X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

শঙ্খচিল হতে চাওয়া নারীকে নিয়ে সিনেমা

বিনোদন রিপোর্ট
১২ জুলাই ২০২৩, ১৯:৫৪আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১০:২৯

গত জুন মাসে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি প্রযোজক হিসেবে প্রথমবার সিনেমা নির্মাণের জন্য ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন। তথ্যমন্ত্রণালয়ের নথিতে মিলেছে, ‘লারা’ নামের এই ছবিটি বানাবেন শেখর দাশ নামের একজন। যিনি ইন্ডাস্ট্রিতে প্রায় অপরিচিত। এসব নিয়ে বিস্ময় প্রকাশ কিংবা প্রশ্ন ছুঁড়েছেন অনেকেই। তখন অবশ্য, অভিনেত্রী কাম প্রযোজক জ্যোতিকা হাসপাতালে চিকিৎসাধীন। হয়েছে কঠিন ব্যামো। তাই অনুদান প্রাপ্তি কিংবা সিনেমার গল্প প্রসঙ্গে আর কিছু জানা যায়নি।

তবে সম্প্রতি ফিরেছেন হাসপাতাল থেকে স্বাভাবিক জীবনে। ফের উঠে দাঁড়ালেন, নিয়মিত পালন করছেন জাতীয় শিল্পকলা একাডেমির অন্যতম পরিচালকের দায়িত্ব। মাঠে নেমেছেন অনুদানের প্রজেক্ট নিয়েও। এভাবেও বলা যায়, অনেকটা শঙ্খচিলের মতো আকাশে ডানা মেললেন সিনেমার কর্মপরিকল্পনা নিয়ে।

জ্যোতি বলেন, ‘স্ক্রিপ্ট তো আগেই হয়েছে। এখন চলছে রিসার্চ। শুটিং শুরু করতে এ বছরের শেষে বা আগামী বছরের শুরু হবে। যা করছি, সেটা যেন শতভাগ পারফেক্ট হয়- সেই চেষ্টা করছি আমরা। কারণ, এই ছবিটির গল্পের সঙ্গে দেশ, ইতিহাস আর সেলিনা হোসেনের মতো মানুষ জড়িয়ে রয়েছেন।’     

এবার ফেরা যাক ‘লারা’র গল্পে। তিন বছর আগে থেকে যে গল্পটিকে সিনেমার ক্যানভাসে আঁকার পরিকল্পনা করেছেন জ্যোতিকা জ্যোতি। তার বয়ানেই শোনা যাক পুরো প্রক্রিয়াটি। 

‘আশি-নব্বই দশকের কথা। এক নারী হতে চেয়েছিলো শঙ্খচিল! আকাশে ডানা মেলে সে গায়ে মেখেছিলো সোনালী রোদ্দুর! সমাজের সব বাধা, কুসংস্কার আর ভয় দূরে ঠেলে সে ছুটেছিলো আলোকপানে। তার লড়াই ছিলো সমাজে বিরাজমান হাজার বছরের বৈষম্যের বিরুদ্ধে। অদম্য মেধাবী এই নারী ছিলেন বাংলাদেশের প্রথম নারী পাইলট প্রশিক্ষক, বৈমানিক ফারিয়া হোসেন লারা। তিনি বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের কন্যা। আমাদের সিনেমাটি সেই লারার জীবন নিয়েই তৈরি হচ্ছে।’

জ্যোতি আরও জানান, রক্ষণশীল সমাজের বাধা পেরিয়ে বাইরে পা ফেলাই যখন মেয়েদের জন্য যুদ্ধ, সেখানে সকল প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ করতেই লারা বেছে নিয়েছিলেন বৈমানিক পেশা। হয়েও ছিলেন সফল। কিন্তু তারপর? সেই গল্পটিই উঠে আসবে ‘লারা’ চলচ্চিত্রে।

সেলিনা হোসেন ও জ্যোতিকা জ্যোতির চুক্তি তবে কি এই চরিত্রে প্রযোজক নিজেই দাঁড়াবেন ক্যামেরার সামনে? জবাবে খানিক ইতস্তত অভিনেত্রী জ্যোতি। ট্রিবিউনকে বললেন, ‘এই চরিত্রে কে থাকছেন, সেটি এখনও ঠিক হয়নি। আপাতত চিত্রনাট্য গবেষণা করছি। যেহেতু চরিত্র ও ঘটনাটি ঐতিহাসিক, তথ্য তো ভুল করা যাবে না।’

অনুমেয়, বৈমানিক ফারিয়া হোসেন লারা চরিত্রে সিনেমায় দেখা যেতে পারে ‘মায়া’-খ্যাত জ্যোতিকা পাল জ্যোতিকে।

সাহিত্যিক সেলিনা হোসেন তার কন্যা লারাকে নিয়ে ‘লারা’ নামে একটি উপন্যাস লিখেছেন বেশ আগে। ২০২০ সালে এই বইয়ের আলোকে সিনেমা নির্মাণের লক্ষ্যে সেলিনা হোসেনের সঙ্গে চুক্তিও করেন জ্যোতি। বলেন, ‘‘সেই উপন্যাস পড়ে এবং লারার বৈচিত্র্যময় জীবনের গল্প শুনে উৎসাহিত হয়েছি ছবিটি নির্মাণের জন্য। আমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘রে হাউজ’ থেকে এটি হচ্ছে। সঙ্গে থাকছে তথ্য মন্ত্রণালয়ের অনুদান। লারার অদম্য কাহিনি বাংলাদেশের লক্ষ-কোটি তরুণ-তরুণীকে তাদের জীবনের স্বপ্নের সাথে বেড়ে উঠতে চিরদিন উজ্জীবিত করবে বলেই আমাদের বিশ্বাস।’’

প্রযোজক জ্যোতি আরও জানান, আগামী ১০ বছর লারাকে নিয়ে কোনও স্বল্প বা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, টেলিভিশন নাটক, মঞ্চ বা কোনও টেলিভিশন শো কেউ নির্মাণ করতে পারবে না। ২০২০ সালে সেভাবেই চুক্তিপত্র হয়েছে সেলিনা হোসেনের সঙ্গে।

/এমএম/
সম্পর্কিত
ফেরদৌস-জ্যোতিকে নিয়ে ‘জুলি’
ফেরদৌস-জ্যোতিকে নিয়ে ‘জুলি’
‘বঙ্গমাতা’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত
‘বঙ্গমাতা’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত
জ্যোতির আক্ষেপ ঘুচবে ৮ আগস্ট
জ্যোতির আক্ষেপ ঘুচবে ৮ আগস্ট
এস ডি রুবেলসহ সিনেমার জন্য সরকারি অনুদান পেলেন যারা
এস ডি রুবেলসহ সিনেমার জন্য সরকারি অনুদান পেলেন যারা
বিনোদন বিভাগের সর্বশেষ
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...