও)
একসঙ্গে অর্ণব-অরিজিৎ, নতুন চমকের আভাস
একসঙ্গে অর্ণব-অরিজিৎ, নতুন চমকের আভাস
বিনোদন বিভাগের সর্বশেষ
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি