X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

কলকাতার ‘গণদেবতা’য় চঞ্চল চৌধুরী

বিনোদন রিপোর্ট
১৫ জুলাই ২০২৩, ১৭:২৫আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৪:১৩

অভিনয়ে ঢাকা টু কলকাতা দুটোই জয় করেছেন চঞ্চল চৌধুরী। যদিও টলিউডে আলাদা করে সেভাবে কাজ করেননি তিনি, তবে ঢাকায় করা কাজগুলোই পশ্চিমবঙ্গে তাকে আলোকিত করেছে। অবশ্য সৃজিত মুখার্জির নির্মাণে আলোচিত ‘পদাতিক’ সিনেমাটি মুক্তি পেলে হিসাব-নিকাশে আরও পরিবর্তন আসবে।

এর মধ্যেই নতুন খবর পাওয়া গেলো। এবার কলকাতার ওয়েব সিরিজে নাম লেখাচ্ছেন চঞ্চল। তাও আবার মুখ্য চরিত্রে। সিরিজের নাম ‘গণদেবতা’। নির্মাণ করবেন কমলেশ্বর মুখার্জি। এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘গণদেবতা’ ও ‘পঞ্চগ্রাম’ উপন্যাস দুটিকে ঘিরে নির্মিত হবে। বর্তমানে চলছে চিত্রনাট্য সাজানোর কাজ। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ শুটিং শুরু হবে। 

কলকাতার গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সিরিজের মুখ্য চরিত্র দেবু পণ্ডিতের ভূমিকায় থাকছেন চঞ্চল চৌধুরী। ইতোমধ্যে তার সঙ্গে আলোচনা হয়ে গেছে বলে জানালেন কমলেশ্বর। কিন্তু নিজ ইন্ডাস্ট্রির কাউকে না নিয়ে বাংলাদেশের চঞ্চলকে বেছে নেওয়ার কারণ কী?

চঞ্চল চৌধুরী কমলেশ্বর বললেন, ‘আমার মনে হয়েছে এই চরিত্রটিতে চঞ্চলকে ভালো মানাবে। বলিষ্ঠ অভিনেতা ছাড়া এই চরিত্র করা সম্ভব নয়। তার সঙ্গে সিরিজটি নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে।’

ঠিক একই কথার প্রতিধ্বনি মিললো চঞ্চল চৌধুরীর কণ্ঠেও। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিক আলোচনা হয়েছে আমাদের। সব ঠিক থাকলে কাজটা করতে পারি। যদিও চূড়ান্ত আলাপের আগে কিছুই বলা ঠিক না।’ 

এই সিরিজে চঞ্চলের সঙ্গে দুর্গা চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী অরুণিমা ঘোষকে। এছাড়াও থাকছেন কিঞ্জল নন্দ, লোকনাথ প্রমুখ। সিরিজটি কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে, তা এখনও জানানো হয়নি। 

প্রসঙ্গত, সৃজিতের নির্মাণে ‘পদাতিক’ সিনেমায় কালজয়ী চলচ্চিত্রকার মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ইতোপূর্বে ছবিটির পোস্টার ও লুক প্রকাশ হয়েছে। তাতেই মুগ্ধতা প্রকাশ করেছেন দর্শক-সমালোচকরা। ছবিটির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। ‘পদাতিক’ সিনেমায় চঞ্চল চৌধুরী

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মনামী: সবচেয়ে সহজ মানুষ চঞ্চলদা
মনামী: সবচেয়ে সহজ মানুষ চঞ্চলদা
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
বিনোদন বিভাগের সর্বশেষ
মনামী: সবচেয়ে সহজ মানুষ চঞ্চলদা
মনামী: সবচেয়ে সহজ মানুষ চঞ্চলদা
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
আমি চাচ্ছিলাম না, দৃশ্যটা শেষ হোক: মেরিল স্ট্রিপ
আমি চাচ্ছিলাম না, দৃশ্যটা শেষ হোক: মেরিল স্ট্রিপ
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
কান উৎসব ২০২৪ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক