X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

প্লেব্যাক সম্রাটের বিদায়ের দিন

বিনোদন রিপোর্ট
০৬ জুলাই ২০২৩, ০০:০২আপডেট : ০৬ জুলাই ২০২৩, ২১:২১

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাস প্রায় শতবর্ষের। এই দীর্ঘ ইতিহাসে অনেক শিল্পী কণ্ঠের জাদুতে সমৃদ্ধ করেছেন রূপালি জগত। পেয়েছেন সাফল্যও। তবে ‘প্লেব্যাক সম্রাট’ উপাধি যার নামের সঙ্গে শোভা পায়, তিনি একজনই- এন্ড্রু কিশোর। যিনি চলে গেছেন তিন বছর আগে, ২০২০ সালের এই দিনটিতে। আজ (৬ জুলাই) তার প্রয়াণ দিবস।

বিষাদের এই দিনে তাকে ঘিরে উল্লেখযোগ্য কোনও আয়োজনের খবর পাওয়া যায়নি। তবে যেসব ভক্ত-শ্রোতার মনে তিনি গেঁথে আছেন, তারা প্রতিনিয়তই শিল্পীকে স্মরণ করেন, গানে, অনুভবে।

১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন এন্ড্রু কিশোর। তার পুরো নাম এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ। মা ছিলেন সংগীতানুরাগী, কিশোর কুমারের ভক্ত। সেই সূত্রেই ছেলের নাম রাখেন কিশোর। বড় হয়ে ছেলে তাই মায়ের স্বপ্ন পূরণে গানের ভুবনে পা রাখেন আর রচনা করেন ইতিহাস।

মূলত সিনেমার গানের শিল্পী (প্লেব্যাক গায়ক) হিসেবে কালজয়ী এন্ড্রু কিশোর। ১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ সিনেমায় আলম খানের সুরে প্রথম গান করেন তিনি। তবে শ্রোতামহলে তার কণ্ঠ ছড়িয়ে পড়ে ১৯৭৯ সালের ‘প্রতিজ্ঞা’ সিনেমার ‘এক চোর যায় চলে’ গানের মাধ্যমে।

১৫ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর। যা বাংলাদেশি শিল্পীদের ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত। তার গাওয়া যতগুলো গান জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছে, ততো গান অনেক শিল্পীর গোটা ক্যারিয়ারেও গাওয়া হয়নি। কয়েকটি গানের নাম না বললেই নয়; ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘পৃথিবীর যত সুখ আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘তুমি আমার কত চেনা’, ‘সব সখিরে পার করিতে’, ‘ও সাথীরে’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘তুমি চাঁদের জোছনা নও’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘আকাশেতে লক্ষ তারা’, ‘কিছু কিছু মানুষের জীবনে’, ‘এক বিন্দু ভালোবাসা দাও’ ইত্যাদি। 

এন্ড্রু কিশোর দেশজুড়ে মানুষের ভালোবাসা ছাড়াও এন্ড্রু কিশোরের প্রাপ্তির ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার। শ্রেষ্ঠ গায়ক হিসেবে তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এছাড়া বাচসাস পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কারও রয়েছে তার অর্জনের খাতায়।

/কেআই/এমএম/
সম্পর্কিত
এন্ড্রু কিশোর প্রসঙ্গে কনকচাঁপা: আমরা কি তাকে সঠিক সম্মান দিয়েছি?
এন্ড্রু কিশোর প্রসঙ্গে কনকচাঁপা: আমরা কি তাকে সঠিক সম্মান দিয়েছি?
এন্ড্রু কিশোরের নামে ভবনের নামকরণ
এন্ড্রু কিশোরের নামে ভবনের নামকরণ
বন্ধু যেখানে থাকো ভালো থেকো: হানিফ সংকেত
স্মরণে এন্ড্রু কিশোরবন্ধু যেখানে থাকো ভালো থেকো: হানিফ সংকেত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!