X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘অ্যালুমিনিয়ামের ডানা’ উন্মুক্ত করলো মেঘদল

বিনোদন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৩, ১২:৪২আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৫:০৭

ব্যতিক্রম ধাঁচের গান দিয়ে নিজস্ব পরিচিতি তৈরি করেছে ব্যান্ড মেঘদল। শ্রোতাদের মাঝে তাদের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। আর গেলো বছর ‘এ হাওয়া’ গান দিয়ে তো সর্বমহলেই তারা জনপ্রিয়তা কুড়িয়েছেন। এই ব্যান্ডের নতুন অ্যালবাম ‘অ্যালুনিমিয়ামের ডানা’। যেটার পাঁচটি গান ইতোপূর্বে প্রকাশ হয়েছে। এবার এলো টাইটেল গান।

শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে ভিডিওসমেত গানটি উন্মুক্ত করা হয়েছে। রচনার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমন। গানের শুরুটা এরকম- ‘দেখা হতে পারে, এমনও রৌদ্র ভেঙে/ একটা মরা পাখি, উড়ে যাবে বেদনাহতের মতো, অমরত্বের দিকে/’

নতুন এই গান এবং অ্যালবামের সৃষ্টির পেছনের গল্প শুনিয়েছেন ‘মেঘদল’র মূল ভোকাল শিবু কুমার শীল। বললেন, “২০০৯ সালের পরের কথা; তখনও মেঘদলের তৃতীয় অ্যালবামের ভাবনা মাথায় ছিল না। অনেক সংগ্রামের ভেতর দিয়ে কেবল দ্বিতীয় অ্যালবামটা শেষ করেছি। এরকম সময়ে গল্পকার স্বপ্নময় চক্রবর্তীর একটা গল্প পড়েছিলাম, নাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’। একটা ফিউচারিস্টিক গল্প। কিন্তু আমার মনে গেঁথে গেলো শিরোনামটা। আমার মনে হলো এই শিরোনামের ভেতর একটা অদ্ভুত ধাতব আর নির্মম সময়ের রিফ্লেকশন আছে। আমার গানে আমি যে সময়ের গল্প বলতে চাই বা যে ভাঙাচোরা মানুষের কথা বলতে চাই, তার সঙ্গে এই শিরোনামের ঐক্য খুঁজে পেলাম।”

গানের দুটি দৃশ্য শিবু জানান, ‘অ্যালুমিনিয়ামের ডানা’ গানের কথা অবশ্য ওই ঘটনার বহু আগেই লেখা। তবে সেটি ছিল শিরোনামহীন অবস্থায়। এর ফাঁকে নতুন নতুন গানে ব্যান্ডটি শ্রোতাদের আকৃষ্ট করতে থাকে। আর আড়ালে পড়ে থাকে সেই গানটি। দীর্ঘ সময় পর অবশেষে এটি প্রাণ পেলো। শিবু কুমার শীলের ভাষ্য, ‘অ্যালুমিনিয়ামের ধাতব নির্দয়তার পাশাপাশি নেক্রপলিটিক্সের সাথে আমাদের পরিচয় ঘটে গেছে। আমরা এই দীর্ঘ সময়ের পাকে চক্করে আরও দেখলাম দলে দলে মানুষ পথে নেমেছে। কেউ কেউ হেরে যাচ্ছে, কেউ কেউ বাড়ি ফিরে গেছে। ব্যক্তির মনোজগতের ডানা যেন আর উড়বার প্রেরণা দেয় না। তাই বলে মানুষ কি হাল ছাড়ে? গলিত স্থবির ব্যাঙ পর্যন্ত দুই মুহূর্তের ভিক্ষা মাগে। অবশেষে একজন হেডলেস আর একজন আহত ব্যালে ড্যান্সারের যৌথ রক্তপাতের ব্যালাড নিয়ে আমরা হাজির হলাম। এই ডুবো শহরে আবার একটা নতুন গান।’

বলা প্রয়োজন, ‘অ্যালুমিনিয়ামের ডানা’ হলো মেঘদলের তৃতীয় অ্যালবাম। এতে মোট ১০টি গান থাকছে। এর মধ্যে ষষ্ঠ তথা টাইটেল গান সদ্য প্রকাশ হলো। বাকি চারটি গান এ বছরই বাজারে আনতে চায় ব্যান্ডটি।

ব্যান্ডটির বর্তমান লাইনআপ- শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এম জি কিবরিয়া (বেজ গিটার), তানভীর দাউদ রনি (কিবোর্ড) ও সৌরভ সরকার (বাঁশি, ক্লারিনেট, স্যাক্সোফোন)।  

গানের লিংক: 

/কেআই/
সম্পর্কিত
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
বিনোদন বিভাগের সর্বশেষ
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!